Ajker Patrika

আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৭: ৪৫
আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেসকোর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেঞ্চেলাহ। তিনি ইউনেসকোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরে দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকালে মেহদি বেঞ্চেলাহ বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে প্রশিক্ষণ কার্যক্রমে ইউনেসকোর সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি ইউনেসকো প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী ক্রমাগত পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করছে। ইউনেসকোর সঙ্গে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশ এবং ইউনেসকোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত