Ajker Patrika

কাল লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি

বাসস
কাল লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য ১২ দিনের সফরে আগামীকাল শনিবার সকালে লন্ডন ও জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, ‘কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে।’ 

লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে। 

প্রেস সচিব বলেন, ‘রাষ্ট্র প্রধান আগামী ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ার লাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’ 

উল্লেখ্য, ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত