Ajker Patrika

এবার বাড়ল নৌযানের যাত্রীভাড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবার বাড়ল নৌযানের যাত্রীভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর নৌযানের যাত্রীভাড়া বাড়ানো হয়েছে। যাত্রীভাড়া ৩০ শতাংশ সমন্বয় করে পুনর্নির্ধারণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ ১৬ আগস্ট থেকে পুনর্নির্ধারিত ভাড়া কার্যকর হবে। 

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২.৩০ টাকা থেকে বৃদ্ধি করে ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১০০ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা থেকে ২.৬০ টাকা করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ থেকে ৮ টাকা বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

এর আগে তেলের দাম বৃদ্ধির পর গত বছরের নভেম্বরে লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়ানো হয়েছিল। নভেম্বরের আগে লঞ্চে ১০০ কিলোমিটার মধ্যে দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ১.৭০ টাকা। তখন তা থেকে বাড়িয়ে ২.৩০ টাকা করা হয়েছিল। 

১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া নভেম্বরের আগে ছিল ১.৪০ টাকা। বাড়িয়ে পুনর্নির্ধারিত ভাড়া হয়েছিল ২ টাকা। আর লঞ্চের সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল ২৫ টাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত