উবায়দুল্লাহ বাদল, ঢাকা

দ্বীপ জেলা ভোলার জনসংখ্যা সরকারি হিসাবে ১৯ লাখ ৩৪ হাজার ৫১৪। বিপুলসংখ্যক এই মানুষের স্বাস্থ্যসেবার জন্য আছে জেলার একমাত্র জেনারেল হাসপাতাল। এ ছাড়া আছে ছয়টি স্বাস্থ্যকেন্দ্র, পাঁচটি সরকারি শিশুসদন, একটি ডায়াবেটিক হাসপাতাল ও ২৫০টি স্যাটেলাইট ক্লিনিক। ভোলার সঙ্গে অন্যান্য জেলার সড়কযোগাযোগ না থাকায় সেখানকার মানুষের চিকিৎসাসেবা একেবারেই অপ্রতুল।
জরুরি মুহূর্তেও এই জেলার বাসিন্দারা উন্নত চিকিৎসার সুযোগ পায় না। ভোলাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেখানে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক বা ডিসি আরিফুজ্জামান। ডিসি সম্মেলন সামনে রেখে লিখিত প্রস্তাবে তিনি বলেছেন, ভোলা থেকে বরিশাল ও ঢাকায় দ্রুত যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের মাধ্যমে চিকিৎসাব্যবস্থার উন্নয়ন ও চিকিৎসা শিক্ষায় গুরুত্ব বাড়বে।
ভোলার ডিসির মতো বান্দরবান, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, রাজবাড়ীসহ অন্তত ১২ জেলার ডিসি অভিন্ন প্রস্তাব পাঠিয়েছেন। বরিশালের ডিসি শহিদুল ইসলাম আরও এক ধাপ এগিয়ে বরিশাল শহরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ পাঠিয়েছেন।
ডিসিদের প্রস্তাবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিদের প্রস্তাবের বিষয়টি এখনো দেখিনি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য খাতের সব ধরনের অসংগতি দূর করার চেষ্টা করছি। শুধু মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা নয়, জেলা-উপজেলা হাসপাতালে যাতে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন নিশ্চিত হয়, সে জন্য একটি পদায়ন নীতিমালাও করা হচ্ছে। আশা করছি, দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।’
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অধিকাংশ বাড়িতে মানসম্পন্ন শৌচাগার না থাকা, বিশুদ্ধ খাওয়ার পানির সংকট এবং প্লাস্টিক বর্জ্য ও পয়োবর্জ্যের কারণে পরিবেশদূষণের চিত্র তুলে ধরেছেন কক্সবাজারের ডিসি শাহীন ইমরান। তিনি জানান, দ্বীপের পানিতে অসহনীয় মাত্রায় ই. কোলাই জীবাণু থাকায় অধিকাংশ মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য একটি প্রকল্প নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
এ ছাড়া বান্দরবানের ডিসি শাহ্ মোজাহিদ উদ্দিন সেখানে দেশের সর্বোচ্চ তিনটি পর্বতশৃঙ্গ সাকা হাফং, তাজিংডং ও কেওক্রাডংয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করতে সুপারিশ করেছেন। তাঁর মতে, এতে পাহাড়ি অধিবাসী ও পর্যটকেরা এসব স্থানে গিয়ে জাতির পিতার জীবন ও মুক্তিযুদ্ধের ধারণা লাভ করবে। এমন অন্তত তিন শতাধিক প্রস্তাব বা সুপারিশ নিয়ে আগামী রোববার শুরু হচ্ছে ডিসি সম্মেলন-২০২৪।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) আমিন উল আহসান জানান, ৩ মার্চ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে চার দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। দেশের আট বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের অংশগ্রহণে মাঠ প্রশাসনের সবচেয়ে বড় এই আয়োজন চলবে ৬ মার্চ পর্যন্ত।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বক্তব্যের পাশাপাশি মাঠ প্রশাসনের উদ্ভাবন, সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও চিত্র প্রদর্শন, ডিসি ও বিভাগীয় কমিশনারদের বক্তব্য থাকবে। সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হলো প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মুক্ত আলোচনা’। এই পর্বে ডিসি ও বিভাগীয় কমিশনাররা প্রধানমন্ত্রীর সামনে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে নানা ধরনের রাজনৈতিক চাপসহ বিভিন্ন বাধাবিপত্তির কথা তুলে ধরে থাকেন।
এসব শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারপ্রধান। সন্ধ্যায় যথারীতি প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ হবে। উদ্বোধনের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত কার্য অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গেও কার্য অধিবেশনে অংশ নেবেন ডিসিরা। কার্য অধিবেশনগুলোয় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সচিবেরা উপস্থিত থাকবেন।
জনস্বার্থ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট আরও প্রস্তাব
এবারের সম্মেলনে জনস্বার্থ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট অনেক প্রস্তাব থাকছে ডিসিদের। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—হ্রদবেষ্টিত লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় নৌ অ্যাম্বুলেন্স চালুর প্রস্তাব। এ প্রসঙ্গে খাগড়াছড়ির ডিসি মো. সহিদুজ্জামান বলেছেন, হ্রদবেষ্টিত এসব উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। নৌ অ্যাম্বুলেন্স হলে মুমূর্ষু বা জটিল রোগীদের দ্রুত জেলা সদরের হাসপাতালে নেওয়া যাবে। ভাসানচরের জন্যও নৌ অ্যাম্বুলেন্স চেয়েছেন নোয়াখালীর ডিসি দেওয়ান মাহবুবুর রহমান। কুমিল্লার ডিসি খন্দকার মু. মুশফিকুর রহমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ থেকে ১০০০ শয্যায় উন্নীত করা, হৃদ্রোগীদের জন্য ক্যাথল্যাব স্থাপন এবং কুমিল্লার সব সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতের সুপারিশ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মোহাম্মদ হাবিবুর রহমান সেখানে নার্সিং ইনস্টিটিউটের সক্ষমতা বাড়ানো এবং বিএসসি-ইন-নার্সিং ডিগ্রি চালুর প্রস্তাব করেছেন।
ময়মনসিংহের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জরুরি ভিত্তিতে ময়মনসিংহ সদর হাসপাতাল নির্মাণ করার প্রস্তাব করেন। ঠাকুরগাঁওয়ের ডিসি মাহবুবুর রহমান সেখানে একটি আধুনিক মর্গ নির্মাণের প্রস্তাব দিয়েছেন। দেশের সব উপজেলায় ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেছেন মেহেরপুরের ডিসি শামীম হাসান। বরগুনার ডিসি রফিকুল ইসলাম সেখানকার জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের সুপারিশ করেছেন। মৌলভীবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাসপাতাল ও ট্রমা সেন্টার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ডিসি ড. উর্মি বিনতে সালাম। গাজীপুরের ডিসি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে টেলিমেডিসিন কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছেন। ফরিদপুরের ডিসি কামরুল আহসান সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা প্যাথলজি ও আধুনিক মানের ডায়াগনস্টিক সেন্টার চালু রাখতে সুপারিশ করেছেন। কিশোরগঞ্জের ডিসি আবুল কালাম আজাদ সেখানে শিশু হাসপাতাল ও অটিজম সেন্টার চেয়েছেন।
যথাযথ তদারকি দরকার
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠ পর্যায়ে সরকারি মানসম্মত হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে। নতুন নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল হলে অবশ্যই সেটা ভালো উদ্যোগ। তার পরও বলব, গত ১০ বছরে সরকার এই খাতে যে পরিমাণ বরাদ্দ দিয়েছে বা যে পরিমাণ চিকিৎসা যন্ত্রপাতি কিনেছে, সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে এ নিয়ে কারও প্রশ্ন থাকার কথা নয়। কারণ, ৩২ হাজার ডাক্তার ও ৩৮ হাজার নার্স এই সেক্টরে ঠিকমতো কাজ করলে প্রতিবছর দেশ থেকে ৫ বিলিয়ন ডলার বিদেশ যেত না।’ তিনি বলেন, শুধু অবকাঠামো খাতে হাজার কোটি টাকা বরাদ্দ দিলেই হবে না। দেশে যেসব মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, তা যেন সঠিকভাবে সেবা দেয়, তা মনিটর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য খাতের লুটপাট বন্ধ করতে হবে।

দ্বীপ জেলা ভোলার জনসংখ্যা সরকারি হিসাবে ১৯ লাখ ৩৪ হাজার ৫১৪। বিপুলসংখ্যক এই মানুষের স্বাস্থ্যসেবার জন্য আছে জেলার একমাত্র জেনারেল হাসপাতাল। এ ছাড়া আছে ছয়টি স্বাস্থ্যকেন্দ্র, পাঁচটি সরকারি শিশুসদন, একটি ডায়াবেটিক হাসপাতাল ও ২৫০টি স্যাটেলাইট ক্লিনিক। ভোলার সঙ্গে অন্যান্য জেলার সড়কযোগাযোগ না থাকায় সেখানকার মানুষের চিকিৎসাসেবা একেবারেই অপ্রতুল।
জরুরি মুহূর্তেও এই জেলার বাসিন্দারা উন্নত চিকিৎসার সুযোগ পায় না। ভোলাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেখানে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক বা ডিসি আরিফুজ্জামান। ডিসি সম্মেলন সামনে রেখে লিখিত প্রস্তাবে তিনি বলেছেন, ভোলা থেকে বরিশাল ও ঢাকায় দ্রুত যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের মাধ্যমে চিকিৎসাব্যবস্থার উন্নয়ন ও চিকিৎসা শিক্ষায় গুরুত্ব বাড়বে।
ভোলার ডিসির মতো বান্দরবান, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, রাজবাড়ীসহ অন্তত ১২ জেলার ডিসি অভিন্ন প্রস্তাব পাঠিয়েছেন। বরিশালের ডিসি শহিদুল ইসলাম আরও এক ধাপ এগিয়ে বরিশাল শহরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ পাঠিয়েছেন।
ডিসিদের প্রস্তাবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিদের প্রস্তাবের বিষয়টি এখনো দেখিনি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য খাতের সব ধরনের অসংগতি দূর করার চেষ্টা করছি। শুধু মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা নয়, জেলা-উপজেলা হাসপাতালে যাতে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন নিশ্চিত হয়, সে জন্য একটি পদায়ন নীতিমালাও করা হচ্ছে। আশা করছি, দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।’
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অধিকাংশ বাড়িতে মানসম্পন্ন শৌচাগার না থাকা, বিশুদ্ধ খাওয়ার পানির সংকট এবং প্লাস্টিক বর্জ্য ও পয়োবর্জ্যের কারণে পরিবেশদূষণের চিত্র তুলে ধরেছেন কক্সবাজারের ডিসি শাহীন ইমরান। তিনি জানান, দ্বীপের পানিতে অসহনীয় মাত্রায় ই. কোলাই জীবাণু থাকায় অধিকাংশ মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য একটি প্রকল্প নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
এ ছাড়া বান্দরবানের ডিসি শাহ্ মোজাহিদ উদ্দিন সেখানে দেশের সর্বোচ্চ তিনটি পর্বতশৃঙ্গ সাকা হাফং, তাজিংডং ও কেওক্রাডংয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করতে সুপারিশ করেছেন। তাঁর মতে, এতে পাহাড়ি অধিবাসী ও পর্যটকেরা এসব স্থানে গিয়ে জাতির পিতার জীবন ও মুক্তিযুদ্ধের ধারণা লাভ করবে। এমন অন্তত তিন শতাধিক প্রস্তাব বা সুপারিশ নিয়ে আগামী রোববার শুরু হচ্ছে ডিসি সম্মেলন-২০২৪।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) আমিন উল আহসান জানান, ৩ মার্চ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে চার দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। দেশের আট বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের অংশগ্রহণে মাঠ প্রশাসনের সবচেয়ে বড় এই আয়োজন চলবে ৬ মার্চ পর্যন্ত।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বক্তব্যের পাশাপাশি মাঠ প্রশাসনের উদ্ভাবন, সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও চিত্র প্রদর্শন, ডিসি ও বিভাগীয় কমিশনারদের বক্তব্য থাকবে। সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হলো প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মুক্ত আলোচনা’। এই পর্বে ডিসি ও বিভাগীয় কমিশনাররা প্রধানমন্ত্রীর সামনে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে নানা ধরনের রাজনৈতিক চাপসহ বিভিন্ন বাধাবিপত্তির কথা তুলে ধরে থাকেন।
এসব শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারপ্রধান। সন্ধ্যায় যথারীতি প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ হবে। উদ্বোধনের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত কার্য অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গেও কার্য অধিবেশনে অংশ নেবেন ডিসিরা। কার্য অধিবেশনগুলোয় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সচিবেরা উপস্থিত থাকবেন।
জনস্বার্থ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট আরও প্রস্তাব
এবারের সম্মেলনে জনস্বার্থ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট অনেক প্রস্তাব থাকছে ডিসিদের। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—হ্রদবেষ্টিত লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় নৌ অ্যাম্বুলেন্স চালুর প্রস্তাব। এ প্রসঙ্গে খাগড়াছড়ির ডিসি মো. সহিদুজ্জামান বলেছেন, হ্রদবেষ্টিত এসব উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। নৌ অ্যাম্বুলেন্স হলে মুমূর্ষু বা জটিল রোগীদের দ্রুত জেলা সদরের হাসপাতালে নেওয়া যাবে। ভাসানচরের জন্যও নৌ অ্যাম্বুলেন্স চেয়েছেন নোয়াখালীর ডিসি দেওয়ান মাহবুবুর রহমান। কুমিল্লার ডিসি খন্দকার মু. মুশফিকুর রহমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ থেকে ১০০০ শয্যায় উন্নীত করা, হৃদ্রোগীদের জন্য ক্যাথল্যাব স্থাপন এবং কুমিল্লার সব সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতের সুপারিশ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মোহাম্মদ হাবিবুর রহমান সেখানে নার্সিং ইনস্টিটিউটের সক্ষমতা বাড়ানো এবং বিএসসি-ইন-নার্সিং ডিগ্রি চালুর প্রস্তাব করেছেন।
ময়মনসিংহের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জরুরি ভিত্তিতে ময়মনসিংহ সদর হাসপাতাল নির্মাণ করার প্রস্তাব করেন। ঠাকুরগাঁওয়ের ডিসি মাহবুবুর রহমান সেখানে একটি আধুনিক মর্গ নির্মাণের প্রস্তাব দিয়েছেন। দেশের সব উপজেলায় ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেছেন মেহেরপুরের ডিসি শামীম হাসান। বরগুনার ডিসি রফিকুল ইসলাম সেখানকার জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের সুপারিশ করেছেন। মৌলভীবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাসপাতাল ও ট্রমা সেন্টার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ডিসি ড. উর্মি বিনতে সালাম। গাজীপুরের ডিসি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে টেলিমেডিসিন কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছেন। ফরিদপুরের ডিসি কামরুল আহসান সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা প্যাথলজি ও আধুনিক মানের ডায়াগনস্টিক সেন্টার চালু রাখতে সুপারিশ করেছেন। কিশোরগঞ্জের ডিসি আবুল কালাম আজাদ সেখানে শিশু হাসপাতাল ও অটিজম সেন্টার চেয়েছেন।
যথাযথ তদারকি দরকার
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠ পর্যায়ে সরকারি মানসম্মত হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে। নতুন নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল হলে অবশ্যই সেটা ভালো উদ্যোগ। তার পরও বলব, গত ১০ বছরে সরকার এই খাতে যে পরিমাণ বরাদ্দ দিয়েছে বা যে পরিমাণ চিকিৎসা যন্ত্রপাতি কিনেছে, সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে এ নিয়ে কারও প্রশ্ন থাকার কথা নয়। কারণ, ৩২ হাজার ডাক্তার ও ৩৮ হাজার নার্স এই সেক্টরে ঠিকমতো কাজ করলে প্রতিবছর দেশ থেকে ৫ বিলিয়ন ডলার বিদেশ যেত না।’ তিনি বলেন, শুধু অবকাঠামো খাতে হাজার কোটি টাকা বরাদ্দ দিলেই হবে না। দেশে যেসব মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, তা যেন সঠিকভাবে সেবা দেয়, তা মনিটর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য খাতের লুটপাট বন্ধ করতে হবে।
উবায়দুল্লাহ বাদল, ঢাকা

দ্বীপ জেলা ভোলার জনসংখ্যা সরকারি হিসাবে ১৯ লাখ ৩৪ হাজার ৫১৪। বিপুলসংখ্যক এই মানুষের স্বাস্থ্যসেবার জন্য আছে জেলার একমাত্র জেনারেল হাসপাতাল। এ ছাড়া আছে ছয়টি স্বাস্থ্যকেন্দ্র, পাঁচটি সরকারি শিশুসদন, একটি ডায়াবেটিক হাসপাতাল ও ২৫০টি স্যাটেলাইট ক্লিনিক। ভোলার সঙ্গে অন্যান্য জেলার সড়কযোগাযোগ না থাকায় সেখানকার মানুষের চিকিৎসাসেবা একেবারেই অপ্রতুল।
জরুরি মুহূর্তেও এই জেলার বাসিন্দারা উন্নত চিকিৎসার সুযোগ পায় না। ভোলাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেখানে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক বা ডিসি আরিফুজ্জামান। ডিসি সম্মেলন সামনে রেখে লিখিত প্রস্তাবে তিনি বলেছেন, ভোলা থেকে বরিশাল ও ঢাকায় দ্রুত যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের মাধ্যমে চিকিৎসাব্যবস্থার উন্নয়ন ও চিকিৎসা শিক্ষায় গুরুত্ব বাড়বে।
ভোলার ডিসির মতো বান্দরবান, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, রাজবাড়ীসহ অন্তত ১২ জেলার ডিসি অভিন্ন প্রস্তাব পাঠিয়েছেন। বরিশালের ডিসি শহিদুল ইসলাম আরও এক ধাপ এগিয়ে বরিশাল শহরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ পাঠিয়েছেন।
ডিসিদের প্রস্তাবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিদের প্রস্তাবের বিষয়টি এখনো দেখিনি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য খাতের সব ধরনের অসংগতি দূর করার চেষ্টা করছি। শুধু মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা নয়, জেলা-উপজেলা হাসপাতালে যাতে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন নিশ্চিত হয়, সে জন্য একটি পদায়ন নীতিমালাও করা হচ্ছে। আশা করছি, দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।’
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অধিকাংশ বাড়িতে মানসম্পন্ন শৌচাগার না থাকা, বিশুদ্ধ খাওয়ার পানির সংকট এবং প্লাস্টিক বর্জ্য ও পয়োবর্জ্যের কারণে পরিবেশদূষণের চিত্র তুলে ধরেছেন কক্সবাজারের ডিসি শাহীন ইমরান। তিনি জানান, দ্বীপের পানিতে অসহনীয় মাত্রায় ই. কোলাই জীবাণু থাকায় অধিকাংশ মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য একটি প্রকল্প নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
এ ছাড়া বান্দরবানের ডিসি শাহ্ মোজাহিদ উদ্দিন সেখানে দেশের সর্বোচ্চ তিনটি পর্বতশৃঙ্গ সাকা হাফং, তাজিংডং ও কেওক্রাডংয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করতে সুপারিশ করেছেন। তাঁর মতে, এতে পাহাড়ি অধিবাসী ও পর্যটকেরা এসব স্থানে গিয়ে জাতির পিতার জীবন ও মুক্তিযুদ্ধের ধারণা লাভ করবে। এমন অন্তত তিন শতাধিক প্রস্তাব বা সুপারিশ নিয়ে আগামী রোববার শুরু হচ্ছে ডিসি সম্মেলন-২০২৪।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) আমিন উল আহসান জানান, ৩ মার্চ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে চার দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। দেশের আট বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের অংশগ্রহণে মাঠ প্রশাসনের সবচেয়ে বড় এই আয়োজন চলবে ৬ মার্চ পর্যন্ত।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বক্তব্যের পাশাপাশি মাঠ প্রশাসনের উদ্ভাবন, সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও চিত্র প্রদর্শন, ডিসি ও বিভাগীয় কমিশনারদের বক্তব্য থাকবে। সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হলো প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মুক্ত আলোচনা’। এই পর্বে ডিসি ও বিভাগীয় কমিশনাররা প্রধানমন্ত্রীর সামনে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে নানা ধরনের রাজনৈতিক চাপসহ বিভিন্ন বাধাবিপত্তির কথা তুলে ধরে থাকেন।
এসব শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারপ্রধান। সন্ধ্যায় যথারীতি প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ হবে। উদ্বোধনের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত কার্য অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গেও কার্য অধিবেশনে অংশ নেবেন ডিসিরা। কার্য অধিবেশনগুলোয় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সচিবেরা উপস্থিত থাকবেন।
জনস্বার্থ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট আরও প্রস্তাব
এবারের সম্মেলনে জনস্বার্থ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট অনেক প্রস্তাব থাকছে ডিসিদের। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—হ্রদবেষ্টিত লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় নৌ অ্যাম্বুলেন্স চালুর প্রস্তাব। এ প্রসঙ্গে খাগড়াছড়ির ডিসি মো. সহিদুজ্জামান বলেছেন, হ্রদবেষ্টিত এসব উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। নৌ অ্যাম্বুলেন্স হলে মুমূর্ষু বা জটিল রোগীদের দ্রুত জেলা সদরের হাসপাতালে নেওয়া যাবে। ভাসানচরের জন্যও নৌ অ্যাম্বুলেন্স চেয়েছেন নোয়াখালীর ডিসি দেওয়ান মাহবুবুর রহমান। কুমিল্লার ডিসি খন্দকার মু. মুশফিকুর রহমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ থেকে ১০০০ শয্যায় উন্নীত করা, হৃদ্রোগীদের জন্য ক্যাথল্যাব স্থাপন এবং কুমিল্লার সব সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতের সুপারিশ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মোহাম্মদ হাবিবুর রহমান সেখানে নার্সিং ইনস্টিটিউটের সক্ষমতা বাড়ানো এবং বিএসসি-ইন-নার্সিং ডিগ্রি চালুর প্রস্তাব করেছেন।
ময়মনসিংহের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জরুরি ভিত্তিতে ময়মনসিংহ সদর হাসপাতাল নির্মাণ করার প্রস্তাব করেন। ঠাকুরগাঁওয়ের ডিসি মাহবুবুর রহমান সেখানে একটি আধুনিক মর্গ নির্মাণের প্রস্তাব দিয়েছেন। দেশের সব উপজেলায় ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেছেন মেহেরপুরের ডিসি শামীম হাসান। বরগুনার ডিসি রফিকুল ইসলাম সেখানকার জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের সুপারিশ করেছেন। মৌলভীবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাসপাতাল ও ট্রমা সেন্টার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ডিসি ড. উর্মি বিনতে সালাম। গাজীপুরের ডিসি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে টেলিমেডিসিন কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছেন। ফরিদপুরের ডিসি কামরুল আহসান সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা প্যাথলজি ও আধুনিক মানের ডায়াগনস্টিক সেন্টার চালু রাখতে সুপারিশ করেছেন। কিশোরগঞ্জের ডিসি আবুল কালাম আজাদ সেখানে শিশু হাসপাতাল ও অটিজম সেন্টার চেয়েছেন।
যথাযথ তদারকি দরকার
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠ পর্যায়ে সরকারি মানসম্মত হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে। নতুন নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল হলে অবশ্যই সেটা ভালো উদ্যোগ। তার পরও বলব, গত ১০ বছরে সরকার এই খাতে যে পরিমাণ বরাদ্দ দিয়েছে বা যে পরিমাণ চিকিৎসা যন্ত্রপাতি কিনেছে, সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে এ নিয়ে কারও প্রশ্ন থাকার কথা নয়। কারণ, ৩২ হাজার ডাক্তার ও ৩৮ হাজার নার্স এই সেক্টরে ঠিকমতো কাজ করলে প্রতিবছর দেশ থেকে ৫ বিলিয়ন ডলার বিদেশ যেত না।’ তিনি বলেন, শুধু অবকাঠামো খাতে হাজার কোটি টাকা বরাদ্দ দিলেই হবে না। দেশে যেসব মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, তা যেন সঠিকভাবে সেবা দেয়, তা মনিটর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য খাতের লুটপাট বন্ধ করতে হবে।

দ্বীপ জেলা ভোলার জনসংখ্যা সরকারি হিসাবে ১৯ লাখ ৩৪ হাজার ৫১৪। বিপুলসংখ্যক এই মানুষের স্বাস্থ্যসেবার জন্য আছে জেলার একমাত্র জেনারেল হাসপাতাল। এ ছাড়া আছে ছয়টি স্বাস্থ্যকেন্দ্র, পাঁচটি সরকারি শিশুসদন, একটি ডায়াবেটিক হাসপাতাল ও ২৫০টি স্যাটেলাইট ক্লিনিক। ভোলার সঙ্গে অন্যান্য জেলার সড়কযোগাযোগ না থাকায় সেখানকার মানুষের চিকিৎসাসেবা একেবারেই অপ্রতুল।
জরুরি মুহূর্তেও এই জেলার বাসিন্দারা উন্নত চিকিৎসার সুযোগ পায় না। ভোলাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেখানে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক বা ডিসি আরিফুজ্জামান। ডিসি সম্মেলন সামনে রেখে লিখিত প্রস্তাবে তিনি বলেছেন, ভোলা থেকে বরিশাল ও ঢাকায় দ্রুত যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের মাধ্যমে চিকিৎসাব্যবস্থার উন্নয়ন ও চিকিৎসা শিক্ষায় গুরুত্ব বাড়বে।
ভোলার ডিসির মতো বান্দরবান, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, রাজবাড়ীসহ অন্তত ১২ জেলার ডিসি অভিন্ন প্রস্তাব পাঠিয়েছেন। বরিশালের ডিসি শহিদুল ইসলাম আরও এক ধাপ এগিয়ে বরিশাল শহরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ পাঠিয়েছেন।
ডিসিদের প্রস্তাবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিদের প্রস্তাবের বিষয়টি এখনো দেখিনি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য খাতের সব ধরনের অসংগতি দূর করার চেষ্টা করছি। শুধু মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা নয়, জেলা-উপজেলা হাসপাতালে যাতে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন নিশ্চিত হয়, সে জন্য একটি পদায়ন নীতিমালাও করা হচ্ছে। আশা করছি, দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।’
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অধিকাংশ বাড়িতে মানসম্পন্ন শৌচাগার না থাকা, বিশুদ্ধ খাওয়ার পানির সংকট এবং প্লাস্টিক বর্জ্য ও পয়োবর্জ্যের কারণে পরিবেশদূষণের চিত্র তুলে ধরেছেন কক্সবাজারের ডিসি শাহীন ইমরান। তিনি জানান, দ্বীপের পানিতে অসহনীয় মাত্রায় ই. কোলাই জীবাণু থাকায় অধিকাংশ মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য একটি প্রকল্প নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
এ ছাড়া বান্দরবানের ডিসি শাহ্ মোজাহিদ উদ্দিন সেখানে দেশের সর্বোচ্চ তিনটি পর্বতশৃঙ্গ সাকা হাফং, তাজিংডং ও কেওক্রাডংয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করতে সুপারিশ করেছেন। তাঁর মতে, এতে পাহাড়ি অধিবাসী ও পর্যটকেরা এসব স্থানে গিয়ে জাতির পিতার জীবন ও মুক্তিযুদ্ধের ধারণা লাভ করবে। এমন অন্তত তিন শতাধিক প্রস্তাব বা সুপারিশ নিয়ে আগামী রোববার শুরু হচ্ছে ডিসি সম্মেলন-২০২৪।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) আমিন উল আহসান জানান, ৩ মার্চ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে চার দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। দেশের আট বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের অংশগ্রহণে মাঠ প্রশাসনের সবচেয়ে বড় এই আয়োজন চলবে ৬ মার্চ পর্যন্ত।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বক্তব্যের পাশাপাশি মাঠ প্রশাসনের উদ্ভাবন, সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও চিত্র প্রদর্শন, ডিসি ও বিভাগীয় কমিশনারদের বক্তব্য থাকবে। সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হলো প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মুক্ত আলোচনা’। এই পর্বে ডিসি ও বিভাগীয় কমিশনাররা প্রধানমন্ত্রীর সামনে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে নানা ধরনের রাজনৈতিক চাপসহ বিভিন্ন বাধাবিপত্তির কথা তুলে ধরে থাকেন।
এসব শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারপ্রধান। সন্ধ্যায় যথারীতি প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ হবে। উদ্বোধনের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত কার্য অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গেও কার্য অধিবেশনে অংশ নেবেন ডিসিরা। কার্য অধিবেশনগুলোয় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সচিবেরা উপস্থিত থাকবেন।
জনস্বার্থ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট আরও প্রস্তাব
এবারের সম্মেলনে জনস্বার্থ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট অনেক প্রস্তাব থাকছে ডিসিদের। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—হ্রদবেষ্টিত লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় নৌ অ্যাম্বুলেন্স চালুর প্রস্তাব। এ প্রসঙ্গে খাগড়াছড়ির ডিসি মো. সহিদুজ্জামান বলেছেন, হ্রদবেষ্টিত এসব উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। নৌ অ্যাম্বুলেন্স হলে মুমূর্ষু বা জটিল রোগীদের দ্রুত জেলা সদরের হাসপাতালে নেওয়া যাবে। ভাসানচরের জন্যও নৌ অ্যাম্বুলেন্স চেয়েছেন নোয়াখালীর ডিসি দেওয়ান মাহবুবুর রহমান। কুমিল্লার ডিসি খন্দকার মু. মুশফিকুর রহমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ থেকে ১০০০ শয্যায় উন্নীত করা, হৃদ্রোগীদের জন্য ক্যাথল্যাব স্থাপন এবং কুমিল্লার সব সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতের সুপারিশ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মোহাম্মদ হাবিবুর রহমান সেখানে নার্সিং ইনস্টিটিউটের সক্ষমতা বাড়ানো এবং বিএসসি-ইন-নার্সিং ডিগ্রি চালুর প্রস্তাব করেছেন।
ময়মনসিংহের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জরুরি ভিত্তিতে ময়মনসিংহ সদর হাসপাতাল নির্মাণ করার প্রস্তাব করেন। ঠাকুরগাঁওয়ের ডিসি মাহবুবুর রহমান সেখানে একটি আধুনিক মর্গ নির্মাণের প্রস্তাব দিয়েছেন। দেশের সব উপজেলায় ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেছেন মেহেরপুরের ডিসি শামীম হাসান। বরগুনার ডিসি রফিকুল ইসলাম সেখানকার জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের সুপারিশ করেছেন। মৌলভীবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাসপাতাল ও ট্রমা সেন্টার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ডিসি ড. উর্মি বিনতে সালাম। গাজীপুরের ডিসি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে টেলিমেডিসিন কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছেন। ফরিদপুরের ডিসি কামরুল আহসান সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা প্যাথলজি ও আধুনিক মানের ডায়াগনস্টিক সেন্টার চালু রাখতে সুপারিশ করেছেন। কিশোরগঞ্জের ডিসি আবুল কালাম আজাদ সেখানে শিশু হাসপাতাল ও অটিজম সেন্টার চেয়েছেন।
যথাযথ তদারকি দরকার
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠ পর্যায়ে সরকারি মানসম্মত হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে। নতুন নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল হলে অবশ্যই সেটা ভালো উদ্যোগ। তার পরও বলব, গত ১০ বছরে সরকার এই খাতে যে পরিমাণ বরাদ্দ দিয়েছে বা যে পরিমাণ চিকিৎসা যন্ত্রপাতি কিনেছে, সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে এ নিয়ে কারও প্রশ্ন থাকার কথা নয়। কারণ, ৩২ হাজার ডাক্তার ও ৩৮ হাজার নার্স এই সেক্টরে ঠিকমতো কাজ করলে প্রতিবছর দেশ থেকে ৫ বিলিয়ন ডলার বিদেশ যেত না।’ তিনি বলেন, শুধু অবকাঠামো খাতে হাজার কোটি টাকা বরাদ্দ দিলেই হবে না। দেশে যেসব মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, তা যেন সঠিকভাবে সেবা দেয়, তা মনিটর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য খাতের লুটপাট বন্ধ করতে হবে।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলা করার সময় পানিতে পড়ে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়ন ও রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে ঘটনা দুটি ঘটে। এতে ওইসব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আজ বেলা ৩টার দিকে ‘চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’-এর ব্যানারে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের সড়ক থেকে....
১৩ ঘণ্টা আগে
কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। ফলে আপাতত কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে না।
১৬ ঘণ্টা আগে
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে, পূর্ব জেরুজালেমসহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।
১৭ ঘণ্টা আগেঅষ্টগ্রাম (কিশোরগঞ্জ) ও রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলা করার সময় পানিতে পড়ে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়ন ও রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে ঘটনা দুটি ঘটে। এতে ওইসব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বিকেলে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর এলাকায় বাড়িসংলগ্ন বিলের পাশে খেলা করছিল মিশকাত (৫), মাহিন (৬) ও সাত্তার তানিল মিয়া (৫)। হঠাৎ সবার অজান্তে তিন শিশু বিলে পড়ে ডুবে যায়।
খোঁজাখুঁজির একপর্যায়ে বিল থেকে মিশকাত ও মাহিনকে উদ্ধার করা হয়। পরে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ঘটনাস্থল থেকে অপর শিশু তানিলের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মাহিনের চাচা মোবারক হোসেন বলেন, প্রতিদিনের মতো তিন শিশু খেলাধুলা করছিল। কিন্তু কখন যে বিলের পানিতে ডুবে গেল, কেউ বোঝেনি। পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পানিতে প্রথমে দুজন, পরে অন্যজনকে পাওয়া যায়।
এ বিষয়ে দেওঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, দুঃখজনক খবর, একই বাড়ির তিনটা শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপর দিকে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে একই দিন বিকেলে উত্তর পারুয়া গ্রামের একটি পুকুরে পড়ে মারা যায় তিন শিশু। তারা হলো সুমাইয়া আক্তার (৫), হাবীবা আক্তার (৬) ও জান্নাত আক্তার (৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে খেলার ছলে তারা তিনজনই বাড়ির পাশে পুকুরে যায়। কিছুক্ষণ পর না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, ‘তিনটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলা করার সময় পানিতে পড়ে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়ন ও রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে ঘটনা দুটি ঘটে। এতে ওইসব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বিকেলে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর এলাকায় বাড়িসংলগ্ন বিলের পাশে খেলা করছিল মিশকাত (৫), মাহিন (৬) ও সাত্তার তানিল মিয়া (৫)। হঠাৎ সবার অজান্তে তিন শিশু বিলে পড়ে ডুবে যায়।
খোঁজাখুঁজির একপর্যায়ে বিল থেকে মিশকাত ও মাহিনকে উদ্ধার করা হয়। পরে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ঘটনাস্থল থেকে অপর শিশু তানিলের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মাহিনের চাচা মোবারক হোসেন বলেন, প্রতিদিনের মতো তিন শিশু খেলাধুলা করছিল। কিন্তু কখন যে বিলের পানিতে ডুবে গেল, কেউ বোঝেনি। পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পানিতে প্রথমে দুজন, পরে অন্যজনকে পাওয়া যায়।
এ বিষয়ে দেওঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, দুঃখজনক খবর, একই বাড়ির তিনটা শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপর দিকে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে একই দিন বিকেলে উত্তর পারুয়া গ্রামের একটি পুকুরে পড়ে মারা যায় তিন শিশু। তারা হলো সুমাইয়া আক্তার (৫), হাবীবা আক্তার (৬) ও জান্নাত আক্তার (৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে খেলার ছলে তারা তিনজনই বাড়ির পাশে পুকুরে যায়। কিছুক্ষণ পর না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, ‘তিনটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

আগামী রোববার থেকে ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে। এবার নানা দাবি-দাওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে বিশেষ নজর রয়েছে জেলা প্রশাসকদের। বরিশালে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ১২টি জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের সুপারিশ করবেন তাঁরা
০১ মার্চ ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আজ বেলা ৩টার দিকে ‘চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’-এর ব্যানারে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের সড়ক থেকে....
১৩ ঘণ্টা আগে
কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। ফলে আপাতত কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে না।
১৬ ঘণ্টা আগে
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে, পূর্ব জেরুজালেমসহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।
১৭ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো, বিশেষ নিয়োগব্যবস্থা, স্বতন্ত্র কোটা সংরক্ষণসহ পাঁচ দফা দাবিতে আজ শুক্রবার আবারও যমুনা অভিমুখে পদযাত্রা করেছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। তবে গতকাল বৃহস্পতিবারের মতো আজও তাঁদের পদযাত্রা শাহবাগ থানার সামনে পুলিশের বাধার মুখে পড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আজ বেলা ৩টার দিকে ‘চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’-এর ব্যানারে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।
এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্য থেকে যমুনা অভিমুখে থালাবাটি নিয়ে ভুখা মিছিল করেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। শাহবাগ থানার সামনে মিছিলটি পুলিশ আটকে দিলে সেখানেই বিক্ষোভ করেন তাঁরা। একপর্যায়ে সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
গত রোববার থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন করা চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীদের ভাষ্য, শিক্ষিত, যোগ্য ও কর্মক্ষম যুব প্রতিবন্ধীরা দীর্ঘদিন ধরে কর্মসংস্থান থেকে বঞ্চিত। ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে ন্যায্য অধিকারের দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে এখনো কর্মসংস্থানে অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী কোটা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি।
চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যসচিব আলিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ দফা দাবিতে গত রোববার শাহবাগে অবস্থান করে যমুনা অভিমুখে পদযাত্রা করা হয়। সেদিন পুলিশ আমাদের আটকে দেয়। এরপর সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আমাদের দাবি জানানো হয়। তাঁর কাছ থেকে কোনো সমাধান না পেয়ে আমরা বেশ কয়েকবার যমুনা অভিমুখে পদযাত্রা করি, কিন্তু পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আটকে রাখে।’
আলিফ হোসেন আরও বলেন, ‘আজও শাহবাগ থানার সামনে আমাদের পদযাত্রা আটকে দেওয়া হয় এবং বেশ কয়েকজনকে পুলিশ মারধরও করেছে।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা-সমাবেশ করা নিষেধ। তাই চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা দাবিদাওয়া নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা করায় তাঁদের আটকে দেওয়া হয়েছে।
চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বেকার, শিক্ষিত প্রতিবন্ধীদের জন্য প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে বিশেষ নিয়োগ দিতে হবে।
২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন করতে হবে।
৩. দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধীরা নিজেদের পছন্দমতো শ্রুতিলেখক (বিকল্প সহকারী) মনোনয়নের স্বাধীনতা পাবেন—এমনভাবে নীতিমালা হালনাগাদ করতে হবে।
৪. সমাজসেবা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট পদসংখ্যায় নিশ্চিত নিয়োগ দিতে হবে।
৫. প্রতিবন্ধী প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ হলে তা ৩৭ বছর করতে হবে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো, বিশেষ নিয়োগব্যবস্থা, স্বতন্ত্র কোটা সংরক্ষণসহ পাঁচ দফা দাবিতে আজ শুক্রবার আবারও যমুনা অভিমুখে পদযাত্রা করেছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। তবে গতকাল বৃহস্পতিবারের মতো আজও তাঁদের পদযাত্রা শাহবাগ থানার সামনে পুলিশের বাধার মুখে পড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আজ বেলা ৩টার দিকে ‘চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’-এর ব্যানারে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।
এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্য থেকে যমুনা অভিমুখে থালাবাটি নিয়ে ভুখা মিছিল করেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। শাহবাগ থানার সামনে মিছিলটি পুলিশ আটকে দিলে সেখানেই বিক্ষোভ করেন তাঁরা। একপর্যায়ে সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
গত রোববার থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন করা চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীদের ভাষ্য, শিক্ষিত, যোগ্য ও কর্মক্ষম যুব প্রতিবন্ধীরা দীর্ঘদিন ধরে কর্মসংস্থান থেকে বঞ্চিত। ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে ন্যায্য অধিকারের দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে এখনো কর্মসংস্থানে অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী কোটা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি।
চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যসচিব আলিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ দফা দাবিতে গত রোববার শাহবাগে অবস্থান করে যমুনা অভিমুখে পদযাত্রা করা হয়। সেদিন পুলিশ আমাদের আটকে দেয়। এরপর সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আমাদের দাবি জানানো হয়। তাঁর কাছ থেকে কোনো সমাধান না পেয়ে আমরা বেশ কয়েকবার যমুনা অভিমুখে পদযাত্রা করি, কিন্তু পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আটকে রাখে।’
আলিফ হোসেন আরও বলেন, ‘আজও শাহবাগ থানার সামনে আমাদের পদযাত্রা আটকে দেওয়া হয় এবং বেশ কয়েকজনকে পুলিশ মারধরও করেছে।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা-সমাবেশ করা নিষেধ। তাই চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা দাবিদাওয়া নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা করায় তাঁদের আটকে দেওয়া হয়েছে।
চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বেকার, শিক্ষিত প্রতিবন্ধীদের জন্য প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে বিশেষ নিয়োগ দিতে হবে।
২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন করতে হবে।
৩. দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধীরা নিজেদের পছন্দমতো শ্রুতিলেখক (বিকল্প সহকারী) মনোনয়নের স্বাধীনতা পাবেন—এমনভাবে নীতিমালা হালনাগাদ করতে হবে।
৪. সমাজসেবা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট পদসংখ্যায় নিশ্চিত নিয়োগ দিতে হবে।
৫. প্রতিবন্ধী প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ হলে তা ৩৭ বছর করতে হবে।

আগামী রোববার থেকে ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে। এবার নানা দাবি-দাওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে বিশেষ নজর রয়েছে জেলা প্রশাসকদের। বরিশালে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ১২টি জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের সুপারিশ করবেন তাঁরা
০১ মার্চ ২০২৪
কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলা করার সময় পানিতে পড়ে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়ন ও রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে ঘটনা দুটি ঘটে। এতে ওইসব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১২ ঘণ্টা আগে
কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। ফলে আপাতত কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে না।
১৬ ঘণ্টা আগে
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে, পূর্ব জেরুজালেমসহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।
১৭ ঘণ্টা আগেবিশেষ প্রতিনিধি, ঢাকা

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। ফলে আপাতত কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে না।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি ও বিমানবন্দর পরিচালক এয়ার কমোডর মো. নুর-ই-আজম।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক ঘোষণা করার প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আগের মতোই অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা চলবে।
প্রসঙ্গত, সম্প্রতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এর মাধ্যমে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রাথমিক প্রস্তুতি শুরু হয়।
বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবকাঠামোগত ও প্রশাসনিক কিছু প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছিল। বিশেষ করে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতের সঙ্গে সরাসরি আকাশপথে সংযোগের পরিকল্পনাও ছিল সরকারের।

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। ফলে আপাতত কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে না।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি ও বিমানবন্দর পরিচালক এয়ার কমোডর মো. নুর-ই-আজম।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক ঘোষণা করার প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আগের মতোই অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা চলবে।
প্রসঙ্গত, সম্প্রতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এর মাধ্যমে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রাথমিক প্রস্তুতি শুরু হয়।
বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবকাঠামোগত ও প্রশাসনিক কিছু প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছিল। বিশেষ করে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতের সঙ্গে সরাসরি আকাশপথে সংযোগের পরিকল্পনাও ছিল সরকারের।

আগামী রোববার থেকে ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে। এবার নানা দাবি-দাওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে বিশেষ নজর রয়েছে জেলা প্রশাসকদের। বরিশালে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ১২টি জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের সুপারিশ করবেন তাঁরা
০১ মার্চ ২০২৪
কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলা করার সময় পানিতে পড়ে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়ন ও রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে ঘটনা দুটি ঘটে। এতে ওইসব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আজ বেলা ৩টার দিকে ‘চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’-এর ব্যানারে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের সড়ক থেকে....
১৩ ঘণ্টা আগে
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে, পূর্ব জেরুজালেমসহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।
১৭ ঘণ্টা আগেবাসস, ঢাকা

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে সম্প্রতি খসড়া আইন অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেট।
তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের নামে এই আইনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে, পূর্ব জেরুজালেমসহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে বেআইনি দখলদারি চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব, বিশেষ করে রেজল্যুশন ২৩৩৪-এর স্পষ্ট লঙ্ঘন।
২২ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া অ্যাডভাইজরি ওপিনিয়ন বা পরামর্শমূলক মতামতকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই মতামতে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতাগুলো তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সাধারণ জনগণকে, ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ।
বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে সম্প্রতি খসড়া আইন অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেট।
তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের নামে এই আইনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে, পূর্ব জেরুজালেমসহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে বেআইনি দখলদারি চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব, বিশেষ করে রেজল্যুশন ২৩৩৪-এর স্পষ্ট লঙ্ঘন।
২২ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া অ্যাডভাইজরি ওপিনিয়ন বা পরামর্শমূলক মতামতকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই মতামতে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতাগুলো তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সাধারণ জনগণকে, ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ।
বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

আগামী রোববার থেকে ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে। এবার নানা দাবি-দাওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে বিশেষ নজর রয়েছে জেলা প্রশাসকদের। বরিশালে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ১২টি জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের সুপারিশ করবেন তাঁরা
০১ মার্চ ২০২৪
কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলা করার সময় পানিতে পড়ে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়ন ও রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে ঘটনা দুটি ঘটে। এতে ওইসব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আজ বেলা ৩টার দিকে ‘চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’-এর ব্যানারে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের সড়ক থেকে....
১৩ ঘণ্টা আগে
কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। ফলে আপাতত কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে না।
১৬ ঘণ্টা আগে