Ajker Patrika

বঙ্গবন্ধু সেতুর টোল কার্যকর হচ্ছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু সেতুর টোল কার্যকর হচ্ছে শুক্রবার

বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর অর্থাৎ শুক্রবার হতে কার্যকর হবে।

গতকাল বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

এর আগে বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর নতুন টোল হার গত মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত বাতিল করেছিল কর্তৃপক্ষ। নতুন করে আবার টোল কার্যকরের এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

এদিকে ১০ বছর পর বঙ্গবন্ধু সেতুর টোল হার বাড়ল। গড়ে ১৭ শতাংশ টোল বৃদ্ধি করা হলেও যানবাহন ভেদে তা বাড়ছে ১০-২৫ শতাংশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত