Ajker Patrika

‘উচ্চ আদালতের আদেশ স্বশাসিত উপজেলা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘উচ্চ আদালতের আদেশ স্বশাসিত উপজেলা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ’

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সব কাজে উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুমোদন নেওয়ার নির্দেশ দিয়ে উচ্চ আদালতের আদেশ ‘স্বশাসিত’ উপজেলা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ বলে দাবি করেছে অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চ নামের একটি সংগঠন। আজ বুধবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়। 

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে, উপজেলা শিল্পাঞ্চল গড়ে তুলতে, উপজেলার সামগ্রিক উন্নয়নে সরকারি অর্থ বরাদ্দ, বিদেশি বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের বিকল্প নেই। কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে কৃষক, খেতমজুর, নারী ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে শক্তিশালী স্বশাসিত উপজেলা পরিষদ গড়ে তোলা সম্ভব।

এতে বলা হয়, উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের পর্যাপ্ত ক্ষমতা ও কর্তৃত্ব না থাকা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নির্বাচিত প্রতিনিধিত্ব না থাকার ফলে স্থানীয়ভাবে কর ধার্য করা ও প্রয়োজনীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক কর্তৃপক্ষ (অথোরিটি) শক্তিশালী না হওয়ার ফলে প্রত্যেক উপজেলায় শিল্পাঞ্চল গড়ে ওঠার সম্ভাবনাও ম্লান হয়ে পড়ছে।

অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চের প্রধান সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু, শিকদার মো. নিজাম, মোশারফ হোসেন, এম এ আউয়াল, মোশারফ হোসেন মন্টু, সাকিল সৈকত, রায়হান তানভীর, ব্যারিস্টার গোলাম আইয়ুব অভ্র, অয়ন আমান প্রমুখ স্বাক্ষরিত বিবৃতিতে আইন সংশোধনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্বমূলক স্বশাসিত উপজেলা পরিষদ গঠন ও বাস্তবায়ন ও দেশের অদলীয় রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত