নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একদিনে ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে আজ শনিবার সারা দেশে চলছে বিশেষ গণ টিকা ক্যাম্পেইন। সারা দিন টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কোভিড টিকা নিতে সাধারণ মানুষের এমন আগ্রহে অভিভূত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
কেন্দ্রগুলোতে চাহিদার তুলনায় টিকাদানের সক্ষমতা কম হওয়ায় ক্যাম্পেইনের সময়সীমা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও দুদিন বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ গণ টিকা কার্যক্রম।
আজ শনিবার বিকেল সোয়া ৪টায় গণ টিকা পরবর্তী করণীয় নিয়ে বিশেষ ভার্চুয়াল সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গণ টিকা কার্যক্রম সফলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে চলছে। মা-বোনেরা ও বয়স্করা টিকা নিচ্ছেন। লক্ষাধিক স্বেচ্ছাসেবক এ কাজে যুক্ত আছেন। মানুষের অংশগ্রহণ দেখে আমরা অভিভূত। বিশ্বের অনেক দেশে টিকা নিতে অনীহা থাকলেও আমাদের দেশে তার বিপরীত।’
জাহিদ মালেক বলেন, ‘অনেকে ভাবছেন আজকের পর টিকা দেওয়া হবে না, আসলে তা নয়। আমি আশ্বস্ত করছি, প্রতিদিনই টিকা দেওয়া হবে। মানুষের চাহিদা বাড়ায় আমরা ক্যাম্পেইনের সীমা আরও দুই দিন বাড়ালাম।’
টিকাদানে বিশ্বের ২০০ দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ দশে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের পেছনে আরও ১৯০টি দেশ রয়েছে। রাশিয়া, ফ্রান্স, জার্মানির মতো দেশ টিকাদানে আমাদের চেয়ে পেছনে। টিকা সফলতার কারণে দেশ এগিয়ে যাচ্ছে। জিডিপি অন্যান্য দেশে যেখানে মাইনাসে, সেখানে আমাদের ৬ শতাংশে রয়েছে। সংক্রমণ কমছে, সবকিছু স্বাভাবিক রয়েছে। টিকাদানের ফলে এটি হয়েছে। মানুষ এগিয়ে এসেছে বলেই এটি সম্ভব হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১২ কোটি মানুষকে টিকা দেওয়ার কথা বলেছে। এখন পর্যন্ত ১১ কোটি দেওয়া হয়েছে। আজ ১ কোটি হলে লক্ষ্যমাত্রার ৯৫ ভাগ টিকা দেওয়া হয়ে যাবে। এর আগে আমরা একদিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি, এখন টিকার মজুত আছে। তাই টিকা দিতে কোনো সমস্যা নেই।’
এর আগে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের বলেন, ‘যেসব জায়গায় ভিড় বেশি সেসব কেন্দ্রে সময় বাড়ানো হবে। তবে যে কেন্দ্রে প্রয়োজন সেখানেই সংশ্লিষ্টরা চাইলে সময় বাড়াতে পারেন। যেখানে ভিড় বেশি সেখানকার মানুষ শঙ্কিত হয়ে পড়ছে যে, টিকা শেষ হয়ে যায় কি না। তাই আমরা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে টিকাকেন্দ্রগুলোতে সারা দিন ছিল উপচে পড়া ভিড়। কোথাও হুড়োহুড়ি, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছে। টিকা নিতে আসা মানুষের তুলনায় বুথের সংখ্যা কম ও স্থান সংকুলান না হওয়া এই বিশৃঙ্খলার কারণ। রাজধানীর দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
‘কোটি টিকা দিতে বিরতিহীনভাবে টিকা কার্যক্রম চালানোর কথা জানিয়েছে সরকার। যতক্ষণ মানুষ আছে, ততক্ষণ টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
সিনিয়র সচিব বলেন, ‘প্রথম ডোজের জন্য যে টার্গেট নেওয়া হয়েছে তাতে সবাই রেসপন্স করছে। আশা করি, আমরা এক কোটির যে টার্গেট নিয়েছি, সেটা শেষ করে আরও বেশি দিতে পারব।’
একদিনে ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে আজ শনিবার সারা দেশে চলছে বিশেষ গণ টিকা ক্যাম্পেইন। সারা দিন টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কোভিড টিকা নিতে সাধারণ মানুষের এমন আগ্রহে অভিভূত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
কেন্দ্রগুলোতে চাহিদার তুলনায় টিকাদানের সক্ষমতা কম হওয়ায় ক্যাম্পেইনের সময়সীমা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও দুদিন বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ গণ টিকা কার্যক্রম।
আজ শনিবার বিকেল সোয়া ৪টায় গণ টিকা পরবর্তী করণীয় নিয়ে বিশেষ ভার্চুয়াল সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গণ টিকা কার্যক্রম সফলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে চলছে। মা-বোনেরা ও বয়স্করা টিকা নিচ্ছেন। লক্ষাধিক স্বেচ্ছাসেবক এ কাজে যুক্ত আছেন। মানুষের অংশগ্রহণ দেখে আমরা অভিভূত। বিশ্বের অনেক দেশে টিকা নিতে অনীহা থাকলেও আমাদের দেশে তার বিপরীত।’
জাহিদ মালেক বলেন, ‘অনেকে ভাবছেন আজকের পর টিকা দেওয়া হবে না, আসলে তা নয়। আমি আশ্বস্ত করছি, প্রতিদিনই টিকা দেওয়া হবে। মানুষের চাহিদা বাড়ায় আমরা ক্যাম্পেইনের সীমা আরও দুই দিন বাড়ালাম।’
টিকাদানে বিশ্বের ২০০ দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ দশে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের পেছনে আরও ১৯০টি দেশ রয়েছে। রাশিয়া, ফ্রান্স, জার্মানির মতো দেশ টিকাদানে আমাদের চেয়ে পেছনে। টিকা সফলতার কারণে দেশ এগিয়ে যাচ্ছে। জিডিপি অন্যান্য দেশে যেখানে মাইনাসে, সেখানে আমাদের ৬ শতাংশে রয়েছে। সংক্রমণ কমছে, সবকিছু স্বাভাবিক রয়েছে। টিকাদানের ফলে এটি হয়েছে। মানুষ এগিয়ে এসেছে বলেই এটি সম্ভব হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১২ কোটি মানুষকে টিকা দেওয়ার কথা বলেছে। এখন পর্যন্ত ১১ কোটি দেওয়া হয়েছে। আজ ১ কোটি হলে লক্ষ্যমাত্রার ৯৫ ভাগ টিকা দেওয়া হয়ে যাবে। এর আগে আমরা একদিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি, এখন টিকার মজুত আছে। তাই টিকা দিতে কোনো সমস্যা নেই।’
এর আগে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের বলেন, ‘যেসব জায়গায় ভিড় বেশি সেসব কেন্দ্রে সময় বাড়ানো হবে। তবে যে কেন্দ্রে প্রয়োজন সেখানেই সংশ্লিষ্টরা চাইলে সময় বাড়াতে পারেন। যেখানে ভিড় বেশি সেখানকার মানুষ শঙ্কিত হয়ে পড়ছে যে, টিকা শেষ হয়ে যায় কি না। তাই আমরা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে টিকাকেন্দ্রগুলোতে সারা দিন ছিল উপচে পড়া ভিড়। কোথাও হুড়োহুড়ি, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছে। টিকা নিতে আসা মানুষের তুলনায় বুথের সংখ্যা কম ও স্থান সংকুলান না হওয়া এই বিশৃঙ্খলার কারণ। রাজধানীর দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
‘কোটি টিকা দিতে বিরতিহীনভাবে টিকা কার্যক্রম চালানোর কথা জানিয়েছে সরকার। যতক্ষণ মানুষ আছে, ততক্ষণ টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
সিনিয়র সচিব বলেন, ‘প্রথম ডোজের জন্য যে টার্গেট নেওয়া হয়েছে তাতে সবাই রেসপন্স করছে। আশা করি, আমরা এক কোটির যে টার্গেট নিয়েছি, সেটা শেষ করে আরও বেশি দিতে পারব।’
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির কর্মিসভায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল হকের যৌথ স্বাক্ষরিত এক আদেশে গত সোমবার...
২০ মিনিট আগেপ্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। আগামীকাল বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনে নতুন এই উপদেষ্টা শপথ গ্রহণ...
১ ঘণ্টা আগেগুম সংক্রান্ত কমিশনে ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি বিচারপতি (অব.) মইনুল ইসলাম চৌধুরী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশনের অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
২ ঘণ্টা আগেপুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়ার তথ্য জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। কমিশনের সদস্য নূর খান জানান, বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়া গেছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। আজ মঙ্গলবার...
২ ঘণ্টা আগে