Ajker Patrika

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাবাহিনীর প্রধান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৮: ২১
কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাবাহিনীর প্রধান 

বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে কাতার গেলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ওই দেশের উদ্দেশে তিনি আজ মঙ্গলবার ঢাকা ছাড়েন।

আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানা গেছে, শফিউদ্দিন আহমেদ কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কাতার ভারোত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানার আমন্ত্রণে সরকারি সফরে দেশটিতে গেছেন।

আইএসপিআর জানায়, সফরের সময় সেনাবাহিনীর প্রধান ১৩-১৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় হতে যাওয়া ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩ ’-এর সমাপনী অনুষ্ঠানে থাকবেন। কাতার গ্র্যান্ড প্রিক্সে শফিউদ্দিন আহমেদের উপস্থিতি প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশি অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। এ ছাড়া তিনি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করবেন।

সফরে সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আল নাবিতের সঙ্গে বৈঠক করবেন। এই দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে ও দুই দেশের মধ্যে পারস্পরিক সামরিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে বলে জানায় আইএসপিআর।

আইএসপিআর আরও জানায়, শফিউদ্দিন আহমেদ দোহাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজিত ‘বিজয় দিবস মেলা’ উদ্বোধন করবেন। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

সফর শেষে ১৫ ডিসেম্বর কাতার থেকে বাংলাদেশে ফেরার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত