Ajker Patrika

ভোটের আগে ৫ ওসিকে প্রত্যাহারের নির্দেশনা ইসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোটের আগে ৫ ওসিকে প্রত্যাহারের নির্দেশনা ইসির

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ থানার অফিসার ইনচার্জকে প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনার চিঠি মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠিয়েছেন ইসির উপসচিব (চলতি দ্বায়িত্ব) মো. মিজানুর রহমান।

চিঠিতে উল্লেখ করা হয়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে
অনুষ্ঠানের লক্ষ্যে কুমিল্লা দেবীদ্বার, চাঁদপুরের ফরিদগঞ্জ, চট্টগ্রামের চন্দনাইশ এবং আনোয়ারা থানার অফিসার ইনচার্জদের সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আজই সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত)কে ৩১ মে পর্যন্ত এবং পটুয়াখালী জেলার দুমকী থানার অফিসার ইনচার্জকে উক্ত উপজেলা পরিষদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আজই সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত) দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত