Ajker Patrika

সাত দিন বন্ধ থাকবে নিম্ন আদালত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩০ জুন ২০২১, ১৯: ০৫
সাত দিন বন্ধ থাকবে নিম্ন আদালত

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামী সাত দিন দেশের সব নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন এই নির্দেশনা জারি করেছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত নির্দেশে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সকল অধস্তন আদালত/ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন ম্যাজিস্ট্রেট এবং ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী জেলা/মহানগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।’ 

এই সময়ের মধ্যে বিচারক, আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীদেরও আদালত প্রাঙ্গণে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। প্রধান বিচারপতি আদেশক্রমে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে রেজিস্ট্রার জেনারেল উল্লেখ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত