Ajker Patrika

যথার্থ ব্যক্তিকে মূল্যায়ন করেছে জাতিসংঘ: মতিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যথার্থ ব্যক্তিকে মূল্যায়ন করেছে জাতিসংঘ: মতিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ ‘মুকুট মণি’ উপাধিকে যথার্থ ব্যক্তিকে মূল্যায়ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, জাতিসংঘ যে এসডিজি অগ্রগতি পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন তা যথার্থ জায়গায় মূল্যায়ন হয়েছে। 

আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের দেওয়া এসজিডি অগ্রগতি পুরস্কার ও ক্রাউন জুয়েল উপাধি অর্জন উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়ে কৃষক লীগের আনন্দ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। 

মতিয়া চৌধুরী বলেন, কৃষকরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষ ও বাংলার কৃষক সমাজের ভাগ্য উন্নয়নে যে অবদান রেখেছেন প্রকৃতপক্ষেই তিনি এই সম্মানের দাবিদার। 

তিনি বলেন, কৃষক সমাজকে সব ধরনের সহযোগিতা দিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ পুরস্কার অর্জনে বাংলাদেশের সকল কৃষক সমাজের অংশীদারত্ব রয়েছে। 

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেন, তারেক জিয়ার জঙ্গিনেতা লাদেনের মত ভিডিওবার্তার মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চেষ্টা আজ সারা দেশের মানুষ ও কৃষক সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতে দেশ বিরোধী যেকোনো ষড়যন্ত্র কৃষক লীগ রাজপথে থেকে কঠোর হাতে প্রতিহত করবে। 

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, কৃষক লীগের সহসভাপতি নজরুল ইসলাম, আবুল হোসেন, রেজাউল করিম হিরন, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত