নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দ্বিতীয় ধাপে উপহারস্বরূপ ছয় লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেওয়ার কথা আগেই ঘোষণা দিয়েছিল চীন সরকার। চীনের দেওয়ায় টিকাগুলো এখন ঢাকার পথে। এরই মধ্যে চীনের বেইজিং বিমানবন্দরে পৌঁছেছে।
ঢাকার চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে, বাংলাদেশকে নতুন করে যে ছয় লাখ টিকা দেওয়া হবে, সেই টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এরই মধ্যে টিকাগুলো কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেইজিং বিমানবন্দরে নেওয়া হয়েছে। সেখান থেকে বিমানযোগে ঢাকায় আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ জুন এই টিকা দেশে পৌঁছাবে।
এর আগে গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫ মে প্রয়োগ শুরু হয়। এসব টিকা ৩০ হাজার চীনা নাগরিক ছাড়াও মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত টেকনোলজিস্টদের দেওয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীসহ দুই হাজারের বেশি মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
নতুন করে আসতে চলা সিনোফার্মার এই টিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর তথ্যমতে, বর্তমানে সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ১১ লাখ ৬৬ হাজার ৮৬৭ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। যদি শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরই টিকাকরণের উদ্যোগ নেওয়া হয় তাহলে প্রায় সাড়ে ২৩ লাখ ডোজ টিকার দরকার।
তবে, স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন আজকের পত্রিকাকে জানান, যে সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা আসন্ন, আপতত তারাই কেবল অগ্রাধিকার পাবেন।
ঢাকা: দ্বিতীয় ধাপে উপহারস্বরূপ ছয় লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেওয়ার কথা আগেই ঘোষণা দিয়েছিল চীন সরকার। চীনের দেওয়ায় টিকাগুলো এখন ঢাকার পথে। এরই মধ্যে চীনের বেইজিং বিমানবন্দরে পৌঁছেছে।
ঢাকার চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে, বাংলাদেশকে নতুন করে যে ছয় লাখ টিকা দেওয়া হবে, সেই টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এরই মধ্যে টিকাগুলো কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেইজিং বিমানবন্দরে নেওয়া হয়েছে। সেখান থেকে বিমানযোগে ঢাকায় আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ জুন এই টিকা দেশে পৌঁছাবে।
এর আগে গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫ মে প্রয়োগ শুরু হয়। এসব টিকা ৩০ হাজার চীনা নাগরিক ছাড়াও মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত টেকনোলজিস্টদের দেওয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীসহ দুই হাজারের বেশি মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
নতুন করে আসতে চলা সিনোফার্মার এই টিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর তথ্যমতে, বর্তমানে সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ১১ লাখ ৬৬ হাজার ৮৬৭ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। যদি শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরই টিকাকরণের উদ্যোগ নেওয়া হয় তাহলে প্রায় সাড়ে ২৩ লাখ ডোজ টিকার দরকার।
তবে, স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন আজকের পত্রিকাকে জানান, যে সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা আসন্ন, আপতত তারাই কেবল অগ্রাধিকার পাবেন।
অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার বিকেল ৩টায়। প্রধান উপদেষ্টা মেলা দেখে যেতে যেতে সাড়ে ৪টা। কিন্তু দর্শনার্থী আর পাঠক আগেই হাজির মেলা ফটকে। নতুন বইয়ের গন্ধ নিতে আর যেন তর সইছিল না। অনুমতি মিলতেই হুড়মুড় করে ঢুকে পড়লেন সবাই।
৬ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে অমর একুশে বইমেলা-২০২৫-এর উদ্বোধন করেছেন। এ উপলক্ষে ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় নিয়ে এসেছে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ইস্পাত-কঠোর প্রতিজ্ঞা। তাই মহান আত্মত্যাগের মাধ্যমে
৯ ঘণ্টা আগে৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের কয়েক ঘণ্টা আগে ঢাকা মহানগরীর চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে শাহাদাতবরণ করে দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাস। একটি বুলেট তার বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়। আনাস সেদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে পড়ার টেবিলে মাকে উদ্দেশ করে একটি চিঠি লেখে বাসা থেকে
১০ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে। এ জন্য নির্দিষ্ট বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের সিংহভাগ অর্থ যাতে চিকিৎসার কাজে ব্যয় করা যায়, তার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কর মওকুফ চায় সরকার। গত ২৮ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ দাবি জানিয়েছে মুক্তি
১৩ ঘণ্টা আগে