Ajker Patrika

পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র থাকবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২৫, ২১: ৫২
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না, থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে। আজ সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে, সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে।’ তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি।

এ ছাড়া সভায় জানানো হয়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‍্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন উপদেষ্টা রয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‍্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি হাটে ১০০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাট কর্তৃপক্ষের ভলান্টিয়ারেরা সাধারণত হাসিল দেখাশোনা করে। কিন্তু মলম পার্টি, ছিনতাইসহ নানা অপকর্ম ঠেকাতে আনসার সদস্য মোতায়েনের প্রয়োজন রয়েছে। তাই প্রতিটি হাটে ১০০ জন করে আনসার সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা সাধারণ আনসার সদস্যকে যখন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থায় নিরাপত্তাসেবাসহ সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অঙ্গীভূত করা হয়, তখন তাঁকে অঙ্গীভূত আনসার বলা হয়।

এ ছাড়া ঈদের আগে গার্মেন্টসশ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে বলেও জানান তিনি। তবে কেউ অবৈধ দাবি নিয়ে রাস্তা দখল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত