নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না, থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে। আজ সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে, সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে।’ তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি।
এ ছাড়া সভায় জানানো হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন উপদেষ্টা রয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি হাটে ১০০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাট কর্তৃপক্ষের ভলান্টিয়ারেরা সাধারণত হাসিল দেখাশোনা করে। কিন্তু মলম পার্টি, ছিনতাইসহ নানা অপকর্ম ঠেকাতে আনসার সদস্য মোতায়েনের প্রয়োজন রয়েছে। তাই প্রতিটি হাটে ১০০ জন করে আনসার সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা সাধারণ আনসার সদস্যকে যখন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থায় নিরাপত্তাসেবাসহ সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অঙ্গীভূত করা হয়, তখন তাঁকে অঙ্গীভূত আনসার বলা হয়।
এ ছাড়া ঈদের আগে গার্মেন্টসশ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে বলেও জানান তিনি। তবে কেউ অবৈধ দাবি নিয়ে রাস্তা দখল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না, থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে। আজ সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে, সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে।’ তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি।
এ ছাড়া সভায় জানানো হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন উপদেষ্টা রয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি হাটে ১০০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাট কর্তৃপক্ষের ভলান্টিয়ারেরা সাধারণত হাসিল দেখাশোনা করে। কিন্তু মলম পার্টি, ছিনতাইসহ নানা অপকর্ম ঠেকাতে আনসার সদস্য মোতায়েনের প্রয়োজন রয়েছে। তাই প্রতিটি হাটে ১০০ জন করে আনসার সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা সাধারণ আনসার সদস্যকে যখন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থায় নিরাপত্তাসেবাসহ সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অঙ্গীভূত করা হয়, তখন তাঁকে অঙ্গীভূত আনসার বলা হয়।
এ ছাড়া ঈদের আগে গার্মেন্টসশ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে বলেও জানান তিনি। তবে কেউ অবৈধ দাবি নিয়ে রাস্তা দখল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৩ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৬ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
৭ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১৩ ঘণ্টা আগে