Ajker Patrika

বাংলাদেশের গণহত্যা নিয়ে ওয়েবসাইট, হিন্দুত্ববাদী সংগঠনকে পাকিস্তানের হুমকি

বাংলাদেশের গণহত্যা নিয়ে ওয়েবসাইট, হিন্দুত্ববাদী সংগঠনকে পাকিস্তানের হুমকি

ঢাকা: বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হওয়া গণহত্যা নিয়ে ওয়েবসাইট চালু করায় যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত হিন্দুত্ববাদী সংগঠন 'দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশন'কে(এইচএএফ) পাকিস্তান হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার(পিটিআই) একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা নিয়ে 'বাঙালি হিন্দু জেনোসাইড' নামে একটি ওয়েবপেজ খুলেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক হিন্দুত্ববাদী সংগঠন দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। এ নিয়ে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সংগঠনটিকে একটি চিঠি দিয়েছে। চিঠিটিতে ২৪ ঘণ্টার মধ্যে বাঙালি হিন্দু জেনোসাইড নামের ওয়েবপেজটি বন্ধ করে দিতে বলা হয়েছে।

চিঠিটিতে আরও বলা হয়েছে যে ওয়েবপেজটি নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে পাকিস্তানে বাঙালি হিন্দু জেনোসাইড নামের ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হবে।

দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালে ১০ মাস ধরে চলা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় ২০ থেকে ৩০ লাখ মানুষ মারা যান। এ ছাড়া প্রায় দুই থেকে চার লাখ নারী ধর্ষণের শিকার হন এবং প্রায় এক কোটি মানুষ বাস্তুচ্যুত হন। যাদের মধ্যে বেশির ভাগই হিন্দু।

দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের মানবাধিকার বিভাগের পরিচালক দিপালি কুলকার্নি বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিখ্যাত হিন্দুত্ববাদী সংগঠনকে পাকিস্তান সরকারের হুমকি থেকে বোঝা যাচ্ছে পাক সরকার হিন্দু এবং আমেরিকানবিরোধী।

এইচএএফ-এর পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে এরই মধ্যে পাকিস্তান থেকে তাদের ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত