Ajker Patrika

সংসদে উত্থাপনের দেড় ঘণ্টার মধ্যে আধা ঘণ্টার বৈঠকে ৩ বিল পাসের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংসদে উত্থাপনের দেড় ঘণ্টার মধ্যে আধা ঘণ্টার বৈঠকে ৩ বিল পাসের সুপারিশ

সংসদে বিল ওঠার দেড় ঘণ্টার মধ্যে মাত্র আধা ঘণ্টার বৈঠক করে তিনটি বিল পাসের জন্য সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় পরে সংসদের বৈঠক বসলে শিক্ষামন্ত্রী দীপু মনি দেশে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল তোলেন। 

শিক্ষামন্ত্রীর উপস্থাপিত বিল তিনটি হচ্ছে—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, বিল, ২০২৩; লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩ এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩। পরে বিলটির বিষয়ে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তিন দিনের সময় দিয়ে সংসদীয় কমিটিতে পাঠানো হয়। 

বিল তোলার দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, আধ ঘণ্টার মতো বৈঠক চলে। বৈঠকে তিনটি বিলের বিষয়ে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়। 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টায় সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বিলটি ওঠার পরপরই ওই বৈঠকের সময় দুই ঘণ্টা এগিয়ে এনে সন্ধ্যা ৬টায় পুনর্নির্ধারণ করা হয়। সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে বৈঠকের সময় এগিয়ে আনার বিষয়টি জানানো হয় বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। 

বৈঠকে উপস্থিত থাকা এক সদস্য বলেন, বৈঠকে তেমন কোনো আলোচনাই হয়নি। সর্বোচ্চ আধা ঘণ্টার মতো বৈঠকে দু–তিনটি সংশোধনী দিয়েই বিলগুলো পাসের সুপারিশ করা হয়। 

বৈঠকের পরে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, বিল, ২০২৩ ’, ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ এবং ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধন করে জাতীয় সংসদে চূড়ান্ত রিপোর্ট প্রদানের সুপারিশ করেছে। 

কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—কমিটির সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া এবং এমএ মতিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত