নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংসদে বিল ওঠার দেড় ঘণ্টার মধ্যে মাত্র আধা ঘণ্টার বৈঠক করে তিনটি বিল পাসের জন্য সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় পরে সংসদের বৈঠক বসলে শিক্ষামন্ত্রী দীপু মনি দেশে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল তোলেন।
শিক্ষামন্ত্রীর উপস্থাপিত বিল তিনটি হচ্ছে—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, বিল, ২০২৩; লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩ এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩। পরে বিলটির বিষয়ে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তিন দিনের সময় দিয়ে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিল তোলার দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, আধ ঘণ্টার মতো বৈঠক চলে। বৈঠকে তিনটি বিলের বিষয়ে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টায় সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বিলটি ওঠার পরপরই ওই বৈঠকের সময় দুই ঘণ্টা এগিয়ে এনে সন্ধ্যা ৬টায় পুনর্নির্ধারণ করা হয়। সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে বৈঠকের সময় এগিয়ে আনার বিষয়টি জানানো হয় বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত থাকা এক সদস্য বলেন, বৈঠকে তেমন কোনো আলোচনাই হয়নি। সর্বোচ্চ আধা ঘণ্টার মতো বৈঠকে দু–তিনটি সংশোধনী দিয়েই বিলগুলো পাসের সুপারিশ করা হয়।
বৈঠকের পরে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, বিল, ২০২৩ ’, ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ এবং ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধন করে জাতীয় সংসদে চূড়ান্ত রিপোর্ট প্রদানের সুপারিশ করেছে।
কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—কমিটির সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া এবং এমএ মতিন।
সংসদে বিল ওঠার দেড় ঘণ্টার মধ্যে মাত্র আধা ঘণ্টার বৈঠক করে তিনটি বিল পাসের জন্য সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় পরে সংসদের বৈঠক বসলে শিক্ষামন্ত্রী দীপু মনি দেশে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল তোলেন।
শিক্ষামন্ত্রীর উপস্থাপিত বিল তিনটি হচ্ছে—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, বিল, ২০২৩; লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩ এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩। পরে বিলটির বিষয়ে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তিন দিনের সময় দিয়ে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিল তোলার দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, আধ ঘণ্টার মতো বৈঠক চলে। বৈঠকে তিনটি বিলের বিষয়ে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টায় সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বিলটি ওঠার পরপরই ওই বৈঠকের সময় দুই ঘণ্টা এগিয়ে এনে সন্ধ্যা ৬টায় পুনর্নির্ধারণ করা হয়। সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে বৈঠকের সময় এগিয়ে আনার বিষয়টি জানানো হয় বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত থাকা এক সদস্য বলেন, বৈঠকে তেমন কোনো আলোচনাই হয়নি। সর্বোচ্চ আধা ঘণ্টার মতো বৈঠকে দু–তিনটি সংশোধনী দিয়েই বিলগুলো পাসের সুপারিশ করা হয়।
বৈঠকের পরে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, বিল, ২০২৩ ’, ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ এবং ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধন করে জাতীয় সংসদে চূড়ান্ত রিপোর্ট প্রদানের সুপারিশ করেছে।
কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—কমিটির সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া এবং এমএ মতিন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ লিভ টু...
৪ মিনিট আগেনীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই ক্ষমতা প্রয়োগ সংবিধানের ৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে কেন সাংঘর্ষিক হবে না এবং নীতিমালা তৈরিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না— এই মর্মে হাইকোর্ট রুল জারি করেছেন।
১ ঘণ্টা আগেছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক দেবে সরকার। আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেতিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে আজ সোমবার ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
৪ ঘণ্টা আগে