Ajker Patrika

এলএনজি টার্মিনাল বন্ধ, বুধবার থেকে গ্যাসের চাপ কম থাকবে

এলএনজি টার্মিনাল বন্ধ, বুধবার থেকে গ্যাসের চাপ কম থাকবে

মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি টার্মিনাল টানা তিন দিন বন্ধ থাকবে। এতে সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের মহেশখালীস্থ এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল থেকে মোট ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। অর্থ্যাৎ বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (৫ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।

এ সময়কালে অপর টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৫৭ থেকে ৫৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এর ফলে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫-১৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে। এছাড়াও অন্যান্য খাতে প্রায় দৈনিক প্রায় ৫০-৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত