Ajker Patrika

অবৈধ সম্পদ: সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক
সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, তাঁর স্ত্রী তৌফিকা আহমেদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

আক্তার হোসেন বলেন, কবির বিন আনোয়ারের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৪৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর ৯টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

অন্যদিকে তাঁর স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে কবির বিন আনোয়ারকেও। তৌফিকার জ্ঞাত আয়ের উৎসের অসংগতিপূর্ণ ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৩৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তাঁর ৬টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার টাকা এবং ২২ হাজার ২৮০ ইউএস ডলার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

উভয়ের ১৫টি ব্যাংক হিসাবে ২৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। আর ৭ কোটি ৩৮ লাখ টাকার বেশির অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

গত বছরের ২৬ আগস্ট কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত