নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। এর ফলে চেয়ারম্যান হিসেবে জাপায় জি এম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জিয়াউল হক মৃধা লিভ টু আপিলটি করেছিলেন। ৫ মে আবেদনটি শুনানির জন্য উঠলে সময়ের আরজি জানানো হয়েছিল। পরে ১২ মে দিন ধার্য করা হয়।
জিয়াউল হক মৃধাকে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন জিয়াউল হক।
এতে জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত।
প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে বিবিধ আপিল করেন জি এম কাদের। আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত তা সরাসরি খারিজ করে দেন। এরপর জি এম কাদের হাইকোর্টে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। তাতে গত বছর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
এতে জি এম কাদেরের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বাধা কাটে। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাপা থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা লিভ টু আপিল করেন।
জিয়াউল হক মৃধার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। জি এম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মো. ওয়াজি উল্লাহ।
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। এর ফলে চেয়ারম্যান হিসেবে জাপায় জি এম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জিয়াউল হক মৃধা লিভ টু আপিলটি করেছিলেন। ৫ মে আবেদনটি শুনানির জন্য উঠলে সময়ের আরজি জানানো হয়েছিল। পরে ১২ মে দিন ধার্য করা হয়।
জিয়াউল হক মৃধাকে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন জিয়াউল হক।
এতে জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত।
প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে বিবিধ আপিল করেন জি এম কাদের। আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত তা সরাসরি খারিজ করে দেন। এরপর জি এম কাদের হাইকোর্টে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। তাতে গত বছর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
এতে জি এম কাদেরের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বাধা কাটে। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাপা থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা লিভ টু আপিল করেন।
জিয়াউল হক মৃধার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। জি এম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মো. ওয়াজি উল্লাহ।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন, ‘বিমান ভাসছে না...মনে হচ্ছে নিচে পড়ছে।’
২ ঘণ্টা আগেবিএনপি, জামায়াতে ইসলামীসহ ৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আধঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠক রাত সাড়ে ৯টার পর শেষ হয়।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে আজ মঙ্গলবার দুপুরে পোস্টটি সরিয়ে ফেলা হয়
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় উৎসুক জনতার ভিড়ে বারবার বিঘ্ন ঘটে। এতে আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পাঠাতে সমস্যা হয়। উদ্ধারকাজে অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টিকারীদের শনাক্ত করে প্রশাসনিক
৫ ঘণ্টা আগে