নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে। আগামীকাল শনিবার দুপুর ১২টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ক্ষমতাসীন দলের সঙ্গে ইইউর বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
সংবিধান অনুযায়ী চলতি বছরে ডিসেম্বর কিংবা আগামী জানুয়ারি মাসে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে। গত শনিবার প্রতিনিধিদলটি ঢাকায় আসে। তাদের আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করার কথা রয়েছে। এরই মধ্যে প্রতিনিধিদলটি সরকারের কয়েকজন উচ্চপর্যায়ের সদস্য, নিরাপত্তা কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেলসহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছে। সেখানে তারা আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেছে বলে গণমাধ্যমকে জানান সরকারের কয়েকজন মন্ত্রী।
প্রতিনিধিদলটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে। এরই মধ্যে তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, এবি পার্টিসহ ১৪-১৫টি নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে। এরই অংশ হিসাবে কাল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হবে। জানা গেছে, আগামীকাল শনিবার বিএনপি ও জামায়াতের সঙ্গেও তাদের বৈঠক হতে পারে।
এদিকে গত সোমবার ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে প্রতিনিধিদলটির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি। সেখানে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা হয় বলে জানা গেছে। বিস্তারিত আলোচনা ১৫ জুলাইয়ের বৈঠকে হবে বলে জানান দলটির আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ।
আরও পড়ুন:
বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে। আগামীকাল শনিবার দুপুর ১২টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ক্ষমতাসীন দলের সঙ্গে ইইউর বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
সংবিধান অনুযায়ী চলতি বছরে ডিসেম্বর কিংবা আগামী জানুয়ারি মাসে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে। গত শনিবার প্রতিনিধিদলটি ঢাকায় আসে। তাদের আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করার কথা রয়েছে। এরই মধ্যে প্রতিনিধিদলটি সরকারের কয়েকজন উচ্চপর্যায়ের সদস্য, নিরাপত্তা কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেলসহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছে। সেখানে তারা আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেছে বলে গণমাধ্যমকে জানান সরকারের কয়েকজন মন্ত্রী।
প্রতিনিধিদলটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে। এরই মধ্যে তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, এবি পার্টিসহ ১৪-১৫টি নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে। এরই অংশ হিসাবে কাল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হবে। জানা গেছে, আগামীকাল শনিবার বিএনপি ও জামায়াতের সঙ্গেও তাদের বৈঠক হতে পারে।
এদিকে গত সোমবার ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে প্রতিনিধিদলটির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি। সেখানে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা হয় বলে জানা গেছে। বিস্তারিত আলোচনা ১৫ জুলাইয়ের বৈঠকে হবে বলে জানান দলটির আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ।
আরও পড়ুন:
রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশকর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতিআরা নাসরিনসহ ৯ জনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্ব
৪ ঘণ্টা আগেমানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
৫ ঘণ্টা আগেসভায় উপদেষ্টা জানান, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে বার্ডস গ্রুপ, টিএনজেড গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ডার্ড গ্রুপ, নায়াগ্রা টেক্সটাইলস লিমিটেড, রোয়ার ফ্যাশন লিমিটেড, মাহমুদ জিন্স লিমিটেড, স্টাইল ক্রাফট লিমিটেড ও গোল্ডস্টার গার্মেন্টস
৫ ঘণ্টা আগেদুদকের মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর বেঙ্গল ও অ্যান্ড এম সার্ভিসেসের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কারওয়ান বাজার শাখায় হিসাব খোলেন জন হক সিকদার। একই দিনে বিদ্যুৎকেন্দ্রের দুটি কার্যাদেশ বাস্তবায়নের কথা বলে ১৫০ কোটি টাকার বাই-মুরাবাহা ঋণের আবেদন করেন তিনি।
৬ ঘণ্টা আগে