নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ কেনা শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে ঝটিকা সফর করে গেলেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি।
আজ শনিবার সকাল ১০টায় হজরত শাহজালাল বিমানবন্দরে ব্যক্তিগত উড়োজাহাজে করে বাংলাদেশ আসেন আদানি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় যান সাড়ে ১০টার দিকে। এরপর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করেন। জানা যায়, প্রায় আধা ঘণ্টার মতো গৌতম আদানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান করেন।
আদানির এই ঝটিকা সফর প্রকাশ পায় গৌতম আদানির এক টুইটে। আজ বেলা ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গৌতম আদানি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো সক্ষমতায় উৎপাদন বুঝিয়ে দিতে পেরে সম্মানিত বোধ করছি। যারা করোনা মহামারির মধ্যেও কাজ শুরু করে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছে; আমি ভারত ও বাংলাদেশের সাহসী সেই দলকে স্যালুট জানাই।’
আদানির সফর নিয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১ হাজার ৬০০ মেগাওয়াটের আদানির বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছি। সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি এসেছে।’
এই সাক্ষাৎকারের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বিদ্যুৎসচিব কেউ উপস্থিত ছিলেন না।
১১টার একটু পর আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।
নসরুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদানির গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাচ্ছেন অনেক দিন ধরে। কিন্তু প্রধানমন্ত্রী সময় করতে পারছিলেন না। আমি আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছি।’
আদানির বিদ্যুৎকেন্দ্র কবে বাণিজ্যিক উৎপাদনে শুরু করল, জানতে চাইলে নসরুল হামিদ বলেন, ‘আমাদের দিকে বিদ্যুৎ গ্রহণ করার জন্য সাবস্টেশন প্রস্তুত না থাকায় বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারছিলাম না। এখন আমাদের বিদ্যুৎ উপকেন্দ্র প্রস্তুত। আমরা এই বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছি। আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৫০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ নিচ্ছি।’
আদানি থেকে কম দামে, টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে—এ কথা বলে সরকার ২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুসারে আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনে নেবে পিডিবি।
চলতি বছরের গত ৬ এপ্রিল অনেকটা নীরবেই আদানি বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। গত ২৫ জুন রাত ১২টায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু করে আদানির ৮০০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট থেকেও। দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসার খবরে বোম্বে স্টক এক্সচেঞ্জ আদানির শেয়ারের দাম বেড়ে গেছে ২ দশমিক ৮৯ শতাংশ। ভারতের মুম্বাই স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়া লিমিটেডকে লেখা চিঠিতে আদানি গ্রুপ বলেছে, চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় ইউনিটের সফল সক্ষমতার পরীক্ষার পর ২৫ জুন বাংলাদেশ এবং ভারতে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের অনুমতি পাওয়া গেছে।
তবে উৎপাদন শুরুর আগেই এ বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা কয়লার দাম বেশি দাবি করে আদানি গ্রুপ। কয়লার দাম নিয়ে পিডিবি আদানির সঙ্গে আলোচনা শুরু করলে আদানি প্রতিশ্রুতি দেয়, পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দামের চেয়ে তাদের কয়লার দাম বেশি হবে না।
জানা যায়, আদানি গ্রুপ এখন পর্যন্ত তিন মাসের বিল জমা দিয়েছে, তবে পিডিবি এখনো কোনো বিল পরিশোধ করেনি।
আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ কেনা শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে ঝটিকা সফর করে গেলেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি।
আজ শনিবার সকাল ১০টায় হজরত শাহজালাল বিমানবন্দরে ব্যক্তিগত উড়োজাহাজে করে বাংলাদেশ আসেন আদানি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় যান সাড়ে ১০টার দিকে। এরপর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করেন। জানা যায়, প্রায় আধা ঘণ্টার মতো গৌতম আদানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান করেন।
আদানির এই ঝটিকা সফর প্রকাশ পায় গৌতম আদানির এক টুইটে। আজ বেলা ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গৌতম আদানি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো সক্ষমতায় উৎপাদন বুঝিয়ে দিতে পেরে সম্মানিত বোধ করছি। যারা করোনা মহামারির মধ্যেও কাজ শুরু করে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছে; আমি ভারত ও বাংলাদেশের সাহসী সেই দলকে স্যালুট জানাই।’
আদানির সফর নিয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১ হাজার ৬০০ মেগাওয়াটের আদানির বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছি। সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি এসেছে।’
এই সাক্ষাৎকারের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বিদ্যুৎসচিব কেউ উপস্থিত ছিলেন না।
১১টার একটু পর আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।
নসরুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদানির গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাচ্ছেন অনেক দিন ধরে। কিন্তু প্রধানমন্ত্রী সময় করতে পারছিলেন না। আমি আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছি।’
আদানির বিদ্যুৎকেন্দ্র কবে বাণিজ্যিক উৎপাদনে শুরু করল, জানতে চাইলে নসরুল হামিদ বলেন, ‘আমাদের দিকে বিদ্যুৎ গ্রহণ করার জন্য সাবস্টেশন প্রস্তুত না থাকায় বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারছিলাম না। এখন আমাদের বিদ্যুৎ উপকেন্দ্র প্রস্তুত। আমরা এই বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছি। আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৫০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ নিচ্ছি।’
আদানি থেকে কম দামে, টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে—এ কথা বলে সরকার ২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুসারে আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনে নেবে পিডিবি।
চলতি বছরের গত ৬ এপ্রিল অনেকটা নীরবেই আদানি বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। গত ২৫ জুন রাত ১২টায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু করে আদানির ৮০০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট থেকেও। দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসার খবরে বোম্বে স্টক এক্সচেঞ্জ আদানির শেয়ারের দাম বেড়ে গেছে ২ দশমিক ৮৯ শতাংশ। ভারতের মুম্বাই স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়া লিমিটেডকে লেখা চিঠিতে আদানি গ্রুপ বলেছে, চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় ইউনিটের সফল সক্ষমতার পরীক্ষার পর ২৫ জুন বাংলাদেশ এবং ভারতে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের অনুমতি পাওয়া গেছে।
তবে উৎপাদন শুরুর আগেই এ বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা কয়লার দাম বেশি দাবি করে আদানি গ্রুপ। কয়লার দাম নিয়ে পিডিবি আদানির সঙ্গে আলোচনা শুরু করলে আদানি প্রতিশ্রুতি দেয়, পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দামের চেয়ে তাদের কয়লার দাম বেশি হবে না।
জানা যায়, আদানি গ্রুপ এখন পর্যন্ত তিন মাসের বিল জমা দিয়েছে, তবে পিডিবি এখনো কোনো বিল পরিশোধ করেনি।
কৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
২ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
২ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৮ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১৩ ঘণ্টা আগে