কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
চার দিনের সরকারি সফরে গতকাল বুধবার চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে নিতে চীন সরকারের পাঠানো চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় হাইনানের কিউনহায় বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হাইনান প্রদেশের ভাইস গভর্নর লিউ দেং শেন এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং তাঁর চীনে পৌঁছানোর বিষয়টি জানিয়েছেন। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর।
ড. ইউনূস আজ বৃহস্পতিবার হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে ভাষণ দেবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আগামীকাল শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
গত ১০ মাসে এটি হবে দুই দেশের শীর্ষ পর্যায়ের দ্বিতীয় বৈঠক। গত জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত) একই স্থানে চীনা নেতার সঙ্গে বৈঠক করেন। ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। ৮ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন।
বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউনূসের বৈঠকের ওপর বৈশ্বিক ও আঞ্চলিক ক্ষেত্রে দেশটির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশের নজর থাকবে।
চীনে শীর্ষ পর্যায়ের এই বৈঠকের বিষয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গত মঙ্গলবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দুই পক্ষ থেকেই পানি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনায় আগ্রহ আছে। সেখানে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে কথা বলারও সুযোগ আছে।
ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার পানি ভাগাভাগির বিষয়টি অমীমাংসিত থাকার প্রেক্ষাপটে এ নদীর বাংলাদেশ অংশের পানি ব্যবস্থাপনায় চীনের যুক্ত হওয়ার আগ্রহের বিষয়েও প্রশ্ন আছে বিভিন্ন মহলে।
এর বাইরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ১১ লাখ নাগরিককে রাখাইনে ফেরত পাঠানো, বাংলাদেশে চীনের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠাসহ স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো, মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি, ক্রীড়া ও গণমাধ্যমের ক্ষেত্রে সহায়তা দেওয়ার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে।
পররাষ্ট্রসচিবের তথ্য অনুযায়ী, এসব বিষয়ে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। বাংলাদেশকে ঋণ ও অনুদান সহায়তা, বিনিয়োগ চুক্তি নিয়ে আলোচনা শুরু করা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে সহায়তার বিষয়ে একাধিক বড় ঘোষণা আসতে পারে।
প্রধান উপদেষ্টার ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।
চার দিনের সরকারি সফরে গতকাল বুধবার চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে নিতে চীন সরকারের পাঠানো চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় হাইনানের কিউনহায় বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হাইনান প্রদেশের ভাইস গভর্নর লিউ দেং শেন এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং তাঁর চীনে পৌঁছানোর বিষয়টি জানিয়েছেন। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর।
ড. ইউনূস আজ বৃহস্পতিবার হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে ভাষণ দেবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আগামীকাল শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
গত ১০ মাসে এটি হবে দুই দেশের শীর্ষ পর্যায়ের দ্বিতীয় বৈঠক। গত জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত) একই স্থানে চীনা নেতার সঙ্গে বৈঠক করেন। ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। ৮ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন।
বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউনূসের বৈঠকের ওপর বৈশ্বিক ও আঞ্চলিক ক্ষেত্রে দেশটির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশের নজর থাকবে।
চীনে শীর্ষ পর্যায়ের এই বৈঠকের বিষয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গত মঙ্গলবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দুই পক্ষ থেকেই পানি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনায় আগ্রহ আছে। সেখানে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে কথা বলারও সুযোগ আছে।
ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার পানি ভাগাভাগির বিষয়টি অমীমাংসিত থাকার প্রেক্ষাপটে এ নদীর বাংলাদেশ অংশের পানি ব্যবস্থাপনায় চীনের যুক্ত হওয়ার আগ্রহের বিষয়েও প্রশ্ন আছে বিভিন্ন মহলে।
এর বাইরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ১১ লাখ নাগরিককে রাখাইনে ফেরত পাঠানো, বাংলাদেশে চীনের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠাসহ স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো, মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি, ক্রীড়া ও গণমাধ্যমের ক্ষেত্রে সহায়তা দেওয়ার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে।
পররাষ্ট্রসচিবের তথ্য অনুযায়ী, এসব বিষয়ে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। বাংলাদেশকে ঋণ ও অনুদান সহায়তা, বিনিয়োগ চুক্তি নিয়ে আলোচনা শুরু করা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে সহায়তার বিষয়ে একাধিক বড় ঘোষণা আসতে পারে।
প্রধান উপদেষ্টার ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।
বিশেষ আদেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার চিন্তাভাবনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। গণভোটের বিষয়ের মধ্যে পুরো জুলাই সনদ না দিয়ে সংবিধান-সম্পর্কিত বিষয় থাকতে পারে। এ ছাড়া জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার প্রস্তাব করা হবে।
৩১ মিনিট আগেঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের পুরোটাই পুড়ে গেছে। এই ঘটনায় বেলা সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের প্রধান এই বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সব উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকে।
২ ঘণ্টা আগেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অসদাচরণের অভিযোগে ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার ও বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেশফিকুর রহমান বলেন, ‘গত এক সপ্তাহের মধ্যে দেশের দুই স্থানে—রাজধানীর মিরপুরে এবং চট্টগ্রামের ইপিজেড এলাকায়—ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা সকলে উদ্বিগ্ন।’
৫ ঘণ্টা আগে