প্রযুক্তি ডেস্ক
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং প্রথমবারের মতো স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা নিয়ে আসছে। নিজেদের পরবর্তী স্মার্টওয়াচে অত্যাধুনিক এই প্রযুক্তি সংযোজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনেক আগেই প্রজেক্টরযুক্ত ওয়াচ ডিজাইন তৈরি করে স্যামসাং। ডিজাইনের প্যাটেন্টও করিয়ে রেখেছিল প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা থাকবে। স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে প্রজেক্টর লেন্স, যা আলো প্রক্ষেপণ করতে সক্ষম। সাধারণত সায়েন্স ফিকশন মুভিতে এই ধরনের ওয়াচের দেখা পাওয়া যায়।
স্যামসাং জানিয়েছে, ‘ভালো চিত্র দেখা নিশ্চিত করতে প্রজেক্টরের ভেতরে থাকা এলইডিগুলো উজ্জ্বলতা এবং ফোকাল দৈর্ঘ্যের মধ্যে সামঞ্জস্য রাখবে।’ শিগগির স্যামসাং তাদের নতুন এই স্মার্ট ডিভাইস প্রদর্শন করবে।
সম্প্রতি এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনার ঘোষণা দেয় স্যামসাং। এই হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হেডসেটটি নির্মাণে গুগল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে স্যামসাং। ২০১৫ সালে ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট বাজারে এনেছিল স্যামসাং। তবে গ্রাহকের চাহিদা বিবেচনায় এনে এবার মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ বলেন, ‘গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে।’ তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে, এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার বলেন, ‘গুগল দীর্ঘদিন ধরেই এআর ও ভিআর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। তাই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।’
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং প্রথমবারের মতো স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা নিয়ে আসছে। নিজেদের পরবর্তী স্মার্টওয়াচে অত্যাধুনিক এই প্রযুক্তি সংযোজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনেক আগেই প্রজেক্টরযুক্ত ওয়াচ ডিজাইন তৈরি করে স্যামসাং। ডিজাইনের প্যাটেন্টও করিয়ে রেখেছিল প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টওয়াচে প্রজেক্টরের সুবিধা থাকবে। স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে প্রজেক্টর লেন্স, যা আলো প্রক্ষেপণ করতে সক্ষম। সাধারণত সায়েন্স ফিকশন মুভিতে এই ধরনের ওয়াচের দেখা পাওয়া যায়।
স্যামসাং জানিয়েছে, ‘ভালো চিত্র দেখা নিশ্চিত করতে প্রজেক্টরের ভেতরে থাকা এলইডিগুলো উজ্জ্বলতা এবং ফোকাল দৈর্ঘ্যের মধ্যে সামঞ্জস্য রাখবে।’ শিগগির স্যামসাং তাদের নতুন এই স্মার্ট ডিভাইস প্রদর্শন করবে।
সম্প্রতি এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনার ঘোষণা দেয় স্যামসাং। এই হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হেডসেটটি নির্মাণে গুগল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে স্যামসাং। ২০১৫ সালে ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট বাজারে এনেছিল স্যামসাং। তবে গ্রাহকের চাহিদা বিবেচনায় এনে এবার মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ বলেন, ‘গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে।’ তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে, এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার বলেন, ‘গুগল দীর্ঘদিন ধরেই এআর ও ভিআর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। তাই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।’
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১২ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
১৪ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারও নয়,
১৫ ঘণ্টা আগে