আগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, নাথিং ফোন ৩এ সিরিজে ক্যামেরা আকর্ষণীয় হতে পারে।
এই ছবিতে থেকে নাথিং ফোন ৩এ ক্যামেরার লে–আউট সম্পর্কে ধারণা পাওয়া যায়। ছবিটি একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত দেয়।
এক্স প্ল্যাটফর্মে নাথিং ফোন ৩ এ–এর সম্ভাব্য ছবি পোস্ট করেন প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁসকারী সানজু চৌধুরী। ছবিতে দেখা যায় একটি কালোর রঙে কেস রয়েছে ফোনটিতে। এই ফোনের পেছনে তিনটি ক্যামেরা ইউনিট রয়েছে, যেখানে নাথিং ফোন ২এ মডেলটিতে ২ ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা ইউনিটের ওপরের দিকে রয়েছে এলইডি টর্চ। আর গ্লিফ ডিজাইনটি সুরক্ষিত কেসের নিচে রয়েছে।
উল্লেখ্য, গ্লিফ ডিজাইন হল নাথিং ফোনগুলোর একটি অনন্য ডিজাইন উপাদান। যেখানে ফোনের পেছনের অংশে আলো দিয়ে তৈরি এক ধরনের আলাদা লাইট প্যাটার্ন থাকে। এই লাইটগুলো ফোনের বিভিন্ন ফাংশন যেমন: নোটিফিকেশন, ব্যাটারি লেভেল বা কল ধরার সময় আলোকিত হয়।
এর আগে ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস হয়েছিল। নাথিং ফোন ৩ এ–তে ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি + অ্যামলেড ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ চিপসেটে ব্যবহার করা হতে পারে।
আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩ দশমিক ১। ফোনটির ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর (২x অপটিক্যাল জুম সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।
নাথিং ফোন ৩ এ–তে ৫ হাজার এমএএইচ এর ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে ৪৫ ওয়াট চার্জিং সমর্থন থাকবে।
ফোন ৩এ সম্ভবত ৮ জিবি/ ১২৮ জিবি এবং ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে আসবে, যেখানে প্রো মডেলটি শুধুমাত্র ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ডিভাইসটি কালো বা সাদা রঙে পাওয়া যাবে, আর প্রো ফোনটি কালো বা ধূসর রঙে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, নাথিং ফোন ৩এ সিরিজে ক্যামেরা আকর্ষণীয় হতে পারে।
এই ছবিতে থেকে নাথিং ফোন ৩এ ক্যামেরার লে–আউট সম্পর্কে ধারণা পাওয়া যায়। ছবিটি একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত দেয়।
এক্স প্ল্যাটফর্মে নাথিং ফোন ৩ এ–এর সম্ভাব্য ছবি পোস্ট করেন প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁসকারী সানজু চৌধুরী। ছবিতে দেখা যায় একটি কালোর রঙে কেস রয়েছে ফোনটিতে। এই ফোনের পেছনে তিনটি ক্যামেরা ইউনিট রয়েছে, যেখানে নাথিং ফোন ২এ মডেলটিতে ২ ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা ইউনিটের ওপরের দিকে রয়েছে এলইডি টর্চ। আর গ্লিফ ডিজাইনটি সুরক্ষিত কেসের নিচে রয়েছে।
উল্লেখ্য, গ্লিফ ডিজাইন হল নাথিং ফোনগুলোর একটি অনন্য ডিজাইন উপাদান। যেখানে ফোনের পেছনের অংশে আলো দিয়ে তৈরি এক ধরনের আলাদা লাইট প্যাটার্ন থাকে। এই লাইটগুলো ফোনের বিভিন্ন ফাংশন যেমন: নোটিফিকেশন, ব্যাটারি লেভেল বা কল ধরার সময় আলোকিত হয়।
এর আগে ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস হয়েছিল। নাথিং ফোন ৩ এ–তে ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি + অ্যামলেড ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ চিপসেটে ব্যবহার করা হতে পারে।
আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩ দশমিক ১। ফোনটির ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর (২x অপটিক্যাল জুম সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।
নাথিং ফোন ৩ এ–তে ৫ হাজার এমএএইচ এর ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে ৪৫ ওয়াট চার্জিং সমর্থন থাকবে।
ফোন ৩এ সম্ভবত ৮ জিবি/ ১২৮ জিবি এবং ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে আসবে, যেখানে প্রো মডেলটি শুধুমাত্র ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ডিভাইসটি কালো বা সাদা রঙে পাওয়া যাবে, আর প্রো ফোনটি কালো বা ধূসর রঙে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৩ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১৫ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
১৭ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারও নয়,
১৭ ঘণ্টা আগে