নিজেদের মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। অ্যাপলের ভিশন প্রো–এর সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির কথা ঘোষণা করেছিল কোম্পানিটি। তবে এই প্রকল্প থেকে সরে এসেছে মেটা। গত শুক্রবার প্রকাশিত দ্য ইনফরমেশন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
মেটার দু’জন কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই রিয়্যালিটি ল্যাবস ডিভিশনের কর্মীদের মিক্সড রিয়্যালিটি হেডসেট নিয়ে কাজ না করার নির্দেশ দিয়েছে মেটা। চলতি সপ্তাহে একটি প্রোডাক্ট রিভিউ মিটিংয়ের পর কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
মেটার পরিকল্পিত হেডসেটটি অভ্যন্তরীণভাবে ‘লা জোলা’ নামে (কোডনেম) পরিচিত ছিল এবং ২০২৭ সালে বাজারে ছাড়ার কথা ছিল। অ্যাপলের ভিশন প্রো এর মতো মেটার মিক্সড রিয়্যালিটি হেডসেটটিতে অতি-উচ্চ (আলট্রা-হাই) রেজল্যুশনের মাইক্রো ওলেড স্ক্রিন ব্যবহারের পরিকল্পনা ছিল।
গত বছর অ্যাপলের ভিশন প্রো বাজারে আসার মাধ্যমে ভার্চুয়াল ও মিক্সড রিয়্যালিটি হেডসেটের প্রযুক্তির গ্রাহকদের নজর কাড়ে। বাজারে ভিশন প্রো’র দাম সাড়ে ৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা।
এদিকে মেটার কোয়েস্ট হেডসেটের উন্নয়ন ও প্রচারে দায়িত্বে থাকা রিয়্যালিটি ল্যাবস ডিভিশন–এর ওপর হাজার কোটি টাকা লোকসানের বোঝা রয়েছে। এরপরও অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী মেটার সিইও মার্ক জাকারবার্গ।
ভিআর বা ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তি ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মেটার কোয়েস্ট সিরিজের হেডসেটগুলো। বর্তমানে বাজারে কোয়েস্ট ২ হেডসেটের দাম ২০০ ডলার ও কোয়েস্ট ৩ হেডসেটের দাম ৫০০ ডলার। আর কোয়েস্ট প্রো হেডসেট এর দাম ৯৯৯ ডলার। তবে খারাপ রিভিউ ও কম চাহিদার কারণে মেটা গত বছরই কোয়েস্ট প্রো হেডসেট তৈরি বন্ধ করে দেয় মেটা।
এখন কোয়েস্ট ৩ হেডসেটের উত্তরসূরি কোয়েস্ট ৪ তৈরি করছে মেটা। এটি ২০২৬ সালে বাজার ছাড়ার কথা রয়েছে।
তবে মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল প্রসঙ্গে মেটা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
নিজেদের মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। অ্যাপলের ভিশন প্রো–এর সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির কথা ঘোষণা করেছিল কোম্পানিটি। তবে এই প্রকল্প থেকে সরে এসেছে মেটা। গত শুক্রবার প্রকাশিত দ্য ইনফরমেশন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
মেটার দু’জন কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই রিয়্যালিটি ল্যাবস ডিভিশনের কর্মীদের মিক্সড রিয়্যালিটি হেডসেট নিয়ে কাজ না করার নির্দেশ দিয়েছে মেটা। চলতি সপ্তাহে একটি প্রোডাক্ট রিভিউ মিটিংয়ের পর কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
মেটার পরিকল্পিত হেডসেটটি অভ্যন্তরীণভাবে ‘লা জোলা’ নামে (কোডনেম) পরিচিত ছিল এবং ২০২৭ সালে বাজারে ছাড়ার কথা ছিল। অ্যাপলের ভিশন প্রো এর মতো মেটার মিক্সড রিয়্যালিটি হেডসেটটিতে অতি-উচ্চ (আলট্রা-হাই) রেজল্যুশনের মাইক্রো ওলেড স্ক্রিন ব্যবহারের পরিকল্পনা ছিল।
গত বছর অ্যাপলের ভিশন প্রো বাজারে আসার মাধ্যমে ভার্চুয়াল ও মিক্সড রিয়্যালিটি হেডসেটের প্রযুক্তির গ্রাহকদের নজর কাড়ে। বাজারে ভিশন প্রো’র দাম সাড়ে ৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা।
এদিকে মেটার কোয়েস্ট হেডসেটের উন্নয়ন ও প্রচারে দায়িত্বে থাকা রিয়্যালিটি ল্যাবস ডিভিশন–এর ওপর হাজার কোটি টাকা লোকসানের বোঝা রয়েছে। এরপরও অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী মেটার সিইও মার্ক জাকারবার্গ।
ভিআর বা ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তি ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মেটার কোয়েস্ট সিরিজের হেডসেটগুলো। বর্তমানে বাজারে কোয়েস্ট ২ হেডসেটের দাম ২০০ ডলার ও কোয়েস্ট ৩ হেডসেটের দাম ৫০০ ডলার। আর কোয়েস্ট প্রো হেডসেট এর দাম ৯৯৯ ডলার। তবে খারাপ রিভিউ ও কম চাহিদার কারণে মেটা গত বছরই কোয়েস্ট প্রো হেডসেট তৈরি বন্ধ করে দেয় মেটা।
এখন কোয়েস্ট ৩ হেডসেটের উত্তরসূরি কোয়েস্ট ৪ তৈরি করছে মেটা। এটি ২০২৬ সালে বাজার ছাড়ার কথা রয়েছে।
তবে মিক্সড রিয়্যালিটি হেডসেট তৈরির পরিকল্পনা বাতিল প্রসঙ্গে মেটা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১২ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১৪ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
১৬ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারও নয়,
১৬ ঘণ্টা আগে