প্রযুক্তি ডেস্ক
বিএমডব্লিউ সি ৪০০ জিটি মাঝারি আকারের 'ম্যাক্সি' স্কুটার চালু করেছে বিএমডব্লিউ মোটররাড ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, পার্টস নয়; আস্ত বাইক হিসেবেই সি ৪০০ জিটি ভারতে আমদানি করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর থেকে বিএমডব্লিউ মোটররাড ইন্ডিয়ার সকল ডিলারে বুকিং করা যাচ্ছে।
মাঝারি আকারের প্রিমিয়াম স্কুটারটি অত্যন্ত আরামদায়ক। ডিজাইন করা হয়েছে উচ্চ গতি এবং দীর্ঘ ভ্রমণের উপযোগী করে। দামের ক্ষেত্রে আলপাইন সাদা রঙের জন্য গুনতে হবে ৯ দশমিক ৯৫ লাখ এবং ট্রিপল কালো রঙের জন্য ১০ দশমিক ১৫ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ২৭ হাজার এবং ১১ লাখ ৫০ হাজার টাকা।
বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বিক্রম পাওয়াহ বলেন, 'বিএমডব্লিউ সি ৪০০ জিটির যাত্রা ভারতের শহুরেদের গতিশীল জীবনে এক নতুন যুগের সূচনা করবে। এই গতিশীল মাঝারি সাইজের স্কুটারটি শহর এবং দীর্ঘ ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। শহরে চলাফেরা, অফিসে ভ্রমণ বা সাপ্তাহিক ছুটিতে ভ্রমণের ক্ষেত্রেও এটি চমৎকার সঙ্গী হবে। স্কুটারটিতে একজন যাত্রীও বহন করা যাবে। ৩৫০ সিসির বিএমডব্লিউ সি ৪০০ জিটি স্কুটারটিতে সিলিন্ডার একটি, পানি শীতলীকরণের জন্য ৪ প্রকোষ্ঠবিশিষ্ট ইঞ্জিন রয়েছে। যা ৭ হাজার ৫০০ আরপিএম এ ৩৩ দশমিক ৫ বিএইচপি এবং ৫ হাজার ৭৫০ আরপিএম এ ৩৫ এনএম এর সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। স্কুটারটির সর্বোচ্চ গতি হবে ১৩৯ কিলোমিটার। গতি ০ থেকে ১০০ কিলোমিটারে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৯ দশমিক ৫ সেকেন্ড। এটি সিভিটি গিয়ারবক্সের পাশাপাশি ড্রাইভট্রেন সুইংআর্ম আকারে সেকেন্ডারি ড্রাইভ ব্যবহার করে। এতে একটিতে খাদ জমলে অন্যটি ইঞ্জিন পরিশোধন করবে।
স্কুটারটির সামনের দিকটি বিমানের মতো ও দুটি এলইডি হেডলাইটের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। সামনে একটি উঁচু উইন্ডশিল্ড থাকায় দীর্ঘ পথ যাত্রা করলেও বাতাস থেকে সুরক্ষা পাওয়া যাবে। মোড় ঘোড়ার ইন্ডিকেটরগুলোও চমৎকার। এর ৬ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে বিএমডব্লিউ মোটররাড কানেকটিভিটি অ্যাপ সহ নানা সংযোগ দেওয়া যাবে। বাড়তি কিছু টাকা খরচ করলে আরও গ্রাহকেরা আরও কিছু পরিষেবা যুক্ত করতে পারবেন।
বিএমডব্লিউ সি ৪০০ জিটি মাঝারি আকারের 'ম্যাক্সি' স্কুটার চালু করেছে বিএমডব্লিউ মোটররাড ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, পার্টস নয়; আস্ত বাইক হিসেবেই সি ৪০০ জিটি ভারতে আমদানি করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর থেকে বিএমডব্লিউ মোটররাড ইন্ডিয়ার সকল ডিলারে বুকিং করা যাচ্ছে।
মাঝারি আকারের প্রিমিয়াম স্কুটারটি অত্যন্ত আরামদায়ক। ডিজাইন করা হয়েছে উচ্চ গতি এবং দীর্ঘ ভ্রমণের উপযোগী করে। দামের ক্ষেত্রে আলপাইন সাদা রঙের জন্য গুনতে হবে ৯ দশমিক ৯৫ লাখ এবং ট্রিপল কালো রঙের জন্য ১০ দশমিক ১৫ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ২৭ হাজার এবং ১১ লাখ ৫০ হাজার টাকা।
বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বিক্রম পাওয়াহ বলেন, 'বিএমডব্লিউ সি ৪০০ জিটির যাত্রা ভারতের শহুরেদের গতিশীল জীবনে এক নতুন যুগের সূচনা করবে। এই গতিশীল মাঝারি সাইজের স্কুটারটি শহর এবং দীর্ঘ ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। শহরে চলাফেরা, অফিসে ভ্রমণ বা সাপ্তাহিক ছুটিতে ভ্রমণের ক্ষেত্রেও এটি চমৎকার সঙ্গী হবে। স্কুটারটিতে একজন যাত্রীও বহন করা যাবে। ৩৫০ সিসির বিএমডব্লিউ সি ৪০০ জিটি স্কুটারটিতে সিলিন্ডার একটি, পানি শীতলীকরণের জন্য ৪ প্রকোষ্ঠবিশিষ্ট ইঞ্জিন রয়েছে। যা ৭ হাজার ৫০০ আরপিএম এ ৩৩ দশমিক ৫ বিএইচপি এবং ৫ হাজার ৭৫০ আরপিএম এ ৩৫ এনএম এর সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। স্কুটারটির সর্বোচ্চ গতি হবে ১৩৯ কিলোমিটার। গতি ০ থেকে ১০০ কিলোমিটারে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৯ দশমিক ৫ সেকেন্ড। এটি সিভিটি গিয়ারবক্সের পাশাপাশি ড্রাইভট্রেন সুইংআর্ম আকারে সেকেন্ডারি ড্রাইভ ব্যবহার করে। এতে একটিতে খাদ জমলে অন্যটি ইঞ্জিন পরিশোধন করবে।
স্কুটারটির সামনের দিকটি বিমানের মতো ও দুটি এলইডি হেডলাইটের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। সামনে একটি উঁচু উইন্ডশিল্ড থাকায় দীর্ঘ পথ যাত্রা করলেও বাতাস থেকে সুরক্ষা পাওয়া যাবে। মোড় ঘোড়ার ইন্ডিকেটরগুলোও চমৎকার। এর ৬ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে বিএমডব্লিউ মোটররাড কানেকটিভিটি অ্যাপ সহ নানা সংযোগ দেওয়া যাবে। বাড়তি কিছু টাকা খরচ করলে আরও গ্রাহকেরা আরও কিছু পরিষেবা যুক্ত করতে পারবেন।
ত্বক উজ্জ্বল, মসৃণ ও তারুণ্যময় রাখতে আমরা বিভিন্ন পণ্য ব্যবহার করি। সেসব পণ্যের বেশির ভাগ নানা রকমের রাসায়নিকে তৈরি। অনেক সময় ত্বকের যত্নে এসব রাসায়নিক উপাদান একটার সঙ্গে আরেকটা মিশে গেলে ফল খারাপ হতে পারে। ত্বকের প্রকৃত পরিচর্যায় আসলে ‘কমই যথেষ্ট’।
৪১ মিনিট আগেকালীপূজায় মাংস নিরামিষ রান্নার চল রয়েছে। ভোগের রান্নায় কখনো পেঁয়াজ-রসুন ব্যবহার করা হয় না। তাই মাংস রান্নার সময়েও এতে পেঁয়াজ, রসুন পড়ে না। সাধারণত, আদা ও অন্যান্য মসলা দিয়ে এই মাংসের নিরামিষ রান্না করা হয়। কীভাবে তা করবেন...
৪১ মিনিট আগেহেমন্তের গরমটা একটু অন্য রকমই। রোদের তেজ তো থাকেই, সঙ্গে যুক্ত হয় শুষ্কতা ও ধুলাবালুর প্রকোপ। এই সময় আবহাওয়ার কারণে ত্বক অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। কম যত্নের কারণে পুরুষদের মধ্যে ত্বকসংক্রান্ত সমস্যা বেশি দেখা দেয়; পাশাপাশি নারীদের তুলনায় পুরুষেরা পরিচ্ছন্নতা একটু কমই মেনে চলেন, এ কথাও অস্বীকার করার...
২ ঘণ্টা আগেএ বছরের ‘বিশ্বের সেরা’ পর্যটন গ্রামের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান বিশ্ব পর্যটন সংস্থা বা ইউএনডব্লিউটিও কর্তৃপক্ষ। এবারের পঞ্চম সংস্করণে জাতিসংঘ পর্যটন সদস্য ৬৫টি রাষ্ট্র থেকে আসা ২৭০টির বেশি আবেদনের মধ্য থেকে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ৫২টি গ্রাম...
২ ঘণ্টা আগে