কিছুদিন পর পর আইফোন ১৬ সিরিজ নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার এক ভিডিওয়ের মাধ্যমে এই সিরিজের ক্যামেরার প্রায় পুরো স্পেসিফিকেশনই জানা গেছে। ভিডিও অনুসারে, এই সিরিজের সাধারণ ও প্লাস মডেলে দুটি এবং প্রো মডেলগুলোতে তিনটি ক্যামেরা থাকতে পারে।
জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার বলছে, আইফোন ১৬ সিরিজের ক্যামেরা ইউনিট ও অ্যাকশন বাটনের তথ্য ফাঁস হয়েছে। এক ভিডিওতে সিরিজটির ডামি মডেলগুলো দেখা গেয়েছে। ভিডিও অনুসারে, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে এফ/ ১ দশমিক ৬ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড ক্যামেরা রয়েছে, যা ২ এক্স পর্যন্ত জুম করতে পারবে। সেই সঙ্গে এফ/ ১ দশমিক ২ অ্যাপারচারসহ আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যা দশমিক ৫ এক্স পর্যন্ত জুম করতে পারবে। আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলের চেয়ে এবারের অ্যাপারচারগুলো আরও উন্নত হবে।
আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলের ক্যামেরা ইউনিট উল্লম্বভাবে সাজানো থাকবে। প্রথমবারের মতে প্রো মডেল ছাড়াও আইফোন ১৬ সিরিজের মডেলগুলোতে ম্যাক্রো ফটোগ্রাফির সমর্থন দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সে ওয়াইড, আলট্রা ও টেলিফটো ক্যামেরা নিয়ে ত্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এর আগে শুধু আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলেই টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছিল। আইফোন ১৬ সিরিজের প্রো মডেলগুলোতে ২ এক্স অপটিক্যাল জুম ও এফ/ ১ দশমিক ৭৮ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সেই সঙ্গে ৫ এক্স অপটিক্যাল জুম ও এফ/ ২ দশমিক ৮ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকতে পারে। এ ছাড়া আলট্রা ওয়াইড ক্যামেরাতে ৪৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হতে পারে, যার সঙ্গে পিক্সেল-বিনিং ফিচার যুক্ত হবে। ফিচারটি পূর্ণ রেজল্যুশনে ছবি তোলার সময় ০.৭ মাইক্রোমিটার পিক্সেল ব্যবহার করবে এবং কোয়াড পিক্সেল মোডে ব্যবহৃত হলে ১.৪ মাইক্রোমিটার পিক্সেল ব্যবহার করবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, বিদ্যমান HEIF, JPEG, HEIF Max, ProRaw, এবং ProRAW Max-এর পাশাপাশি আইফোন ১৬ সিরিজের মডেলগুলো একটি নতুন ইমেজ ফরম্যাট ‘JPEG-XL’ সমর্থন করবে। আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৩কে ভিডিও প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেম ডলবি ভিশন সমর্থন করবে।
এ ছাড়া আইফোন ১৬ এর সব মডেলে নতুন একটি ক্যাপচার বাটন যুক্ত করা হতে পারে যা ব্যবহারকারীদের ক্যামেরা চালু করা বা ভিডিও ধারণ করার মতো বিভিন্ন কাজে দেবে। এটি সম্ভবত নিচের ডান কোনায় রাখা হবে এবং ক্যাপাসিটিভ (হাতের স্পর্শে কাজ করার প্রযুক্তি) হতে পারে। বাটনটি ডিএসএলআর–এর মতো জুম ইন ও জুম আউট করার জন্য ব্যবহার করা যেতে পারে।
তথ্যসূত্র:৩৬০ গ্যাজেটস
কিছুদিন পর পর আইফোন ১৬ সিরিজ নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার এক ভিডিওয়ের মাধ্যমে এই সিরিজের ক্যামেরার প্রায় পুরো স্পেসিফিকেশনই জানা গেছে। ভিডিও অনুসারে, এই সিরিজের সাধারণ ও প্লাস মডেলে দুটি এবং প্রো মডেলগুলোতে তিনটি ক্যামেরা থাকতে পারে।
জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার বলছে, আইফোন ১৬ সিরিজের ক্যামেরা ইউনিট ও অ্যাকশন বাটনের তথ্য ফাঁস হয়েছে। এক ভিডিওতে সিরিজটির ডামি মডেলগুলো দেখা গেয়েছে। ভিডিও অনুসারে, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে এফ/ ১ দশমিক ৬ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড ক্যামেরা রয়েছে, যা ২ এক্স পর্যন্ত জুম করতে পারবে। সেই সঙ্গে এফ/ ১ দশমিক ২ অ্যাপারচারসহ আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যা দশমিক ৫ এক্স পর্যন্ত জুম করতে পারবে। আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলের চেয়ে এবারের অ্যাপারচারগুলো আরও উন্নত হবে।
আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলের ক্যামেরা ইউনিট উল্লম্বভাবে সাজানো থাকবে। প্রথমবারের মতে প্রো মডেল ছাড়াও আইফোন ১৬ সিরিজের মডেলগুলোতে ম্যাক্রো ফটোগ্রাফির সমর্থন দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্সে ওয়াইড, আলট্রা ও টেলিফটো ক্যামেরা নিয়ে ত্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এর আগে শুধু আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলেই টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছিল। আইফোন ১৬ সিরিজের প্রো মডেলগুলোতে ২ এক্স অপটিক্যাল জুম ও এফ/ ১ দশমিক ৭৮ অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সেই সঙ্গে ৫ এক্স অপটিক্যাল জুম ও এফ/ ২ দশমিক ৮ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকতে পারে। এ ছাড়া আলট্রা ওয়াইড ক্যামেরাতে ৪৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হতে পারে, যার সঙ্গে পিক্সেল-বিনিং ফিচার যুক্ত হবে। ফিচারটি পূর্ণ রেজল্যুশনে ছবি তোলার সময় ০.৭ মাইক্রোমিটার পিক্সেল ব্যবহার করবে এবং কোয়াড পিক্সেল মোডে ব্যবহৃত হলে ১.৪ মাইক্রোমিটার পিক্সেল ব্যবহার করবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, বিদ্যমান HEIF, JPEG, HEIF Max, ProRaw, এবং ProRAW Max-এর পাশাপাশি আইফোন ১৬ সিরিজের মডেলগুলো একটি নতুন ইমেজ ফরম্যাট ‘JPEG-XL’ সমর্থন করবে। আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৩কে ভিডিও প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেম ডলবি ভিশন সমর্থন করবে।
এ ছাড়া আইফোন ১৬ এর সব মডেলে নতুন একটি ক্যাপচার বাটন যুক্ত করা হতে পারে যা ব্যবহারকারীদের ক্যামেরা চালু করা বা ভিডিও ধারণ করার মতো বিভিন্ন কাজে দেবে। এটি সম্ভবত নিচের ডান কোনায় রাখা হবে এবং ক্যাপাসিটিভ (হাতের স্পর্শে কাজ করার প্রযুক্তি) হতে পারে। বাটনটি ডিএসএলআর–এর মতো জুম ইন ও জুম আউট করার জন্য ব্যবহার করা যেতে পারে।
তথ্যসূত্র:৩৬০ গ্যাজেটস
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১২ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১৪ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
১৬ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারও নয়,
১৬ ঘণ্টা আগে