বেশির ভাগ দম্পতির ক্ষেত্রেই স্বামীর বয়স স্ত্রীর চেয়ে বেশি হয়ে থাকে। তবে স্ত্রীর বয়স স্বামীর চেয়ে বেশি এমন উদাহরণও আছে ভূরি ভূরি। ইংল্যান্ডের বার্নলিতে বসবাস করা মেল মুন তাঁদেরই একজন, যিনি নিজের চেয়ে বয়সে ছোট এক ব্যক্তিকে স্বামী হিসেবে বেছে নিয়েছেন। শুধু তাই নয়, দুজনের বয়সের ব্যবধানটাও উল্লেখ করা মতো। বর্তমানে ৪৩ বছর বয়সী মুন ২০২১ সালে ভালোবেসে নিজের চেয়ে ১৩ বছরের ছোট আলফিকে বিয়ে করেছিলেন। আলফি বর্তমানে ৩০ বছরের যুবক।
বয়সের বড় ব্যবধান থাকলেও আলফির সঙ্গে মুনের দাম্পত্য কোনো সমস্যা ছাড়াই চলছে। তবে সমস্যা বেঁধেছে ঘরের বাইরে। মুনের অভিযোগ, স্বামীর বয়স কম হওয়ায় অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন। আবার এমন অনেকেই আছেন যারা মনে করেন, মুনের অর্থ সম্পদের লোভেই আলফি তাঁর সঙ্গে সংসার করে যাচ্ছে।
তবে অর্থের লোভে আলফি সংসার করছে এই ধারণাটিকে উড়িয়ে দিয়েছেন মুন। তিনি জানান, স্বামীকে দেওয়ার মতো অর্থ আসলে তাঁর কাছে নেই।
দাম্পত্যের এমন খুঁটিনাটি বিষয় মূলত মুনের কারণেই প্রকাশ্যে এসেছে। তিনি তাঁর টিকটক চ্যানেলে কম বয়সী স্বামীর সঙ্গে সংসার করার বিষয়টি বেশ ফলাও করে প্রচার করেন।
সম্প্রতি বয়সের ব্যবধানের কারণে স্বামী-স্ত্রী হিসেবে মুখোমুখি হওয়া কিছু মজার বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেন মুন ও আলফি। পরে এই ভিডিওটি টিকটকে পোস্ট করলে তাতে বিপুল সাড়া পাওয়া যায়। প্রায় আড়াই লাখ ভিউ হওয়া ওই ভিডিওতেই মুন জানান, বাইরে গেলে বয়সের ব্যবধানের কারণে অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন।
মজা করার ছলে ভিডিওতে মুনকে বলতে শোনা যায়—বয়স কম হওয়ায় স্বামী তাঁর মন নিয়ে খেলবে এমন দুশ্চিন্তা করেন না তিনি। এ বিষয়ে মুন বলেন, ‘যখন আমি তাঁকে খেলা থামানোর কথা বলি, আমি আসলে তাঁকে পিএস-৫ গেমটি থামানোর কথা বলি, আমার মন নিয়ে খেলার কথা নয়।’
একই ভিডিওতে আলফি জানান, তিনি স্বাভাবিক সময়েই প্রতিদিন বিছানায় যান কিন্তু মুনের বিছানায় যাওয়ার স্বভাবটি তাঁর নানির মতো। তবে নানি কখন বিছানায় যেতেন সে বিষয়টি খোলাসা করেননি আলফি।
মজার মাজার অভিজ্ঞতা নিয়ে দুজনের ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন। তাঁদের মধ্যে এক নারী লিখেছেন, ‘আমাদের বয়সের ব্যবধানও অনেক বেশি, প্রায় ৩৭ বছর। তাই ছুটির দিনগুলোতে আমরা বাইরে গেলে অনেকেই প্রশ্ন করে বসেন, তিনি আমার বাবা কি-না।’
স্বামী ১৬ বছরের বড় জানিয়ে আরেক নারী কমেন্টে দাবি করেছেন, তাঁকেও অনেকে স্বামীর কন্যা ভেবে বসেন।
আরেকজন দাবি করেছেন, সাড়ে ১২ বছরের ছোট স্বামীকে কোনো কাজের কথা বললেই তিনি তাঁকে মা ডাকতে শুরু করেন এবং কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।
বেশির ভাগ দম্পতির ক্ষেত্রেই স্বামীর বয়স স্ত্রীর চেয়ে বেশি হয়ে থাকে। তবে স্ত্রীর বয়স স্বামীর চেয়ে বেশি এমন উদাহরণও আছে ভূরি ভূরি। ইংল্যান্ডের বার্নলিতে বসবাস করা মেল মুন তাঁদেরই একজন, যিনি নিজের চেয়ে বয়সে ছোট এক ব্যক্তিকে স্বামী হিসেবে বেছে নিয়েছেন। শুধু তাই নয়, দুজনের বয়সের ব্যবধানটাও উল্লেখ করা মতো। বর্তমানে ৪৩ বছর বয়সী মুন ২০২১ সালে ভালোবেসে নিজের চেয়ে ১৩ বছরের ছোট আলফিকে বিয়ে করেছিলেন। আলফি বর্তমানে ৩০ বছরের যুবক।
বয়সের বড় ব্যবধান থাকলেও আলফির সঙ্গে মুনের দাম্পত্য কোনো সমস্যা ছাড়াই চলছে। তবে সমস্যা বেঁধেছে ঘরের বাইরে। মুনের অভিযোগ, স্বামীর বয়স কম হওয়ায় অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন। আবার এমন অনেকেই আছেন যারা মনে করেন, মুনের অর্থ সম্পদের লোভেই আলফি তাঁর সঙ্গে সংসার করে যাচ্ছে।
তবে অর্থের লোভে আলফি সংসার করছে এই ধারণাটিকে উড়িয়ে দিয়েছেন মুন। তিনি জানান, স্বামীকে দেওয়ার মতো অর্থ আসলে তাঁর কাছে নেই।
দাম্পত্যের এমন খুঁটিনাটি বিষয় মূলত মুনের কারণেই প্রকাশ্যে এসেছে। তিনি তাঁর টিকটক চ্যানেলে কম বয়সী স্বামীর সঙ্গে সংসার করার বিষয়টি বেশ ফলাও করে প্রচার করেন।
সম্প্রতি বয়সের ব্যবধানের কারণে স্বামী-স্ত্রী হিসেবে মুখোমুখি হওয়া কিছু মজার বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেন মুন ও আলফি। পরে এই ভিডিওটি টিকটকে পোস্ট করলে তাতে বিপুল সাড়া পাওয়া যায়। প্রায় আড়াই লাখ ভিউ হওয়া ওই ভিডিওতেই মুন জানান, বাইরে গেলে বয়সের ব্যবধানের কারণে অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন।
মজা করার ছলে ভিডিওতে মুনকে বলতে শোনা যায়—বয়স কম হওয়ায় স্বামী তাঁর মন নিয়ে খেলবে এমন দুশ্চিন্তা করেন না তিনি। এ বিষয়ে মুন বলেন, ‘যখন আমি তাঁকে খেলা থামানোর কথা বলি, আমি আসলে তাঁকে পিএস-৫ গেমটি থামানোর কথা বলি, আমার মন নিয়ে খেলার কথা নয়।’
একই ভিডিওতে আলফি জানান, তিনি স্বাভাবিক সময়েই প্রতিদিন বিছানায় যান কিন্তু মুনের বিছানায় যাওয়ার স্বভাবটি তাঁর নানির মতো। তবে নানি কখন বিছানায় যেতেন সে বিষয়টি খোলাসা করেননি আলফি।
মজার মাজার অভিজ্ঞতা নিয়ে দুজনের ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন। তাঁদের মধ্যে এক নারী লিখেছেন, ‘আমাদের বয়সের ব্যবধানও অনেক বেশি, প্রায় ৩৭ বছর। তাই ছুটির দিনগুলোতে আমরা বাইরে গেলে অনেকেই প্রশ্ন করে বসেন, তিনি আমার বাবা কি-না।’
স্বামী ১৬ বছরের বড় জানিয়ে আরেক নারী কমেন্টে দাবি করেছেন, তাঁকেও অনেকে স্বামীর কন্যা ভেবে বসেন।
আরেকজন দাবি করেছেন, সাড়ে ১২ বছরের ছোট স্বামীকে কোনো কাজের কথা বললেই তিনি তাঁকে মা ডাকতে শুরু করেন এবং কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।
একেকটা মৌসুমে একেক ধরনের রোগবালাই দেখা দেয়। আর এসব রোগবালাই থেকে বাঁচতে সে মৌসুমে যেসব ফলমূল ও শাকসবজি উৎপন্ন হয়, সেসব খাবার খাওয়ারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কার্তিক মাসে চৌদ্দ শাক খাওয়ার প্রচলন রয়েছে।
৭ ঘণ্টা আগেসাইকেল শুধু পরিবহন নয়, এটি স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বে প্রায় ১ বিলিয়ন সাইকেল রয়েছে—এ সংখ্যা গাড়ির সংখ্যার দ্বিগুণ। করোনা মহামারির পর সাইকেল ব্যবহার আরও বেড়েছে। মানুষ এখন ব্যায়াম, অবসর ও পরিবেশবান্ধব পরিবহন হিসেবে সাইকেল ব্যবহার করছে। আমাদের দেশেও অসংখ্য সাইকেল চলাচল করে বটে...
৯ ঘণ্টা আগেআজ শনিবার, ২০ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন।
১০ ঘণ্টা আগেচলছে অক্টোবর মাস। এটি স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধির মাস। প্রতিবছরের মতো এবারও বিশ্বব্যাপী এ মাসে স্তন ক্যানসারের প্রতিরোধ ও প্রতিকার এবং জীবনের মানোন্নয়ন নিয়ে স্বাস্থ্যসেবকেরা কাজ করে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারের প্রতিপাদ্য হলো, ‘প্রতিটি গল্প অনন্য, প্রতিটি যাত্রা মূল্যবান’।
১০ ঘণ্টা আগে