বেশির ভাগ দম্পতির ক্ষেত্রেই স্বামীর বয়স স্ত্রীর চেয়ে বেশি হয়ে থাকে। তবে স্ত্রীর বয়স স্বামীর চেয়ে বেশি এমন উদাহরণও আছে ভূরি ভূরি। ইংল্যান্ডের বার্নলিতে বসবাস করা মেল মুন তাঁদেরই একজন, যিনি নিজের চেয়ে বয়সে ছোট এক ব্যক্তিকে স্বামী হিসেবে বেছে নিয়েছেন। শুধু তাই নয়, দুজনের বয়সের ব্যবধানটাও উল্লেখ করা মতো। বর্তমানে ৪৩ বছর বয়সী মুন ২০২১ সালে ভালোবেসে নিজের চেয়ে ১৩ বছরের ছোট আলফিকে বিয়ে করেছিলেন। আলফি বর্তমানে ৩০ বছরের যুবক।
বয়সের বড় ব্যবধান থাকলেও আলফির সঙ্গে মুনের দাম্পত্য কোনো সমস্যা ছাড়াই চলছে। তবে সমস্যা বেঁধেছে ঘরের বাইরে। মুনের অভিযোগ, স্বামীর বয়স কম হওয়ায় অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন। আবার এমন অনেকেই আছেন যারা মনে করেন, মুনের অর্থ সম্পদের লোভেই আলফি তাঁর সঙ্গে সংসার করে যাচ্ছে।
তবে অর্থের লোভে আলফি সংসার করছে এই ধারণাটিকে উড়িয়ে দিয়েছেন মুন। তিনি জানান, স্বামীকে দেওয়ার মতো অর্থ আসলে তাঁর কাছে নেই।
দাম্পত্যের এমন খুঁটিনাটি বিষয় মূলত মুনের কারণেই প্রকাশ্যে এসেছে। তিনি তাঁর টিকটক চ্যানেলে কম বয়সী স্বামীর সঙ্গে সংসার করার বিষয়টি বেশ ফলাও করে প্রচার করেন।
সম্প্রতি বয়সের ব্যবধানের কারণে স্বামী-স্ত্রী হিসেবে মুখোমুখি হওয়া কিছু মজার বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেন মুন ও আলফি। পরে এই ভিডিওটি টিকটকে পোস্ট করলে তাতে বিপুল সাড়া পাওয়া যায়। প্রায় আড়াই লাখ ভিউ হওয়া ওই ভিডিওতেই মুন জানান, বাইরে গেলে বয়সের ব্যবধানের কারণে অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন।
মজা করার ছলে ভিডিওতে মুনকে বলতে শোনা যায়—বয়স কম হওয়ায় স্বামী তাঁর মন নিয়ে খেলবে এমন দুশ্চিন্তা করেন না তিনি। এ বিষয়ে মুন বলেন, ‘যখন আমি তাঁকে খেলা থামানোর কথা বলি, আমি আসলে তাঁকে পিএস-৫ গেমটি থামানোর কথা বলি, আমার মন নিয়ে খেলার কথা নয়।’
একই ভিডিওতে আলফি জানান, তিনি স্বাভাবিক সময়েই প্রতিদিন বিছানায় যান কিন্তু মুনের বিছানায় যাওয়ার স্বভাবটি তাঁর নানির মতো। তবে নানি কখন বিছানায় যেতেন সে বিষয়টি খোলাসা করেননি আলফি।
মজার মাজার অভিজ্ঞতা নিয়ে দুজনের ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন। তাঁদের মধ্যে এক নারী লিখেছেন, ‘আমাদের বয়সের ব্যবধানও অনেক বেশি, প্রায় ৩৭ বছর। তাই ছুটির দিনগুলোতে আমরা বাইরে গেলে অনেকেই প্রশ্ন করে বসেন, তিনি আমার বাবা কি-না।’
স্বামী ১৬ বছরের বড় জানিয়ে আরেক নারী কমেন্টে দাবি করেছেন, তাঁকেও অনেকে স্বামীর কন্যা ভেবে বসেন।
আরেকজন দাবি করেছেন, সাড়ে ১২ বছরের ছোট স্বামীকে কোনো কাজের কথা বললেই তিনি তাঁকে মা ডাকতে শুরু করেন এবং কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।
বেশির ভাগ দম্পতির ক্ষেত্রেই স্বামীর বয়স স্ত্রীর চেয়ে বেশি হয়ে থাকে। তবে স্ত্রীর বয়স স্বামীর চেয়ে বেশি এমন উদাহরণও আছে ভূরি ভূরি। ইংল্যান্ডের বার্নলিতে বসবাস করা মেল মুন তাঁদেরই একজন, যিনি নিজের চেয়ে বয়সে ছোট এক ব্যক্তিকে স্বামী হিসেবে বেছে নিয়েছেন। শুধু তাই নয়, দুজনের বয়সের ব্যবধানটাও উল্লেখ করা মতো। বর্তমানে ৪৩ বছর বয়সী মুন ২০২১ সালে ভালোবেসে নিজের চেয়ে ১৩ বছরের ছোট আলফিকে বিয়ে করেছিলেন। আলফি বর্তমানে ৩০ বছরের যুবক।
বয়সের বড় ব্যবধান থাকলেও আলফির সঙ্গে মুনের দাম্পত্য কোনো সমস্যা ছাড়াই চলছে। তবে সমস্যা বেঁধেছে ঘরের বাইরে। মুনের অভিযোগ, স্বামীর বয়স কম হওয়ায় অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন। আবার এমন অনেকেই আছেন যারা মনে করেন, মুনের অর্থ সম্পদের লোভেই আলফি তাঁর সঙ্গে সংসার করে যাচ্ছে।
তবে অর্থের লোভে আলফি সংসার করছে এই ধারণাটিকে উড়িয়ে দিয়েছেন মুন। তিনি জানান, স্বামীকে দেওয়ার মতো অর্থ আসলে তাঁর কাছে নেই।
দাম্পত্যের এমন খুঁটিনাটি বিষয় মূলত মুনের কারণেই প্রকাশ্যে এসেছে। তিনি তাঁর টিকটক চ্যানেলে কম বয়সী স্বামীর সঙ্গে সংসার করার বিষয়টি বেশ ফলাও করে প্রচার করেন।
সম্প্রতি বয়সের ব্যবধানের কারণে স্বামী-স্ত্রী হিসেবে মুখোমুখি হওয়া কিছু মজার বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেন মুন ও আলফি। পরে এই ভিডিওটি টিকটকে পোস্ট করলে তাতে বিপুল সাড়া পাওয়া যায়। প্রায় আড়াই লাখ ভিউ হওয়া ওই ভিডিওতেই মুন জানান, বাইরে গেলে বয়সের ব্যবধানের কারণে অনেকেই তাঁকে আলফির মা ভেবে বসেন।
মজা করার ছলে ভিডিওতে মুনকে বলতে শোনা যায়—বয়স কম হওয়ায় স্বামী তাঁর মন নিয়ে খেলবে এমন দুশ্চিন্তা করেন না তিনি। এ বিষয়ে মুন বলেন, ‘যখন আমি তাঁকে খেলা থামানোর কথা বলি, আমি আসলে তাঁকে পিএস-৫ গেমটি থামানোর কথা বলি, আমার মন নিয়ে খেলার কথা নয়।’
একই ভিডিওতে আলফি জানান, তিনি স্বাভাবিক সময়েই প্রতিদিন বিছানায় যান কিন্তু মুনের বিছানায় যাওয়ার স্বভাবটি তাঁর নানির মতো। তবে নানি কখন বিছানায় যেতেন সে বিষয়টি খোলাসা করেননি আলফি।
মজার মাজার অভিজ্ঞতা নিয়ে দুজনের ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন। তাঁদের মধ্যে এক নারী লিখেছেন, ‘আমাদের বয়সের ব্যবধানও অনেক বেশি, প্রায় ৩৭ বছর। তাই ছুটির দিনগুলোতে আমরা বাইরে গেলে অনেকেই প্রশ্ন করে বসেন, তিনি আমার বাবা কি-না।’
স্বামী ১৬ বছরের বড় জানিয়ে আরেক নারী কমেন্টে দাবি করেছেন, তাঁকেও অনেকে স্বামীর কন্যা ভেবে বসেন।
আরেকজন দাবি করেছেন, সাড়ে ১২ বছরের ছোট স্বামীকে কোনো কাজের কথা বললেই তিনি তাঁকে মা ডাকতে শুরু করেন এবং কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।
চায়ের কথা শুনলেই মন কেমন প্রশান্তিতে ছেয়ে যায়, তাই না? তবে চায়ের আছে অনেক ধরন— গ্রিন টি, লাল চা, দুধ চা, লেবু চা, মশলা চা আরও কত কি! এর মধ্যে আবার অনেকে পছন্দ করেন ধোঁয়া ওঠা গরম চা, অনেকে গরম চা ঠান্ডা করে খেতে পছন্দ করেন আবার কেউ ভালোবাসেন বরফ দেওয়া চা। এমন হরেক রকমের পছন্দের কথা বলতে গিয়ে এবার
৮ ঘণ্টা আগেঅনেকেই আছেন যাদের বারবার ক্ষুধা পায়। সারা দিনই কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। প্রাথমিকভাবে এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। এমন অবস্থা থেকে উদ্ধার পাওয়ার সহজ সমাধান হতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। প্রোটিন শরীরকে দীর্ঘ সময় পরিপূর্ণ রাখে, ক্ষুধা কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ...
৮ ঘণ্টা আগেসৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ দিন আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগে