রিক্তা রিচি, ঢাকা
সিঙ্গেল কামিজের পাশাপাশি কুর্তির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। গরমে ফুরফুরে থাকতে তো বটেই, যেকোনো ঋতুতে আরাম ও স্বস্তি মেলে এই কুর্তিতে।
কর্মজীবী নারীরাও সাদরে গ্রহণ করে নিচ্ছেন ফ্যাশনেবল এই পোশাক। আবার অফিসশেষে পার্টিতেও দারুণ মানিয়ে যায় তা।
কুর্তি সাশ্রয়ী দামে কেনা যায়। এতে আলাদা ঝুটঝামেলা নেই। পরা যায় প্যান্ট, জেগিংস ও লেগিংসের সঙ্গে মিলিয়ে।
ফ্যাশন ব্র্যান্ড কইন্যার স্বত্বাধিকারী বাধন মাহমুদ বলেন, আমরা কুর্তি তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার দিকটি বিবেচনায় রাখি। যাঁরা নিয়মিত অফিস করেন, তাঁদের দিকটিও খেয়াল রাখি। তা ছাড়া আমরা আমাদের ডিজাইনগুলোতে ভিন্নতা রাখার চেষ্টা করি। আর আরামের বিষয়টি গুরুত্ব দিই।
সেমি বোট নেক, পোর্ট্রেট, স্কয়ার, গেদার্ড নেক, সেট ইন স্লিভ নেক গলায় আজকাল নারীরা কাস্টমাইজ করে বানিয়ে নিচ্ছেন নিজের পছন্দমতো কুর্তি। হাতার ডিজাইনেও রয়েছে ভিন্নতা। বেল স্লিভ, ঢিলেঢালা ফুল স্লিভ, কাফ স্লিভ, লেয়ার র্যাফেল স্লিভ, প্লেইন লং স্লিভ, ঘটি হাতা ইত্যাদি।
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং, কে ক্র্যাফট, অঞ্জন’সসহ অন্যান্য বুটিক হাউসে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের কুর্তি। ফুলেল নকশা, ব্লক প্রিন্ট, টাই-ডাই, সুতার কাজ করা, এমব্রয়ডারির কাজ করা কিংবা বাহারি ছাপার কুর্তিগুলো তৈরি হয় সুতি, লিলেন, মসলিন, ভিসকস, সিল্কের কাপড়ে। কটিযুক্ত ও কটি ছাড়া কুর্তিও পাওয়া যাবে।
দরদাম
আড়ংয়ের কুর্তিগুলোর দাম দুই থেকে তিন হাজারের মধ্যে। তবে ডিজাইনভেদে দাম কমবেশি হয়ে থাকে। লা রিভে পাওয়া যাবে ১৭৯০-৩৫০০ টাকার মধ্যে। কে ক্র্যাফটের কুর্তিগুলোর দামও সাধ্যের মধ্যে। দাম ৫৫০ থেকে শুরু। আছে ২৫০০ টাকার কুর্তিও। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স-এ পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কুর্তি। কুর্তির হাতায়ও রয়েছে বৈচিত্র্য। দাম ১২০০-২০০০ টাকার মধ্যে। মসলিন ছাটের সুতি কুর্তি, এমব্রয়ডারি করা কুর্তি, কারচুপি কাজের সিল্কের কুর্তি, বিভিন্ন ডিজাইনের লং কামিজ ও টপস নিয়ে এসেছে ফ্যাশন র্যান্ড ক্যাটস আই। ১৮০০-৩৬০০ টাকার মধ্যে ফ্যাশনেবল পোশাক কিনতে পারবেন।
এ ছাড়া, বিভিন্ন অনলাইন পেজ যেমন: কারুশালা, কইন্যা, কারভি কিউ, হরীতকী, পালকি ইত্যাদি থেকে মনের মতো কুর্তি কিনতে পারবেন।
সিঙ্গেল কামিজের পাশাপাশি কুর্তির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। গরমে ফুরফুরে থাকতে তো বটেই, যেকোনো ঋতুতে আরাম ও স্বস্তি মেলে এই কুর্তিতে।
কর্মজীবী নারীরাও সাদরে গ্রহণ করে নিচ্ছেন ফ্যাশনেবল এই পোশাক। আবার অফিসশেষে পার্টিতেও দারুণ মানিয়ে যায় তা।
কুর্তি সাশ্রয়ী দামে কেনা যায়। এতে আলাদা ঝুটঝামেলা নেই। পরা যায় প্যান্ট, জেগিংস ও লেগিংসের সঙ্গে মিলিয়ে।
ফ্যাশন ব্র্যান্ড কইন্যার স্বত্বাধিকারী বাধন মাহমুদ বলেন, আমরা কুর্তি তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার দিকটি বিবেচনায় রাখি। যাঁরা নিয়মিত অফিস করেন, তাঁদের দিকটিও খেয়াল রাখি। তা ছাড়া আমরা আমাদের ডিজাইনগুলোতে ভিন্নতা রাখার চেষ্টা করি। আর আরামের বিষয়টি গুরুত্ব দিই।
সেমি বোট নেক, পোর্ট্রেট, স্কয়ার, গেদার্ড নেক, সেট ইন স্লিভ নেক গলায় আজকাল নারীরা কাস্টমাইজ করে বানিয়ে নিচ্ছেন নিজের পছন্দমতো কুর্তি। হাতার ডিজাইনেও রয়েছে ভিন্নতা। বেল স্লিভ, ঢিলেঢালা ফুল স্লিভ, কাফ স্লিভ, লেয়ার র্যাফেল স্লিভ, প্লেইন লং স্লিভ, ঘটি হাতা ইত্যাদি।
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং, কে ক্র্যাফট, অঞ্জন’সসহ অন্যান্য বুটিক হাউসে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের কুর্তি। ফুলেল নকশা, ব্লক প্রিন্ট, টাই-ডাই, সুতার কাজ করা, এমব্রয়ডারির কাজ করা কিংবা বাহারি ছাপার কুর্তিগুলো তৈরি হয় সুতি, লিলেন, মসলিন, ভিসকস, সিল্কের কাপড়ে। কটিযুক্ত ও কটি ছাড়া কুর্তিও পাওয়া যাবে।
দরদাম
আড়ংয়ের কুর্তিগুলোর দাম দুই থেকে তিন হাজারের মধ্যে। তবে ডিজাইনভেদে দাম কমবেশি হয়ে থাকে। লা রিভে পাওয়া যাবে ১৭৯০-৩৫০০ টাকার মধ্যে। কে ক্র্যাফটের কুর্তিগুলোর দামও সাধ্যের মধ্যে। দাম ৫৫০ থেকে শুরু। আছে ২৫০০ টাকার কুর্তিও। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স-এ পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কুর্তি। কুর্তির হাতায়ও রয়েছে বৈচিত্র্য। দাম ১২০০-২০০০ টাকার মধ্যে। মসলিন ছাটের সুতি কুর্তি, এমব্রয়ডারি করা কুর্তি, কারচুপি কাজের সিল্কের কুর্তি, বিভিন্ন ডিজাইনের লং কামিজ ও টপস নিয়ে এসেছে ফ্যাশন র্যান্ড ক্যাটস আই। ১৮০০-৩৬০০ টাকার মধ্যে ফ্যাশনেবল পোশাক কিনতে পারবেন।
এ ছাড়া, বিভিন্ন অনলাইন পেজ যেমন: কারুশালা, কইন্যা, কারভি কিউ, হরীতকী, পালকি ইত্যাদি থেকে মনের মতো কুর্তি কিনতে পারবেন।
নারীদের দুটি সন্তান থাকলে তা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হতে পারে। নতুন এক গবেষণায় এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
১ দিন আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুর খানের পুনর্মিলন ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে তাদের বন্ধুত্বপূর্ণ আলাপ দেখে ভক্তরা অভিভূত, কেউ কেউ তো ভাবতেই শুরু করেছেন— যদি তারা আলাদা না হতেন? প্রাক্তনদের সঙ্গে দেখা হওয়া স্বাভাবিক বিষয়, বিশেষত যদি তারা জীবনের কোনো পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা র
১ দিন আগেসম্প্রতি বিয়ে করেছেন প্রাজক্তা। নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে তাঁর বিয়ের ছবি। এই তারকার বিয়ের কোনো ছবিতেই প্রিয় বন্ধু রোহিত সারাফ নেই কেন, তা নিয়ে নেটিজেনরা ভাবছেন। পাশাপাশি এই সুযোগে প্রাজক্তার ইনস্টা প্রোফাইলও স্ক্রল করছেন অনেকে।
২ দিন আগেপাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে বা সাপ ও মাকড়সার মতো প্রাণীর কাছাকাছি থাকলে ভয় পায় অনেকেই। তবে কিছু মানুষের জন্য, এই ভয়গুলোর প্রতি তাদের প্রতিক্রিয়া বা আতঙ্ক আসলে বিপদের তুলনায় অনেক বেশি হয়ে যায়। এমন ক্ষেত্রে, এই ব্যক্তিদের ফোবিয়া বা অহেতুক ভয় দেখা যেতে পারে।
২ দিন আগে