Ajker Patrika

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরীক্ষায় উত্তীর্ণ ২১ প্রার্থী

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চারটি পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রোববার (১ জুন) মন্ত্রণালয়ের উপসচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চারটি পদ হলো সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩), কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) ও অফিস সহায়ক (গ্রেড-২০)।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর মন্ত্রণালয়ের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের সব সনদ যাচাইপূর্বক প্রজাতন্ত্রের চাকরিতে উপযুক্ত বিবেচিত হলে তাঁকে বা তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের প্রদত্ত কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তাঁর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নির্বাচিত প্রার্থীদের মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোডপূর্বক তা পূরণ করে ১৯ জুন বিকেল ৪টার মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় প্রদর্শনপূর্বক জমা প্রদান করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

ফুটবলে নব্বইয়ের দশকের উন্মাদনা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি: আসিফ মাহমুদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ