Ajker Patrika

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৌখিক পরীক্ষা শুরু ১১ আগস্ট

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘নক্সাকার’ ও ‘এস্টিমেটর’ পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হবে। দুই পদে মোট ১০৪ প্রার্থী অংশ নেবেন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নক্সাকার পদের মৌখিক পরীক্ষা ১১ আগস্ট আর এস্টিমেটর পদের পরীক্ষা ১৮ আগস্ট সকাল ১০টা থেকে আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি ভবনে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার বোর্ডে শিক্ষাগত যোগ্যতার সব মূল/সাময়িক সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদপত্রসহ প্রয়োজনীয় সব সনদ এবং চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে। উল্লিখিত সনদ/কাগজপত্রের মূল কপি ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

‘নক্সাকার’ ও ‘এস্টিমেটর’ উভয় পদে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন পছন্দক্রম ফরম পূরণপূর্বক মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। একজন প্রার্থী উভয় পদে যোগ্য হলে তাঁকে উভয় পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে পছন্দক্রমের ফরম একটিই দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনোভাবেই একাধিক পছন্দক্রম ফরম জমা দেওয়া যাবে না। একাধিক পছন্দক্রমের ফরম জমা দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো সময় প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত