Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -৪০

গাজী মিজানুর রহমান
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -৪০

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকায় সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। 
আজ ইংরেজি বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১. ১৫ জনের কোনো কাজের এক-তৃতীয়াংশ করতে ২০ দিন সময় লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? 
    ক) ৪৫ খ) ২০ গ) ১৫ ঘ) ৩০

২. ৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? 
    ক) ৩ দিন    খ) ১২ দিন
    গ) ৪ দিন    ঘ) ৬ দিন

৩. অপু, দীপু ও নিপু একটি কাজ যথাক্রমে ৬, ১০ ও ১৫ দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কত দিনে করতে পারবে? 
    ক) ৩ দিন    খ) ১২ দিন
    গ) ৯ দিন    ঘ) ৬ দিন

৪. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? 
    ক) ৩৫ খ) ২৫ গ) ২৮ ঘ) ৩২

৫. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘণ্টায় করতে পারে। প্রথম দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় একত্রে কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে? 
    ক) ১১/৩০     খ) ৯/২০ 
    গ) ৩/৫     ঘ) ১১/১৫

৬. একজন বাঁধাইকারক এক দিনে ১২০টি বই এবং তার সহকর্মী এক দিনে ১/৪ অংশ বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে     তবে ৭৫০টি বই বাঁধাই করতে তাদের কত দিন লাগবে? 
    ক) ৬ দিন    খ) ৮ দিন
    গ) ১০ দিন    ঘ) ১২ দিন

৭. যদি ২ জন টাইপিস্ট ২ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করতে পারে তবে কতজন টাইপিস্ট ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে পারবেন? 
    ক) ৩ খ) ৬ গ) ৯ ঘ) ১৮

৮.৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে? 
    ক) ৮১ দিন    খ) ৯ দিন
    গ) ২৪৩ দিন    ঘ) ২৭ দিন

৯. ক যে কাজ ১২ দিনে করে খ সে কাজ ১৮ দিনে করে। ক কাজটির ২/৩ অংশ করার পর খ বাকি অংশ একা সম্পূর্ণ করল। কাজটি মোট কত দিনে শেষ হলো? 
    ক) ১৬ দিন    খ) ১৩ দিন
    গ) ১৫ দিন    ঘ) ১৪ দিন

১০. একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? 
    ক) ৩৩ খ) ২৭ গ) ৪৮ ঘ) কোনটিই নয়

১১. কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ওই বাড়িতে ২ জন মেহমান এলে ওই খাবারে তাদের কত দিন চলবে? 
    ক) ২৪ খ) ২৫ গ) ২০ ঘ) ২২

 ১২. একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুত আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও ৩০ দিন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? 
    ক) ২০০     খ) ১৫০ 
    গ) ২১০     ঘ) ১২৫

 ১৩. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘণ্টা পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে? 
    ক) ৪ ঘণ্টা    খ) ৫ ঘণ্টা
    গ) ৩ ঘণ্টা    ঘ) ২ ঘণ্টা

১৪. একটি নল খালি চৌবাচ্চাকে ১৮ মিনিটে পূর্ণ করে ও অপর একটি নল ১২ মিনিটে খালি করে। অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে? 
    ক) ৪৮ মিনিট    খ) ৩৬ মিনিট
    গ) ২৪ মিনিট    ঘ) ১৮ মিনিট

১৫. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
    ক) ৫ ঘণ্টা    খ) ৬ ঘণ্টা
    গ) ৮ ঘণ্টা    ঘ) ১০ ঘণ্টা

১৬. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কিমি। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কিমি পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে? 
    ক) ১৩ ঘণ্টা    খ) ১১ ঘণ্টা
    গ) ৪ ঘণ্টা    ঘ) ৩ ঘণ্টা

১৭. একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কিমি ও স্রোতের অনুকূলে ১৮ কিমি যায় ৩ ঘণ্টায়। নৌকার গতিবেগ ঘণ্টায় কত কিমি? 
    ক) ১.৫ খ) ৩ গ) ৬     ঘ) ৪.৫

১৮. একজন মাঝি স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় ৩ মাইল যায় এবং ৩ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় বেগ কত? 
    ক) ১.৫ খ) ১.৩ গ) ১.৪ ঘ) ১.৭

 ১৯. দাঁড় বেয়ে এক ব্যক্তি স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১০ কিমি এবং স্রোতের প্রতিকূলে ঘণ্টায় যায় ৫ কিমি। স্থির পানিতে নৌকার গতিবেগ-
    ক) ২.৫ কিমি/ঘণ্টা
    খ) ৫ কিমি/ঘণ্টা
    গ) ৭.৫ কিমি/ঘণ্টা
    ঘ) ১৫ কিমি/ঘণ্টা

২০. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কিমি বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘণ্টায় ৬ কিমি বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এল। যাতায়াতে তার গড় গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার? 
    ক) ৭.৫    খ) ৫.৫ 
    গ) ৬.৫    ঘ) ৮.৫

উত্তরমালা-৪০: ১. ক ২. ঘ ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. ক

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত