Ajker Patrika

৪৫তম বিসিএস লিখিত: কৃষি বিষয়ের প্রস্তুতি

আনিসুল ইসলাম নাঈম
৪৫তম বিসিএস লিখিত: কৃষি বিষয়ের প্রস্তুতি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হবে। কৃষি বিষয়ে পড়া শিক্ষার্থীদের টেকনিক্যাল কৃষি ক্যাডারের পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ভালো প্রস্তুতির জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএস কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শেখ নাইমুর রশিদ লিখন। 

কৃষি বিষয়ে পড়া শিক্ষার্থীরা টেকনিক্যাল কৃষি ক্যাডারের জন্য কৃষি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এতে ১৬টি অধ্যায় থেকে ১৫ সেট প্রশ্ন হয়ে থাকে ১৫ নম্বর প্রশ্নসহ (টীকা) যেকোনো ১০টি প্রশ্নের উত্তর করতে হয়। বাংলা ও ইংরেজি যেকোনো ভাষায় উত্তর করা যায়। এ বিষয়ের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো—

কৃষি প্রথম পত্র 
■  প্রথম অধ্যায় (মাঠ ফসল উৎপাদন): ধান, গম, পাট, আখ উৎপাদন প্রক্রিয়া ও ফসলের বৈশিষ্ট্য, চা প্রক্রিয়াজাতকরণ, তৈলজাতীয় ও ডালজাতীয় ফসল উৎপাদনের সমস্যা ও উৎপাদন বৃদ্ধিতে করণীয়, পাট চাষ বৃদ্ধিতে সরকারের উদ্যোগ, ৫টি করে লবণাক্ত-বন্যা-খরাসহনশীল ধানের জাত ও জিঙ্কসমৃদ্ধ ধানের জাতের নাম, বাংলাদেশের ক্রপিং সিজন ও কয়েকটি ফসলের উদাহরণ।

দ্বিতীয় অধ্যায় (উদ্যান ফসল উৎপাদন): কলা, আলু, আম, পেঁয়াজ, রসুন উৎপাদন প্রক্রিয়া, টমেটো চাষের সমস্যা ও সমাধান, উদ্যান ফসলের পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট (টমেটো, আলু), আনারস ও কাঁঠাল মধুপুরে, লিচু দিনাজপুরে, আম রাজশাহীতে, চা সিলেটে, পেয়ারা স্বরূপকাঠিতে, আলু পঞ্চগড়ে, ফুল যশোরে—কেন ভালো হয়? (ওই অঞ্চলের অ্যাগ্রোক্লাইমেটিক কন্ডিশন বর্ণনা)।

তৃতীয় অধ্যায় (সেচ ও নিষ্কাশন): নিষ্কাশন ও সেচের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও মূলনীতি, সেচের পদ্ধতি, সেচ পানির উৎস, সেচের পানির ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, নিরাপদ সেচ পানির বৈশিষ্ট্য, লস অব ওয়াটার ফ্রম সয়েল, ভূগর্ভের পানি কমে যাওয়ার কারণ, ফলাফল ও সমাধান।

চতুর্থ অধ্যায় (ফসলের পুষ্টি ও সার ব্যবস্থাপনা): জৈব সারের গুরুত্ব, জৈব সার কমে যাওয়ার কারণ, ফলাফল ও সমাধান, ৫টি গ্রিন ম্যানুরিং শস্যের বৈজ্ঞানিক নাম, প্রচলিত সারগুলোর নাম, রাসায়নিক সংকেত ও মিনারেলের পরিমাণ, জিঙ্ক-বোরন-পটাশিয়াম-ক্যালসিয়াম-আয়রন-ফসফরাসের কাজ ও ঘাটতির ফলাফল, ৫টি জৈব সার ও জীবাণু সারের নাম।

পঞ্চম অধ্যায় (ফসলের রোগবালাই) ও ষষ্ঠ অধ্যায় (কীটনাশক): বায়ো-ফার্টিলাইজার, বায়ো-কন্ট্রোল এজেন্ট, ধান-পাট-আখ-আম-আলু-টমেটো-পেঁপে-কাঁঠালের গুরুত্বপূর্ণ কীটপতঙ্গ-রোগবালাইগুলো (জীবাণুর বৈজ্ঞানিক নাম, আক্রমণের ধরন, কন্ট্রোল), ৫টি পরিবেশবান্ধব কীটপতঙ্গ নিয়ন্ত্রণ টেকনিক, বায়ো-বালাইনাশকের উপকারিতা, বালাইনাশকের নাম-প্রকারভেদ-পরিবেশ ও মানুষের ওপর প্রভাব-মোড অব অ্যাকশন, অর্গানোক্লোরিনেটেড বালাইনাশক নিষিদ্ধ হওয়ার কারণ, IPM সংজ্ঞা-উপকারিতা-সীমাবদ্ধতা।

সপ্তম অধ্যায় (কৃষি সম্প্রসারণ): সম্প্রসারণ প্রোগ্রাম পরিকল্পনার ধাপগুলো, NAEP-এর মূলনীতি, টেকনোলজি ট্রান্সফার প্রসেস, ফিল্ড ট্রায়াল ও স্টেশন ট্রায়াল, কৃষিতে নারী-তরুণদের ভূমিকা।

কৃষি দ্বিতীয় পত্র 
প্রথম অধ্যায় (প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস): প্ল্যান্ট জেনেটিক রিসোর্সের প্রকারভেদ-সংরক্ষণ-ব্যবস্থাপনা-অ্যাকটিভিটি, জীববৈচিত্র্যের প্রকারভেদ ও গুরুত্ব, জিন ব্যাংক, ইনসিটু-এক্সসিটু সংরক্ষণ।

দ্বিতীয় অধ্যায় (ফসল উন্নয়ন): হাইব্রিড ভ্যারাইটি তৈরির উপায়, নতুন জাত উদ্ভাবন প্রক্রিয়া, মিউটেশন ব্রিডিং, SCA/NSB দ্বারা বীজ প্রত্যয়ন ও রিলিজ প্রক্রিয়া, ব্রিডিং অ্যাকটিভিটিস।

তৃতীয় অধ্যায় (জৈবপ্রযুক্তি): বায়োসেফটি, টিস্যুকালচার, বিটি বেগুন উদ্ভাবন প্রক্রিয়া, এথিকাল ইস্যুস (GMO), মাইক্রোপ্রোপাগেশন, প্লাসমিড ও জিন স্থানান্তর প্রক্রিয়া।

চতুর্থ অধ্যায় (প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর-PGR): PGR সংজ্ঞা ও প্রকারভেদ, ৫টি রাইপেনিং কেমিক্যাল ও তাদের ইফেক্ট, কালটারের ব্যবহার ও অপকারিতা, ম্যাচুয়েশন ও রাইপেনিংয়ের সময় ফলের পরিবর্তন, ক্লাইম্যাকটেরিক ফল, নন-ক্লাইম্যাকটেরিক ফল, ইথিলিনের কাজ।

পঞ্চম অধ্যায় (বীজবিজ্ঞান): বীজের সংজ্ঞা, বীজ উৎপাদনের মূলনীতি, বীজের বিশুদ্ধতা নির্ণয় পরীক্ষা, বীজ অঙ্কুরোদগমের প্রক্রিয়া ও ফ্যাক্টর।

ষষ্ঠ অধ্যায় (আগাছা ব্যবস্থাপনা): সমন্বিত আগাছা দমন, ধান, পাট, গম, আখখেতের কয়েকটি আগাছার বৈজ্ঞানিক নাম, কয়েকটি আগাছানাশকের নাম।

সপ্তম অধ্যায় (পরিবেশবিজ্ঞান): পরিবেশদূষণের কারণ ও প্রতিকার (মাটি, পানি, বায়ু), গ্রিনহাউস ইফেক্ট ও কৃষি, কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততা দূরীকরণের উপায়, টেকসই কৃষি।

অষ্টম অধ্যায় (কৃষি বনায়ন): সল্টের ধাপগুলো, কৃষি বনায়নের ভূমিকা, প্রকারভেদ ও উপকারিতা, কৃষিজমি কমে যাওয়ার কারণ, বরেন্দ্র বা পাহাড়ি এলাকার কৃষির সমস্যা ও সমাধান।

নবম অধ্যায় (অর্থকরী ফসল): ১০টি অর্থকরী ফসল ও ১০টি মেডিসিনাল প্ল্যান্টের বৈজ্ঞানিক নাম,৫টি নারকোটিক উদ্ভিদ, তৈল উদ্ভিদ ও পানীয় উৎপাদনকারী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, চা ও রাবার প্রসেসিং। 

গুরুত্বপূর্ণ টীকা
রসুন উৎপাদন (জিরো টিলেজ), ভাসমান সবজি উৎপাদন, বিকল্প ওয়েটিং ও ড্রাইং পদ্ধতি, পার্সিং পদ্ধতিতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, আইপিএম বা আইসিএম, ট্রু পটেটো সিড, সল্ট বা জুমচাষ, ETL/EIL/MRL/LD-50, জিএমও বা বিটিবেগুন, ডিএই/বিএআরসি/ এনএআরএস, পিজিআর/ ফাইটোহরমোন, জেনেটিক ইরোশন/জিনপুল, ক্রপ রোটেশন/ ক্রপিং ইনটেনসিটি/ক্রপিং প্যাটার্ন/ ক্রপ ডাইভারসিফিকেশন/ক্রপ ফোরকাস্টিং, এলিলোপ্যাথি, শস্য-আগাছা প্রতিযোগিতা, খাদ্যনিরাপত্তা ও নিরাপদ খাদ্য, SCA/NSB, কোয়ালিটি সিড, ব্যালান্সড ফার্টিলাইজার/বায়ো-ফার্টিলাইজার, ক্রপ রেটুনিং, পাটের রিবন রেটিং, মাশরুম চাষ, এইজেড, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও কৃষি, তামাক ও চায়ের কিউরিং, গ্রাউন্ড নাটের পেগিং, কলিফ্লাওয়ারের বাটনিং, রাবার তৈরি, হাইব্রিডাইজেশন, ফিল্ড ট্রায়াল, ডেমোনেসট্রেশন প্লট, বায়োগ্যাস ও বায়োফুয়েল, হাইড্রোপনিক্স, প্রাইমিং, বরেন্দ্র ভূমি, কৃষি যান্ত্রিকীকরণ, রেইন ফরেস্ট/ডেসিডিয়াস ফরেস্ট, সাপ্লিমেন্টারি সেচ, ক্রপ জোনিং, ভূমিহীন কৃষক, টিস্যুকালচার, জৈবপ্রযুক্তি। 

গুরুত্বপূর্ণ পার্থক্য
ব্ল্যাক টি-গ্রিন টি, সি৩-সি ৪ উদ্ভিদ, সিড ভায়াবিলিটি-সিড ভিগর, ক্রপ রোটেশন-ক্রপিং প্যাটার্ন, আলুর ব্ল্যাক হার্ট-হলো হার্ট, অ্যালে ক্রপিং-ইন্টার ক্রপিং, ব্রিডার বীজ-ভিত্তি বীজ-প্রত্যয়ন বীজ, অর্গানিক কৃষি-প্রচলিত কৃষি, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট-লিফ স্ট্রিক, হাইব্রিড-আধুনিক জাত, বায়োলজিক্যাল ফলন-অর্থনৈতিক ফলন, খাদ্যনিরাপত্তা -নিরাপদ খাদ্য, ব্যাক ক্রস-টেস্ট ক্রস, ভার্মি কম্পোস্ট-ট্রাইকো কম্পোস্ট, বায়োডাইভার্সিটি-জেনেটিক ডাইভার্সিটি, ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি-হর্টিকালচারাল ম্যাচুরিটি, জৈব সার-অজৈব সার, পিজিআর-ফাইটোহরমোন, রিকালসিট্রান্ট সিড-অর্থোডক্স সিড। 

গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন 
■  কৃষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখুন। 
■  কৃষি উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকারের সাফল্য ও গৃহীত পদক্ষেপ বর্ণনা করুন। 
■  স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনতা-পরবর্তী কৃষি উন্নয়নের ধারাবাহিকতা আলোচনা করুন। 
■  বঙ্গবন্ধু ধান-১০০/ব্রি ধান-১০৫ (ডায়াবেটিস ধান), ব্রি ধান-১০৬/পঞ্চব্রীহি ধানের বৈশিষ্ট্য বর্ণনা করুন। 
■  স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষিতে কী কী পরিবর্তন আনতে হবে? ই-কৃষি নিয়ে বিস্তারিত লিখুন। 
■  SDG/ডেলটাপ্ল্যান-২১০০-এর কৃষির সঙ্গে সম্পর্কিত গোলগুলো লিখুন ও বাংলাদেশের অগ্রগতি বর্ণনা করুন। 
■  সাম্প্রতিক সময়ে কৃষি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণ কী ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে করণীয় কী? 

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঢাকা জেলা পরিষদে চাকরির সুযোগ, আবেদন ফি ৫০ টাকা

চাকরি ডেস্ক 
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৬: ০৫
ঢাকা জেলা পরিষদে চাকরির সুযোগ, আবেদন ফি ৫০ টাকা

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২ ধরনের শূন্য পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৩ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: বার্তাবাহক।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা।

পদের নাম: প্রহরী।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।

আবেদন ফি: সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ঢাকা’ এর অনুকূলে ৫০ টাকার পে–অর্ডার/ব্যাংক ড্রাফট পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে। পে–অর্ডার/ব্যাংক ড্রাফটের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ঢাকা’ বরাবর আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র ও নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৫ কর্মী নেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন শেষ ২১ নভেম্বর

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে শোরুম ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২২ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: শোরুম ম্যানেজার।

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ডাইরেক্ট সেলিং/মার্কেটিং সার্ভিস কোম্পানি, ইলেকট্রনিক সরঞ্জাম/হোম অ্যাপ্লায়েন্সে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩–৫ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ।

বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: ২০,০০০-৪০,০০০ টাকা (মাসিক)।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ জনের প্রার্থিতা বাতিল

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। ২১ অক্টোবর অধিদপ্তরের উপপরিচালক আফিফ আল মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরটিতে ২৫ ধরনের শূন্য পদে ১ হাজার ৭৯১ জনকে নিয়োগের লক্ষ্যে ২০২৩ সালের ৩১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২০২৫ সালের ৯ মার্চ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে আবেদনকারীদের তথ্য যাচাইকালে পরিলক্ষিত হয় যে, একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন।

অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা বা ব্যক্তিগত বা অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন বা বিকৃতি করে একই পদে একের অধিক আবেদন করেছেন।

এতে আরও বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৮-এর ‘ঙ’ শর্ত (কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে) অনুযায়ী চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে ৪ লাখ ৭৮ হাজার ৫৬১টি আবেদনের মধ্যে ১৪২টি আবেদন বাতিল করা হয়েছে।

বাতিল করা আবেদনের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৬৭ গাড়িচালক নেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১ ধরনের শূন্য পদে মোট ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ১২ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৪ অক্টোবর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম: গাড়িচালক।

পদসংখ্যা: ৬৭টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: গ্রেড-১৬-এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড-১৫-এর ক্ষেত্রে ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: ১৮-৩২ বছর।

আবেদন ফি: ১০০ টাকা।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা

কাগজপত্রাদির ১ সেট ফটোকপি সত্যায়িত এবং মূল কপি ব্যবহারিক/ মৌখিক/স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। এগুলো হলো: অনলাইনে পূরণ করা আবেদনপত্র; ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। শিক্ষাগত যোগ্যতা-সম্পর্কিত সব প্রকার মূল ও সাময়িক সনদপত্র; সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের কাউন্সিলর প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র; প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল/ সত্যায়িত সনদপত্র; জাতীয় পরিচয়পত্র /স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত গাড়িচালনার অভিজ্ঞতার সনদপত্র।

বেতন: গ্রেড-১৫/১৬তম।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ৩ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত