Ajker Patrika

৪৭তম বিসিএস: শেষ মুহূর্তের প্রস্তুতি ও পরীক্ষার হলে করণীয়

সাইফুল ইসলাম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ২০
৪৭তম বিসিএস: শেষ মুহূর্তের প্রস্তুতি ও পরীক্ষার হলে করণীয়

১৯ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সফলতার জন্য শেষ মুহূর্তের কিছু সঠিক প্রস্তুতি ও কৌশল আপনাকে এগিয়ে রাখতে পারে। পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডার সাইফুল ইসলাম

শেষ মুহূর্তের প্রস্তুতি

১. সব বিষয় জানতে হবে, এমন মানসিকতা পরিহার করুন।

২. নতুন কোনো টপিক শুরু করার দরকার নেই; বরং আগে পড়া বিষয়গুলোই রিভিশন দিন।

৩. শেষ সময়ে এসে যাঁদের মনে হচ্ছে, কিছুই মনে নেই, তাঁরা সিলেবাস থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক বেছে নিয়ে রিভিশন করুন।

৪. আত্মবিশ্বাস ধরে রাখুন। মনে করুন, আপনার প্রস্তুতিই পাস করার জন্য যথেষ্ট।

৫. নতুন কিছু পড়তে গিয়ে অপ্রয়োজনীয় চাপ নেবেন না।

৬. সাম্প্রতিক বিষয় নিয়ে অযথা চিন্তা করবেন না। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য সাম্প্রতিক বিষয় নিয়ে ইউটিউবে কিছু ভিডিও টিউটরিয়াল পাবেন। সেখানে ৩০-৪০ মিনিট সময় দিন। এতে আপনার প্রস্তুতি হয়ে যাবে।

৭. মডেল টেস্ট নিয়ে হতাশ বা অতিরিক্ত আশাবাদী হওয়ার কিছু নেই। এগুলো শুধুই অনুশীলন।

৮. পূর্ববর্তী বিসিএস ও চাকরির প্রশ্নব্যাংক থেকে ব্যাখ্যাসহ রিভিশন করুন। এতে আত্মবিশ্বাস বাড়বে এবং অনেক প্রশ্ন কমনও পাবেন।

৯. ‘কিছুই মনে নেই’ অনুভূতিটি স্বাভাবিক। তাই এ নিয়ে দুশ্চিন্তা না করে ঠান্ডা মাথায় পড়াশোনা চালিয়ে যান।

১০. প্রতিদিন গণিত ও মানসিক দক্ষতার অনুশীলনে কিছু সময় দিন।

১১. পরীক্ষার আগের দিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম

পরীক্ষার হলে করণীয় ও বর্জনীয়

১. ওএমআর শিটের তথ্য সতর্কতার সঙ্গে পূরণ করুন।

২. উত্তরপত্রের বৃত্ত ভরাট করার আগে প্রতিটি অপশন ভালোভাবে পড়ুন।

৩. সব প্রশ্নের উত্তর দিতে হবে—এমন চাপ নেবেন না। যা পারেন, সেটাই উত্তর দিন।

  • ক খ
  • গ ঘ নাকি
  • ক গ
  • খ ঘ

৪. প্রশ্ন কঠিন হলে মাথা ঠান্ডা রাখুন।

৫. ৫ থেকে ১০ মিনিট সময় রিজার্ভ রেখে বাকিটা কাজে লাগান। প্রথমে সহজ প্রশ্ন শেষ করুন, পরে কঠিনগুলোতে ফিরুন।

৬. প্রশ্ন বোঝাও পরীক্ষার অংশ, তাই ধৈর্য ধরে পড়ুন।

৭. বিতর্কিত প্রশ্ন এড়িয়ে চলা ভালো।

৮. ১৭০-১৮০টি প্রশ্নের উত্তর দিতেই হবে, এমন চিন্তা বাদ দিন। কারণ, এতে পরীক্ষার হলে আপনার মানসিক চাপ তৈরি হবে। মানসম্মত উত্তর দেওয়ার দিকেই লক্ষ রাখুন।

৯. গণিত ও মানসিক দক্ষতার জন্য আলাদা সময় রাখুন। বাকি অংশ (বাংলা/ইংরেজি/সাধারণ জ্ঞান) দিয়ে শুরু করতে পারেন। তবে উত্তর দেওয়ার সময় প্রশ্নের সিরিয়াল ঠিক রাখুন।

১০. টানা কয়েকটি প্রশ্ন না পারলেও আতঙ্কিত না হয়ে পরের প্রশ্নে যান।

১১. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশে বাড়তি সতর্ক থাকুন। এখানেই অনেকের নেগেটিভ মার্কিং হয়।

১২. প্রশ্নপত্রেই রাফ কাজ করতে পারবেন।

১৩. মনে রাখবেন, কিছু সংখ্যক প্রার্থী যথাযথ প্রস্তুতি নিয়ে আসেন। কিন্তু অনেকে ফেল করেন মূলত দুই কারণে:

  • মাথা ঠান্ডা রাখতে না পারা
  • সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা

ধৈর্য, আত্মবিশ্বাস ও নিয়মিত অনুশীলনই সফলতার মূল চাবিকাঠি। সবার জন্য রইল শুভকামনা।

গ্রন্থনা: এম এম মুজাহিদ উদ্দীন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ জনের প্রার্থিতা বাতিল

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। ২১ অক্টোবর অধিদপ্তরের উপপরিচালক আফিফ আল মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরটিতে ২৫ ধরনের শূন্য পদে ১ হাজার ৭৯১ জনকে নিয়োগের লক্ষ্যে ২০২৩ সালের ৩১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২০২৫ সালের ৯ মার্চ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে আবেদনকারীদের তথ্য যাচাইকালে পরিলক্ষিত হয় যে, একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন।

অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা বা ব্যক্তিগত বা অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন বা বিকৃতি করে একই পদে একের অধিক আবেদন করেছেন।

এতে আরও বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৮-এর ‘ঙ’ শর্ত (কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে) অনুযায়ী চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে ৪ লাখ ৭৮ হাজার ৫৬১টি আবেদনের মধ্যে ১৪২টি আবেদন বাতিল করা হয়েছে।

বাতিল করা আবেদনের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৬৭ গাড়িচালক নেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১ ধরনের শূন্য পদে মোট ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ১২ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৪ অক্টোবর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম: গাড়িচালক।

পদসংখ্যা: ৬৭টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: গ্রেড-১৬-এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড-১৫-এর ক্ষেত্রে ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: ১৮-৩২ বছর।

আবেদন ফি: ১০০ টাকা।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা

কাগজপত্রাদির ১ সেট ফটোকপি সত্যায়িত এবং মূল কপি ব্যবহারিক/ মৌখিক/স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। এগুলো হলো: অনলাইনে পূরণ করা আবেদনপত্র; ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। শিক্ষাগত যোগ্যতা-সম্পর্কিত সব প্রকার মূল ও সাময়িক সনদপত্র; সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের কাউন্সিলর প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র; প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল/ সত্যায়িত সনদপত্র; জাতীয় পরিচয়পত্র /স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত গাড়িচালনার অভিজ্ঞতার সনদপত্র।

বেতন: গ্রেড-১৫/১৬তম।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ৩ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঢামেকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১২৯৭৩

চাকরি ডেস্ক 
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৫: ১৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে।

বুধবার (২২ অক্টোবর) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে মোট ১২ হাজার ৯৭৩ জন প্রার্থী অংশ নেবেন।

পদগুলো হলো—কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার এবং ইলেকট্রিশিয়ান।

এসব পদের পরীক্ষা ৩১ অক্টোবর বেলা ৩টায় ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এরপর ৭ নভেম্বর সকাল ১০টায় একই কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট, ওয়ার্ড মাস্টার, ক্যাশিয়ার, টেলিফোন অপারেটর, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার, লিনেন কিপার, কার্পেন্টার, টেইলর এবং অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রাজস্ব খাতভুক্ত ২ ধরনের পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব (প্রশাসন) শোভা শাহনাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে উল্লেখযোগ্য কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিদ্যমান সব বিধিবিধান অনুসরণ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্তভাবে সুপারিশ করা প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে এবং তাঁদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে পাঠানো হবে। নিয়োগপত্র জারি এবং যোগদান-সংক্রান্ত তথ্যাদি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত