Ajker Patrika

৪৬তম বিসিএস প্রিলিমিনারি: নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনে ভালো করবেন যেভাবে

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮: ১১
৪৬তম বিসিএস প্রিলিমিনারি: নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনে ভালো করবেন যেভাবে

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন—এই অংশে ভালো নম্বর পেতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন ৪৩তম বিসিএসের প্রশাসন ক্যাডার (মেধাক্রম ২১) জাফর আহাম্মদ

বিসিএস প্রিলিমিনারিতে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন—এই অংশ থেকে ১০ নম্বর এসে থাকে। একটু দ্বিধাগ্রস্ত হওয়ায় অনেকের মধ্যে এই অংশ বাদ দেওয়ার প্রবণতা লক্ষণীয়। একটু কৌশলী হলেই সহজে ৬ থেকে ৭ নম্বর পাওয়া যায়, যা প্রিলিমিনারি পাসের জন্য অত্যন্ত সহায়ক।

বিগত প্রশ্ন ব্যাখ্যাসহ পড়ে ফেলা
৩৫ থেকে ৪৫তম পর্যন্ত বিসিএসে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন অংশ থেকে প্রায় ৯০টি প্রশ্ন ব্যাখ্যাসহ ভালো করে পড়লে ৩ থেকে ৪ নম্বর পাওয়া যাবে। তাই এই প্রশ্নগুলো ব্যাখ্যাসহ না পড়ে পরীক্ষার হলে যাওয়া একদমই ঠিক হবে না।

উপাদান সংখ্যা
WB, IMF, UNDP-সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদত্ত উপাদান সংখ্যা সুন্দরভাবে নোট করে পড়ে ফেলতে হবে। এ ক্ষেত্রে মনে রাখার জন্য বারবার রিভিশন দিতে হবে। উপাদান সংখ্যার সঙ্গে সালও মুখস্থ রাখতে পারলে এগিয়ে থাকা যাবে। যেমন UNDP ১৯৯৭ সালে সুশাসনের ৯টি উপাদানের কথা বলেছে।

বিভিন্ন সংজ্ঞা ও বই
যেকোনো লেখকের সংজ্ঞা ও বই প্রশ্নে উল্লেখ করে লেখকের নাম জানতে চাওয়া হয়। এ ধরনের প্রশ্ন টেকনিক করে শিখে নিতে হয়। পুরো সংজ্ঞা মুখস্থ না করে কয়েকটি কি-ওয়ার্ড লেখকের নামের সঙ্গে মিলিয়ে নিজের মতো টেকনিক তৈরি করে নিতে পারেন। আর বইগুলো ইংরেজি সাহিত্যের সঙ্গে মিল রেখে পড়তে পারেন। সুশাসনের বইতে যেগুলো আলাদা করে রয়েছে, সেগুলো থেকে গুরুত্বপূর্ণগুলো শিখে নেবেন। যেমন ‘সামাজিক মূল্যবোধ হলো একটি মানদণ্ড’—জনসন; এটি আমি মনে রাখতাম ‘মানদন-জনসন’ এভাবে।

উপাদান, বৈশিষ্ট্য ও প্রকারভেদ
সুশাসন, নৈতিকতা ও মূল্যবোধের বিভিন্ন উপাদান, বৈশিষ্ট্য এবং প্রকারভেদের পার্থক্য ভালো করে পড়ে নিতে হবে। বই থেকে আলাদা করে নিয়ে বারবার পড়লে দ্বিধা দূর হবে। যেমন প্রশ্ন আসে, প্রধান উপাদান কোনটি? এ জাতীয় প্রশ্নে বিভিন্ন গাইড বইতে বিভিন্ন উত্তর দেখে অনেকে দ্বিধায় পড়ে যান। এ ক্ষেত্রে বোর্ডের বইকে প্রাধান্য দেওয়া যেতে পারে।

সুশাসন, মূল্যবোধ, নৈতিকতা আলাদাকরণ
অপশনে যখন এই ৩টি দেওয়া থাকে, তখন আমরা সহজে দ্বিধায় পড়ে যাই। এ ক্ষেত্রে কনফিউশন এড়ানোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় অপশনে এই ৩টি প্রশ্ন আছে, এ রকম প্রশ্ন আলাদা করে নিয়ে বিশ্লেষণ করা যেতে পারে। প্রয়োজনে এই ধরনের প্রশ্ন একসঙ্গে নোট করে রাখতে পারেন। এরপর আলাদাভাবে এই অংশে সময় দিলে কনফিউশন দূর হয়ে যাবে।

যেকোনো একটি বই বারবার পড়া
একাধিক বই না নিয়ে সুশাসনের জন্য যেকোনো একটি বই বারবার রিভিশন দিতে পারেন। তাহলে কনফিউশন দূর হয়ে যাবে। এ ক্ষেত্রে সুশাসনের জন্য সুবিধাজনক একটি বই নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত কয়েকবার শেষ করতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য দাগিয়ে রাখতে পারেন। যে অংশে কনফিউশন থাকে, সে অংশ দাগিয়ে রাখতে পারেন। রিভিশনের সময় দাগানো অংশে জোর দেবেন। মনে রাখবেন, একই টপিক বারবার পড়লে কনফিউশন থাকে না। আর প্রিলিমিনারিতে ভালো করার জন্য নেগেটিভ মার্কিং কমানো এবং কনফিউশন দূর করা খুবই জরুরি। 

গুরুত্বপূর্ণ অংশ
সুশাসন ও নৈতিকতা অংশের সিলেবাসে দেখা যায় সুশাসন, মূল্যবোধের সংজ্ঞা, উপাদান, পরস্পরের মধ্যে সম্পর্ক, সমাজ ও জাতীয় উন্নয়নের প্রভাব, সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়নের উপায়, আইন, নৈতিকতা, সংস্কৃতি ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে সুশাসন ও মূল্যবোধ সিলেবাসের অধিকাংশ অংশ জুড়ে থাকলেও এগুলোর সংজ্ঞা, উপাদান, উৎস, প্রকারভেদ থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে। তাই এই অংশে জোর দিতে হবে। সমাজে ও জাতীয় উন্নয়নে প্রভাব, অনুপস্থিতিতে প্রভাব এসব কমনসেন্স থেকেও উত্তর করতে পারবেন। অন্যদিকে আইন, নৈতিকতা, সংস্কৃতি অংশটুকু ভালো করে পড়ে ২-৩ নম্বর পাওয়া সম্ভব হবে। সর্বোপরি বিগত প্রশ্ন ব্যাখ্যাসহ ভালো করে পড়লে সিলেবাস সহজে বুঝে যাবেন এবং প্রশ্ন কোন অধ্যায় থেকে আসে, ধরতে পারবেন।

যে বই পড়বেন
সুশাসন অংশটুকু বেসিক ভিউতে অনেক সুন্দর করে গোছানো রয়েছে। এ থেকে পড়তে পারেন। এ ছাড়া লাইভ এমসিকিউ অ্যাপসের সুশাসন অংশের টপিক আর্কাইভ বেশ সমৃদ্ধ। এই অ্যাপস থেকেও দেখতে পারেন। বোর্ড বই হিসেবে একাদশ-দ্বাদশ শ্রেণির মো. মোজাম্মেল হকের পৌরনীতি ও সুশাসন দেখতে পারেন। সর্বশেষ, ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত পড়াশোনা করে যেতে হবে। তাহলে কঠিন বিষয়টিও একসময় সহজ হয়ে যাবে। সবার জন্য শুভকামনা।

অনুলিখন: জেলি খাতুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঢামেকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১২৯৭৩

চাকরি ডেস্ক 
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৫: ১৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে।

বুধবার (২২ অক্টোবর) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে মোট ১২ হাজার ৯৭৩ জন প্রার্থী অংশ নেবেন।

পদগুলো হলো—কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার এবং ইলেকট্রিশিয়ান।

এসব পদের পরীক্ষা ৩১ অক্টোবর বেলা ৩টায় ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এরপর ৭ নভেম্বর সকাল ১০টায় একই কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট, ওয়ার্ড মাস্টার, ক্যাশিয়ার, টেলিফোন অপারেটর, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার, লিনেন কিপার, কার্পেন্টার, টেইলর এবং অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রাজস্ব খাতভুক্ত ২ ধরনের পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব (প্রশাসন) শোভা শাহনাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে উল্লেখযোগ্য কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিদ্যমান সব বিধিবিধান অনুসরণ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্তভাবে সুপারিশ করা প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে এবং তাঁদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে পাঠানো হবে। নিয়োগপত্র জারি এবং যোগদান-সংক্রান্ত তথ্যাদি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রজেক্টের আওতাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাব-প্রজেক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (প্রজেক্ট মেয়াদকালীন) ৪টি শূন্য পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদ: হিসাবরক্ষক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: অফিস ম্যানেজার, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: ডেটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: অফিস সহায়ক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ২০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র ‘সাব-প্রজেক্ট ম্যানেজার, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) ও অধ্যাপক, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ড. অলোকেশ কুমার ঘোষ’ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি, বেতন নবম গ্রেডে

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১টি শূন্য পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৯ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পদের নাম: সহকারী প্রোগ্রামার।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।

বয়সসীমা: ৩২ বছর।

আবেদন ফি: ২২৩ টাকা।

বেতন: ২২,০০০–৫৩, ০৬০ টাকা (গ্রেড-৯)।

আবেদন পদ্ধতি: আগ্রহী যোগ্য প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত