Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -১৮

গাজী মিজানুর রহমান
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১০: ৫৮
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -১৮

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকায় সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ বাংলা বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১. দ্যুলোক-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক. দিব্ + লোক
    খ. দিব + লোক
    গ. দিব + লুক
    ঘ. কোনোটিই নয়

২. শুভেচ্ছা-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক. শোভ+ ইচ্ছা    
    খ. শুভ + ঈচ্ছা
    গ. শুভ + ইচ্ছা    
    ঘ. শোব+ ইচ্ছা

৩. দোলনা-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক. দুল্ + না            খ. দুল্ + অনা
    গ. ক ও খ
    ঘ. কোনোটিই নয়

৪. গায়ক-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক. গৈ + অক
    খ. গৈ + ণক
    গ. গৈ + ক
    ঘ. কোনোটিই নয়

৫. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
    ক. শব্দতত্ত্ব             খ. ধ্বনিতত্ত্ব
    গ. রূপতত্ত্ব
    ঘ. কোনোটিই নয়

৬. নায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক. নৈ + অক            খ. নৈ + ণক
    গ. ণৈ + অক
    ঘ. কোনোটিই নয়

৭. সম্ + বিধান কোনটির সন্ধি বিচ্ছেদ?
    ক. সমবিধান    খ. সংবিধান
    গ. সংবাদ                   ঘ. কোনোটিই নয়

৮. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে কী বলে?
    ক. সন্ধি    খ. বর্ণ
    গ. সমাস    ঘ. প্রত্যয়

৯. বাংলা সন্ধি কয় প্রকার?
    ক. ২    খ. ৩
    গ. ৪    ঘ. ৫

১০. তৎসম সন্ধি কয় প্রকার?
    ক. ২    খ. ৩
    গ. ৪    ঘ. ৫

১১. মনোযোগের সন্ধি কোনটি?
    ক. মনঃ + যোগ
    খ. মোনঃ + যোগ
    গ. মন + যোগ    ঘ. কোনটিই নয়

১২. বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক. বৃষ্ + তি            খ. বৃষ + তি
    গ. বৃষ + টি            ঘ. বৃষ্  + তি

১৩. উল্লাসের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক. উৎ + লাস
    খ. উৎ + লাশ
    গ. কোনোটিই নয়

১৪. লবণের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক. লো+ অন
    খ. লো + অণ
    গ. লো + বন
    ঘ. কোনটি নয়

১৫. চলচ্চিত্রের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক. চলৎ + চিত্র
    খ. চলৎ + চিত
    গ. চলত + চিত্র
    ঘ. কোনোটিই নয়

১৬. প্রত্যূষ-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক. প্রতি + উস
    খ. প্রতি + উষ
    গ. প্রতি + ঊষ
    ঘ. কোনোটিই নয়

১৭. বনৌষধির সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক. বন + ওষদি
    খ. বন + ঔষধি
    গ. বন + ওষধি
    ঘ. কোনোটিই নয়

১৮. অহরহ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক. অহঃ + অহ
    খ. অহঃ + রহ
    গ. আহ + অহ
    ঘ. কোনোটিই নয়

১৯. শীতার্ত-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    ক.  শীত + ঋত
    খ. শিত + ঋত
    গ. শীত + রৃত
    ঘ. কোনোটিই নয়

২০. কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
    ক. দৈনিক            খ. অন্যান্য
    গ. বিদ্যালয়            ঘ. সংবাদ

উত্তরপত্র ১৮: ১. ক ২. গ ৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. ক ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ঘ।

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার।

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত