Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

আনিসুল ইসলাম নাঈম
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষা চলতি মাসের মাঝামাঝিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপদ্ধতি আগের চেয়ে পরিবর্তন হয়েছে। গতানুগতিক জব সলিউশন-ভিত্তিক প্রস্তুতি এখন চাকরি পাওয়ার জন্য যথেষ্ট নয়। নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি ও পরামর্শ নিয়ে বিস্তারিত জানিয়েছেন ৪১তম বিসিএসের শিক্ষা ক্যাডার মোহাম্মদ রিয়াজ উদ্দিন

বাংলা: বাংলা বিষয়টি সহজ ভেবে পূর্ণ প্রস্তুতি না নেওয়ার ভুল অনেকেই করে থাকেন। এ জন্য বাংলায় ভালো নম্বর পাওয়ার সুযোগ থাকলেও অনেকেই প্রত্যাশিত নম্বর পান না। কাজেই এ বিষয়ে অবহেলা করা উচিত নয়। সাধারণত বাংলা ব্যাকরণ থেকে ১৭-১৮টি এবং বাংলা সাহিত্য থেকে ২-৩টি প্রশ্ন থাকতে পারে। ব্যাকরণের জন্য শুদ্ধ-অশুদ্ধ বানান, কারক-বিভক্তি, সন্ধি, সমাস, প্রকৃতি-প্রত্যয়, বাগধারা, সমার্থক শব্দ ও বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ। সাহিত্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্‌দীন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও জহির রায়হান গুরুত্বপূর্ণ। এ ছাড়া কবি-সাহিত্যিকদের উপাধি, ছদ্মনাম, পত্রিকার সম্পাদক ও প্রকাশকাল ভালোভাবে পড়তে হবে।

ইংরেজি: ইংরেজিতে যাঁদের মৌলিক জ্ঞান ভালো, তাঁরা অন্যদের চেয়ে এগিয়ে থাকেন। প্রশ্ন শুধু এমসিকিউ-ভিত্তিক হলেও ইংরেজিতে আপনার সামগ্রিক দক্ষতা যাচাই করা হবে। ইংরেজিতে আপনার সমৃদ্ধশীল শব্দ ভান্ডার, বাক্য গঠন ক্ষমতা, যেকোনো ইংরেজি বাক্যের মর্মার্থ উদ্ধারের দক্ষতা, বাক্য সংশোধনের সামর্থ্য—এসব যোগ্যতা আপনাকে পরীক্ষার হলে আত্মবিশ্বাসী করে তুলবে। সাধারণত ইংরেজি গ্রামার থেকে ১৯-২০টি প্রশ্ন থাকে। আর ইংরেজি সাহিত্য থেকে কখনো ২ থেকে ১টি প্রশ্ন হয়ে থাকে, আবার কখনো কোনো প্রশ্নই আসে না। গ্রামার অংশের জন্য Parts of Speech, Subject-verb-Agreement, Sentence correction, Right forms of verbs, Spelling, Voice change, Appropriate preposition এবং Synonym, Antonym গুরুত্বপূর্ণ। সাহিত্য অংশের জন্য Shakespeare, G B Shaw, Ben Johnson,T S Elliot এবং John Milton পড়া জরুরি। 

গণিত: এমসিকিউ-ভিত্তিক পরীক্ষা হওয়ায় গণিতে দক্ষ আবেদনকারীরাই এগিয়ে যান। এ ক্ষেত্রে শর্টকাট টেকনিক জানাও খুব জরুরি। গণিতে ২০ নম্বরের মধ্যে অন্তত ১৭ থেকে ১৮ নম্বর না পেলে আপনি অনেক পিছিয়ে যাবেন। গণিতের ক্ষেত্রে জব সলিউশনের বিগত প্রশ্নগুলো নিয়মিত চর্চা করলে দক্ষতা অনেক বাড়বে। বিশেষ করে প্রাইমারি, নিবন্ধন ও বিসিএস প্রিলির বিগত সব ম্যাথ নিজে নিজে চর্চা করা অত্যাবশ্যক। সাধারণত পাটিগণিতে ১০ থেকে ১২ নম্বর, বীজগণিতে ৫ বা ৬ নম্বর এবং জ্যামিতির ৪ থেকে ৫ নম্বর থাকতে পারে। বীজগণিতের মান নির্ণয়, ধারা, সুদ-আসল, শতকরা, লাভ-ক্ষতি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া লসাগু-গসাগু, উৎপাদক, ভগ্নাংশ, অনুপাত ও গড় দেখে যেতে পারেন। জ্যামিতির জন্য কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র পড়তে হবে। 

সাধারণ জ্ঞান: বাংলাদেশ অংশ থেকে ১২ বা ১৩ নম্বর, আন্তর্জাতিক অংশ থেকে ৩ বা ৪ নম্বর এবং সাম্প্রতিক বিষয়াবলি থেকে ১ বা ২ নম্বরের প্রশ্ন পাবেন। সাধারণ জ্ঞানে ভালো করার জন্য প্রাচীন যুগ, মোগল আমল, ভাষা আন্দোলন, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং বীরশ্রেষ্ঠদের সম্পর্কে ভালো করে জানতে হবে। কৃষি, শিল্প-বাণিজ্য, খেলাধুলা, পুরস্কার, নদ-নদী ও গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কেও জানতে হবে। আন্তর্জাতিক অংশে ভালো করার জন্য জাতিসংঘ ও অন্যান্য সংস্থা, ভৌগোলিক উপনাম, প্রণালি, সীমারেখা, যুদ্ধ, চুক্তি, দিবস, প্রাচীন সভ্যতা এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ইউক্রেন, মিয়ানমার সম্পর্কে জানা জরুরি।

অন্যান্য: ভূগোল, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি থেকে ২ বা ৩ নম্বরের প্রশ্ন আসতে পারে। সে জন্য বিসিএসের বিগত প্রশ্নগুলো পড়তে হবে। সম্ভব হলে অন্যান্য জবের বিগত প্রশ্নগুলোও দেখে যাওয়া ভালো। প্রাথমিক, নিবন্ধন এবং বিসিএস প্রিলির বিগত বছরের বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞানের সব প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করা প্রয়োজন। ৩৫ থেকে ৪৫তম বিসিএসের বিগত প্রশ্নগুলো অবশ্যই ব্যাখ্যাসহ পড়তে হবে।

পরামর্শ
পরীক্ষার আগে নিয়মিত মডেল টেস্ট দেওয়ার গুরুত্ব অনেক। বাজারের ভালো একটি মডেল টেস্ট বই কিনে অন্তত ১৫টি মডেল টেস্ট দিন। তখন সময়ের দিকে খেয়াল রাখতে হবে, ৫০ মিনিটে পুরো উত্তর করার চেষ্টা করবেন। পরীক্ষা শেষে উত্তর মিলিয়ে দেখুন, আপনি প্রতি বিষয়ে ২০ নম্বরের মধ্যে কত নম্বর অর্জন করেন, কম নম্বর পাওয়া বিষয় অ্যানালাইসিস করুন এবং দুর্বল দিকগুলো শনাক্ত করুন। মডেল টেস্টে ৭০+ নম্বর পেলে আপনার প্রস্তুতি অনেক ভালো। 

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৫০ কর্মী নেবে মিনিস্টার হাই-টেক পার্ক, এসএসসি পাসে আবেদন

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটির ন্যাশনাল ওয়াইড বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৪ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার/সেলস অফিসার (ন্যাশনাল ওয়াইড)।

পদসংখ্যা: ৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

চাকরির ধরন: পূর্ণকালীন।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২০-২৮ বছরের মধ্যে হতে হবে।

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে।

বেতন: ১০,০০০-১৫,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিটিআরসির ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৩

চাকরি ডেস্ক 
বিটিআরসির ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৩

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিভিন্ন পদে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১০৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের পরিচালক (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো ব্যক্তিগত কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার ও ইলেকট্রিশিয়ান অ্যান্ড টেকনিশিয়ান।

৫ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ১১ থেকে ২০তম গ্রেডের ৯ ক্যাটাগরির পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ১০ ও ১১ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং বিটিআরসির ওয়েবসাইটে (www.btrc.gov.bd) প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সমর্থনে প্রয়োজনীয় সনদপত্র বা কাগজপত্রের মূল কপি বোর্ডের সামনে প্রদর্শন ও অতিরিক্ত একসেট সত্যায়িত ফটোকপি বোর্ডের কাছে জমা দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিজেএসসির ৪ পদের লিখিত পরীক্ষা ২০ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) ৪ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর এসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজেএসসির সচিব ও অধস্তন আদালতগুলোর শূন্য পদে সরাসরি নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি এ জি এম আল মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো সাঁটলিপিকার বা স্টেনোগ্রাফার, টাইপিস্ট বা কপিস্ট, গাড়িচালক ও নিরাপত্তাপ্রহরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত পদগুলোর লিখিত পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিউ বেইলি রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠিত হবে।

পদগুলোতে আবেদনকারী প্রার্থীরা রোববার (১৪ ডিসেম্বর) থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। আর যেসব আবেদনকারী আবেদন ফরমে মোবাইল নম্বর উল্লেখ করেননি, তাদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্লাজা ম্যানেজার নেবে যমুনা গ্রুপ, পদ ৩০টি

চাকরি ডেস্ক 
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১: ৪৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে প্লাজা ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৫ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্লাজা ম্যানেজার।

পদ সংখ্যা: ৩০টি।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে দক্ষতা (এমএস ওয়ার্ড, এক্সেল, পিওএস/ইআরপি সিস্টেম)।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন্

বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত