Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-৪৬

গাজী মিজানুর রহমান
আপডেট : ১৩ মে ২০২২, ১১: ৫৬
Thumbnail image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকায় সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ সাধারণ জ্ঞান বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো।

১। 'ইনকিলাব' শব্দের অর্থ কী?
    ক) অলংকার    খ) বিপ্লব
    গ) সম্প্রীতি    ঘ) রংধনু
২। 'গতাসু' শব্দের অর্থ কী?
    ক) পাখি    খ) মৃত
    গ) হাতি    ঘ) শকুন
৩। 'তাম্বুল' শব্দটির অর্থ কী?
    ক) পান    খ) চাল
    গ) বুদ্ধিমান    ঘ) তুলা
৪। কোন শব্দটি 'বায়ু' শব্দের প্রতিশব্দ নয়?
    ক) নীলাম্বু    খ) পবন
    গ) সমীরণ    ঘ) প্রভঞ্জন
৫। 'জল' শব্দের প্রতিশব্দ কোনটি?
    ক) উদক    খ) বাত
    গ) তপন    ঘ) হিমকর
৬। 'কড়ি' শব্দের বিপরীত শব্দ কী?
    ক) কমল    খ) সরল
    গ) কোমল    ঘ) জটিল
৭। 'ঐচ্ছিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
    ক) পারত্রিক    খ) অনৈচ্ছিক
    গ) আবশ্যিক    ঘ) ইচ্ছা
৮। 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ কী?
    ক) স্থাবর    খ) মঙ্গল
    গ) জঙ্গল    ঘ) সমতল
৯। 'প্রফুল্ল' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
    ক) প্রসন্ন    খ) ম্লান
    গ) বিষণ্ন    ঘ) সফলতা
১০। 'তিরস্কার' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
    ক) সাধু    খ) ভাস্কর
    গ) পুরস্কার    ঘ) তস্কর
১১। 'রাজ যোটক' বাগধারাটির অর্থ কী?
    ক) যে সহজে মরে না
    খ) ভাগ্যবান   গ) বড় পরিবার
    ঘ) উপযুক্ত মিলন
১২। 'শ্রীঘর' অর্থ কী?
    ক) শ্বশুরবাড়ি
    খ) প্রার্থনার ঘর
    গ) সুন্দর ঘর               ঘ) কারাগার
১৩। 'সাপের পাঁচ পা দেখা' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
    ক) অসম্ভবকে সম্ভব করা
    খ) ভাগ্যবান
    গ) ঘোর বিপদে পড়া
    ঘ) অহংকারী হওয়া
১৪। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
    ক) কচুবনের কালাচাঁদ
    খ) আকাশকুসুম
    গ) সোনার পাথরবাটি
    ঘ) কুমিরের সান্নিপাত
১৫। কোন বাগধারাটি ভিন্নার্থক?
    ক) কানকাটা    খ) চশমখোর
    গ) দুকান কাটা    ঘ) আটকপালে
১৬। অকালে পক্ব হয়েছে যা-
    ক) অকালপক্ব            খ) অকালপক্ক
    গ) অকালকুষ্মাণ্ড
    ঘ) অকালেপক্ক
১৭। যা ডাকা হয়নি-
    ক) অনাহত    খ) অনাহুত
    গ) অনুক্ত    ঘ) মৃণাল
১৮। "পৃথিবী" শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
    ক) অদিতি    খ) সুধাংশু
    গ) মেদিনী    ঘ) ব্রহ্মাণ্ড
১৯। কোনটি মেঘ শব্দের সমার্থক নয়?
    ক) ঘন    খ) অম্বুদ
    গ) সরিৎ    ঘ) পয়োধর
২০। চাঁদের সমার্থক নয় কোনটি?
    ক) সুধাকর    খ) কুমুদনাথ
    গ) নিশাকর    ঘ) অর্ক

উত্তরমালা: ১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. ক ৬. গ ৭. গ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. ঘ।

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত