Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -৩৭

গাজী মিজানুর রহমান
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১১: ০৫
Thumbnail image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকার  সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। 
আজ সাধারণ জ্ঞান বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১। আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদ কত বছর? 
    ক) ৫ বছর            খ) ৪ বছর    গ) ৬ বছর    ঘ) ৭ বছর

২। প্রথম বর্ণমালা উদ্ভাবন করে কোন প্রাচীন সভ্যতা?
    ক) মিসরীয়            খ) ক্যালেডীয়
    গ) ফিনিশীয়            ঘ) গ্রিক

৩। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? 
    ক) মিসরীয়
    খ) মেসোপটেমিয়
    গ) হিব্রু            ঘ) গ্রিক

৪। প্রথম কোথায় প্রাচীন নগররাষ্ট্র গড়ে ওঠে? 
    ক) মিসরে    খ) ইরাকে
    গ) ইতালিতে    ঘ) গ্রিসে

৫। আয়তনে ও জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? 
    ক) বাংলাদেশ             খ) মালদ্বীপ
    গ) নেপাল            ঘ) ভুটান

৬। এশিয়ার কোন দেশটিতে কখনো উপনিবেশ ছিল না? 
    ক) চীন            খ) মঙ্গোলিয়া 
    গ) ইন্দোনেশিয়া 
    ঘ) থাইল্যান্ড

৭) কত সালে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়? 
    ক) ১৯৪৮ সালের ১৪ মে
    খ) ১৯৪৭ সালের ১৪ মে
    গ) ১৯৪৯ সালের ১৭ মে
    ঘ) ১৯৪৬ সালের ১৭ মে

৮। হিরোশিমায় কোন পারমাণবিক বোমা ফেলা হয়? 
    ক) ফ্যাটম্যান            খ) কিউটবয়
    গ) লিটলবয়            ঘ) লিটনম্যান

৯। ‘এডাম পিক’ কোন দেশে অবস্থিত?
    ক) ভারত            খ) সৌদি আরব
    গ) শ্রীলঙ্কা            ঘ) মিস

১০। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? 
    ক) নিউইয়র্ক 
    খ) শিকাগো 
    গ) ওয়াশিংটন ডিসি
    ঘ) টোকিও

১১। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তর দেশ কোনটি? 
    ক) রাশিয়া    খ) চীন
    গ) ভারত            ঘ) যুক্তরাষ্ট্র

১২। বিশ্বের সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি? 
    ক) চিলি    খ) চীন
    গ) ব্রাজিল            ঘ) জার্মানি

১৩। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালি? 
    ক) পানামা খাল
    খ) বসফরাস প্রণালি
    গ) বেরিং প্রণালি

১৪। মধ্য আমেরিকার সভ্যতা কোনটি? 
    ক) মায়া সভ্যতা
    খ) মেসোপটেমীয় সভ্যতা
    গ) সুমেরীয় সভ্যতা
    ঘ) ক্যালোডীয় সভ্যতা

১৫। প্রথম লোহা আবিষ্কার হয় কোথায়? 
    ক) ইতালিতে
    খ) এশিয়ার মাইনরে
    গ) আমেরিকায়
    ঘ) সবগুলো

১৬। মহাকবি হোমার কোন দেশের অধিবাসী ছিলেন? 
    ক) গ্রিসের
    খ) বাংলাদেশের
    গ) চীনের
    ঘ) জাপানের

১৭। মাদার তেরেসার জন্ম কোথায়? 
    ক) আলবেনিয়া            খ) ফ্রান্স
    গ) আমেরিকা            ঘ) জাপান

১৮। ইরাক কুয়েত দখল করেছিল কখন? 
    ক) ১৯৯০ সালে
    খ) ১৯৯৯ সালে
    গ) ১৯৯৮ সালে
    ঘ) ১৯৮০ সালে

১৯। আফগানিস্তানের সরকারি ভাষার নাম কী? 
    ক) পশতু    খ) হিব্রু
    গ) আরবি    ঘ) উর্দু

২০। নেপালের রাজধানীর নাম কী? 
    ক) কাঠমান্ডু            খ) জেংখা
    গ) মালে            ঘ) নাইপেডো

উত্তরমালা: ১. খ ২. গ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. গ ১০. ক ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. ক।

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত