Ajker Patrika

পূবালী ব্যাংকের মৌখিক পরীক্ষা শুরু ২৩ জুন

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৩ জুন থেকে শুরু হবে এ পরীক্ষা। চলবে ৩০ জুন পর্যন্ত। এতে ৪০৬ জন প্রার্থী অংশ নেবেন। ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের রোল নম্বর উল্লেখ রয়েছে।

এতে বলা হয়, আগামী ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে। রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকের প্রধান অফিসের অডিটরিয়ামে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকের পক্ষ থেকে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে প্রার্থীর সব একাডেমিক সনদ ও মার্কশিটের ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

এ ছাড়া ব্যাংকে চাকরির অভিজ্ঞতার সনদপত্র, নিয়োগপত্র ও তার ফটোকপি, জাতীয়তা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপি, প্রার্থীর ৩ কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্টের রঙিন ছবিসহ প্রায়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...