Ajker Patrika

বিজেএস পরীক্ষার প্রস্তুতি: গণিত ও বিজ্ঞানে প্রচুর অনুশীলন দরকার

ইসরাত জাহান জ্যোতি
বিজেএস পরীক্ষার প্রস্তুতি: গণিত ও বিজ্ঞানে প্রচুর অনুশীলন দরকার

কুড়িগ্রামের মেয়ে ইসরাত জাহান জ্যোতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৪তম বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণ করেই তৃতীয় স্থান অধিকার করেছেন। ১৫তম বিজেএস পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য ইসরাত জাহান জ্যোতির অভিজ্ঞতার আলোকে থাকছে প্রস্তুতি পরামর্শ নিয়ে আলোচনা।

জুডিশিয়ারির সিলেবাস
এখানে প্রিলিতে ১০০টি প্রশ্ন থাকে। সাধারণত ৬০টি প্রশ্ন ল পার্ট থেকে আর বাকি ৪০টি জেনারেল অংশ থেকে আসে। ল-এর জন্য বেয়ার অ্যাক্ট এবং আইন পাঠ বা সহজ পাঠ যেকোনো একটা যথেষ্ট। আর জেনারেলের জন্য বিসিএস একটা ডাইজেস্ট সেটা হতে পারে প্রিসেপটর্স বা আ্যসিওরেন্স, যার যেটা ভালো লাগে। লিখিততে ওই একই পরামর্শ থাকবে। বেয়ার অ্যাক্টের সঙ্গে আমরা অনার্সে যে বইগুলো পড়তাম, সেগুলো পড়তে হবে জেনারেলের জন্য একসেট বিসিএসের বই। যদিও সিলেবাস পুরোটা মেলে না কিন্তু বাজারে শুধু বিজেএসের জন্য ভালো মানের স্বয়ংসম্পূর্ণ বই নেই। তাই এগুলোর ওপর নির্ভর করতে হয়। 

নতুনদের জন্য পরামর্শ
প্রথম কাজ হলো ওয়েবসাইট থেকে সিলেবাস নামিয়ে মনোযোগ দিয়ে পড়ে ফেলা। এর পরের কাজ হলো বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করা। এতে অনেকখানি ধারণা চলে আসে কী কী পড়তে হবে। এরপর নিজের মতো করে সবকিছু সাজিয়ে শুরু করতে হবে পড়াশোনা। 

জটিল বিষয়ে ভালো করার উপায়
এটা আসলে প্রত্যেক ব্যক্তির শক্তিমত্তা ও দুর্বলতার ওপর নির্ভর করে। নির্দিষ্টভাবে কোনো একটা বিষয়কে সহজ বা কঠিন বলা যায় না। তবে আমি দেখেছি জুডিশিয়ারির বেশির ভাগ প্রার্থী জেনারেল পার্ট নিয়ে বেশি চিন্তিত থাকেন; বিশেষ করে ম্যাথ আর বিজ্ঞান নিয়ে। এই দুর্বলতার একটাই সমাধান প্রচুর অনুশীলন। এ ছাড়া কোনো বিকল্প নেই।

পত্রিকা পড়ার অভ্যাস
নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে; বিশেষ করে সম্পাদকীয় ও আন্তর্জাতিক পাতা অংশটুকু। পত্রিকা পড়ার অভ্যাস থাকলে প্রিলিতে সাধারণ জ্ঞানে সুবিধা পাওয়া যায়। লিখিত পরীক্ষার সময়ও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে প্রস্তুতি নিতে বেগ পেতে হয় না।

জুডিশিয়ারিতে ভালো করতে হলে
যারা রানিং স্টুডেন্ট, তাদের বলব নবীনদের মধ্য থেকে নিয়োগ যেকোনো জবে সব সময়ই বেশি হয়। শিক্ষাজীবনের সময় নষ্ট না করে দিনে বাড়তি দুই-তিন ঘণ্টা পড়ে জুডিশিয়ারিতে ভালো করা সম্ভব। কারণ পরীক্ষায় যা আসে তা বেশির ভাগ চেনা। একাডেমিক লাইফে এগুলোই পড়া। শুধু একটু রিভাইস করে নিতে হবে। 

মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি যাচাই
পরীক্ষার আগে কিছু মডেল টেস্ট বের হয়। এর মধ্য থেকে যেকোনো একটা কিনে বাসায় বসে পরীক্ষা দেওয়া যেতে পারে। এতে বৃত্ত ভরাটের প্র্যাকটিসও যেমন হয়, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটাও আয়ত্তে চলে আসে। তবে এসব পরীক্ষায় কম পেলেও হা-হুতাশের কিছু নেই আবার বেশি পেলে উচ্ছ্বাসের কিছু নেই। অনেকে মডেল টেস্টে খারাপ করে হতাশ হয়ে পড়ে। হতাশ হওয়া যাবে না। এটার নম্বর দেখে আপনি আপনার দুর্বল পয়েন্ট বের করে সেটাতে ফোকাস করবেন।

পরীক্ষার হল-সম্পর্কিত পরামর্শ 
বেশি চাপ নেওয়া যাবে না। চিন্তামুক্ত হয়ে প্রস্তুতি নেওয়া এবং পরীক্ষা দেওয়াটা অনেক বেশি জরুরি। মনে রাখবেন রিজিক সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। তবে চেষ্টায় কোনো ত্রুটি রাখা যাবে না। আপনার পাওনা আপনি একদিন অবশ্যই পাবেন। পরীক্ষা দিয়ে এসে উত্তর মেলাতে যাবেন না। লিখিততে এ কাজটা কোনোভাবেই করা যাবে না। এতে পরের পরীক্ষায় ইমপ্যাক্ট পড়ে। এ সময় শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি। অনেকে টেনশনে খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। অসুস্থ হয়ে যায় শারীরিক ও মানসিকভাবে। এমনটা করা যাবে না। 

পরীক্ষার হলে করণীয়
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টাইম ম্যানেজমেন্ট। ঘড়ি কেন্দ্রে নিয়ে যাওয়া নিষিদ্ধ থাকে। আবার কপাল মন্দ হলে কেন্দ্রের ঘড়িও নষ্ট থাকে অনেক সময়। তাই টাইমের ব্যাপারে সচেতন হতে হবে। অনেক শিক্ষার্থী ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও শুধু টাইম ম্যানেজমেন্টের কারণে ঝরে পড়ে। নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেসব বিষয়ে কোনো ধারণাই নেই শুধু আন্দাজের ওপর ভিত্তি করে সেগুলো দাগানো উচিত নয়। এমন ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কাই বেশি থাকে। পরীক্ষার আগের রাতে ভালো ঘুম গুরুত্বপূর্ণ। বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। 

অনুলিখন: মোছা. জেলি খাতুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সহকারী জজ নিয়োগ পরীক্ষার আসনবিন্যাস ৩০ অক্টোবর

চাকরি ডেস্ক 
সহকারী জজ নিয়োগ পরীক্ষার আসনবিন্যাস ৩০ অক্টোবর

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৮ শ বিজেএস) বা সহকারী জজ পদে নিয়োগে প্রাথমিক পরীক্ষার (প্রিলিমিনারি) আসনবিন্যাস আগামী ৩০ অক্টোবর প্রকাশিত হবে। আগামী ১ নভেম্বর এ পরীক্ষা রাজধানীর একাধিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে ৬ হাজার ১২৩ জন প্রার্থী অংশ নেবেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের আসনবিন্যাস সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের নোটিশ বোর্ড ও কমিশনের ওয়েবসাইটে আগামী ৩০ অক্টোবর প্রদর্শন করা হবে। পরীক্ষার্থীরা ওই সময় আসনবিন্যাস অনুযায়ী নিজেদের কক্ষ নম্বর জেনে নিতে পারবেন।

প্রার্থীদের ১০টা ১৫ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। ১০টা ৫৫ মিনিটে পরীক্ষার্থীদের এমসিকিউ প্রশ্নপত্রসহ উত্তরপত্র সরবরাহ করা হবে। পরীক্ষার্থীরা নিয়মাবলি অনুযায়ী উত্তরপত্রের সংশ্লিষ্ট অংশ পূরণ করবেন। নিয়মাবলি সংশ্লিষ্ট পিডিএফ ফাইল ও ভিডিও ক্লিপ কমিশনের ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

১০টা ৫৫ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ১০টা ১০ মিনিটে প্রত্যেক পরীক্ষার্থী হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। তাঁরা নিজ নিজ টেবিলের ওপর প্রবেশপত্র খুলে রাখবেন। এ সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীদের হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। ১০টা ৫০ মিনিটে পরীক্ষা সমাপ্ত হওয়ার সতর্কীকরণ ঘণ্টা বাজবে।

সর্বশেষ দুপুর ১২টায় সমাপনী ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে পরীক্ষা শেষ হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শকেরা উত্তরপত্র গণনা করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থীরা নিজ নিজ আসন ও কক্ষ ত্যাগ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

দুদকে কনস্টেবল পদের পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 
দুদকে কনস্টেবল পদের পরীক্ষার সূচি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘কনস্টেবল’ পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৩১ অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ রাজধানীর ৫৪টি পৃথক কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের রোল নম্বর এবং কেন্দ্রের নাম প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এতে আরও বলা হয়, প্রার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের পর চাকরিপ্রার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

৩৭ কর্মী নেবে পাওয়ার জেনারেশন কোম্পানি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১৩ ধরনের শূন্য পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ৯ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আবেদনপ্রক্রিয়া শুরু হয় ১৫ অক্টোবর। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ফোরম্যান।

পদসংখ্যা: ৯টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ সমমানসহ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড ইনটেন্যান্স/মেকানিক্যাল মেইনটেন্যান্স/মেশিন টুলস অপারেশন/মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স/ ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে ট্রেড কোর্স পাস।

বেতন: ২৮,০০০ টাকা।

পদের নাম: জেটি ক্রেন অপারেটর।

পদসংখ্যা: ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ সমমান পাস।

বেতন: ২৩,০০০ টাকা।

পদের নাম: রিকেলেইমার/স্টেকার অপারেটর।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস।

বেতন: ২০,০০০ টাকা।

পদের নাম: গাড়িচালক।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন: ১৮,০০০ টাকা।

পদের নাম: টেকনিশিয়ান (এসটিজি/ বয়লার)।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ সমমানসহ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল মেইনটেন্যান্স/মেশিন টুলস অপারেশন/মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে ট্রেড কোর্স পাস।

বেতন: ১৭,০০০ টাকা।

পদের নাম: ইনস্ট্রুমেন্ট মেকানিকস।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমানসহ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগর প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে ট্রেড কোর্স পাস।

বেতন: ১৭,০০০ টাকা।

পদের নাম: ওয়েন্ডার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ সমমানসহ কারিগরি বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বিষয়ে ট্রেড কোর্স পাস।

বেতন: ১৭,০০০ টাকা।

পদের নাম: ফিটার।

পদসংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমানসহ কারিগরি বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল মেইনটেন্যান্স/মেশিন টুলস অপারেশন/মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে ট্রেড কোর্স পাস।

বেতন: ১৭,০০০ টাকা।

পদের নাম: ইলেকট্রিশিয়ান।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমানসহ কারিগরি বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে বছরের ট্রেড কোর্স পাস।

বেতন: ১৭,০০০ টাকা।

পদের নাম: আর্মেচার উইন্ডার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) বা এসএসসি (বিজ্ঞান)/সমমান পাস।

বেতন: ১৭,০০০ টাকা।

পদের নাম: টেকনিশিয়ান (আইসিটি)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস।

বেতন: ১৭,০০০ টাকা।

পদের নাম: নিরাপত্তা সহায়ক/প্রহরী।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন: ১৪,৫০০ টাকা।

পদের নাম: রাজমিস্ত্রি/মেশন।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন: ১৪,৫০০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ৫ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২১ জনের চাকরি

চাকরি ডেস্ক 
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৭: ০১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ ধরনের শূন্য পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ১২ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অর্থনীতিবিদ।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী প্রোগ্রামার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং বা সমমানের বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: ফোরম্যান (কারিগরি)।

পদসংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

পদের নাম: নিরীক্ষক/অডিটর।

পদসংখ্যা: ৯টি।

শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ভেহিকেল মেকানিক।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: স্টোর হেলপার।

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ৩ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত