Ajker Patrika

৯ মাস পর মাউশির নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯৬ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২১: ০৭
৯ মাস পর মাউশির নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯৬ 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ক্যাশিয়ার/স্টোরকিপার পদে নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৯৬ জন। আজ বুধবার মাউশির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। গত বছরের ১০ ডিসেম্বর ক্যাশিয়ার/স্টোরকিপার পদে পরীক্ষা নেওয়া হয়। সে হিসেবে পরীক্ষা নেওয়ার ৯ মাস পর ফলাফল প্রকাশ করা হলো। 

মাউশির পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে। 

মাউশি স্কুল-কলেজ ও অফিসে ২৪টি পদে ৪ হাজার ৩২ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চারটি ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার পর পঞ্চম ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। 

পঞ্চম ধাপে গত ১৩ মে ৫১৩ জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষর পদে নিয়োগের জন্য ঢাকা মহানগরের ৬১ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদে নিয়োগের জন্য ১ লাখ ৭৯ হাজার ২৯৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। সে সময় রাজধানীর একাধিক পরীক্ষা কেন্দ্রে প্রার্থীর কাছে উত্তর সরবরাহ করার প্রমাণ পায় গোয়েন্দা পুলিশ। প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে মাউশির দুজন কর্মকর্তা ও তিনজন কর্মচারীকে আটক করা হয়। 

মাউশির নিয়োগ পরীক্ষার ষষ্ঠ ধাপ চলতি বছরের ৩ জুন হওয়ার কথা ছিল। এই ধাপে হিসাব সহকারীর ১০৬টি পদে প্রার্থীসংখ্যা ৭৩ হাজারের বেশি। কিন্তু পঞ্চম ধাপের প্রশ্ন ফাঁস হওয়ার পর শেষ ধাপের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত