Ajker Patrika

বিদেশে উচ্চশিক্ষা: ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ

মারুফা মাহজাবীন মম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৪: ০৯
বিদেশে উচ্চশিক্ষা: ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামের ভূমিকা অতুলনীয়। ১৯৮৭ সাল থেকে ইউরোপীয় ও নন-ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য এ প্রোগ্রামের আওতায় বৃত্তি দেওয়া শুরু হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে রয়েছে চমৎকার সুযোগ। সর্বোচ্চ বৃত্তি পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান তৃতীয়। গেল বছর ১৪০ জন বাংলাদেশি শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মারুফা মাহজাবীন মম।

প্রোগ্রাম ও বৃত্তির সময়কাল
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবেন। প্রতিবছরের মতো চলতি শিক্ষাবর্ষেও আগ্রহী শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) অ্যাকশন, ক্যাপাসিটি বিল্ডিং ফর হায়ার এডুকেশন (সিবিএইচই) অ্যাকশন এবং ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (ইএমজেএম) অ্যাকশন প্রোগ্রামে আবেদন করতে পারবেন। মূলত এ তিনটি প্রোগ্রামের অধীনে বৃত্তির সময়কাল নির্ধারিত হয়ে থাকে নির্বাচিত কোর্স অনুযায়ী।

আবেদনের সময়সীমা
ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) অ্যাকশন প্রোগ্রামে আবেদনের শেষ সময় ২০ ফেব্রুয়ারি ২০২৪। ক্যাপাসিটি বিল্ডিং ফর হায়ার এডুকেশন (সিবিএইচই) অ্যাকশন প্রোগ্রামে আবেদন করা যাবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (ইএমজেএম) অ্যাকশন প্রোগ্রামে আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি।

বৃত্তির পরিমাণ
প্রোগ্রাম দেশের (হোস্ট কান্ট্রি) শিক্ষার্থীরা বৃত্তির আওতায় ৯ হাজার ইউরো বা বাংলাদেশি প্রায় ১০ লাখ ৭৬ হাজার টাকা এবং অংশীদার দেশের শিক্ষার্থীরা পাবেন ১৮ হাজার ইউরো বা প্রায় ২১ লাখ ৫২ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা
■    মাস্টার্স প্রোগ্রাম শুরুর আগে আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রি শেষ করতে হবে। তবে স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এমনকি স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফল না পেলেও আবেদন করা যাবে।
■    উচ্চমাধ্যমিক স্তরে ইংরেজিতে ‘বি’ গ্রেড/আইইএলটিএস অথবা সমমানের ভাষা দক্ষতা পরীক্ষায় ন্যূনতম স্কোর ৬ হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
■    দুটি রেকমেন্ডেশন লেটার
■    লেটার অব মোটিভেশন
■    অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (উচ্চমাধ্যমিক ও ব্যাচেলর ডিগ্রি বা সমতুল্য) 
■    পূরণ করা আবেদনপত্র
■    সিভি বা জীবনবৃত্তান্ত
■    পাসপোর্ট বা আইডির স্ক্যান কপি
■    প্রুফ অব রেসিডেন্সি কপি ও ইংরেজি দক্ষতা নির্ধারক পরীক্ষার স্কোর

আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে এই বৃত্তিতে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে প্রোগ্রামের আবেদনের সঙ্গে বৃত্তির আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন বা ইরাসমাস মুন্ডাসের ওয়েবসাইটে। 

সূত্র: ইরাসমাস মুন্ডাসের ওয়েবসাইট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত