Ajker Patrika

১৯৩ পদে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ০৬
১৯৩ পদে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি ১৯৩ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৪-২০ তম গ্রেডে অসামরিক স্থায়ী/ অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্থায়ী পদে ১৭৩ জন এবং অস্থায়ী পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। 

পদের নাম: ১। ফিটার,২। বারবার,৩। বুক বাইন্ডার,৪। অপারেটর হিট ট্রিটমেন্ট,৫। ইউডিসি,৬। টেইলার,৭। প্যাকার,৮। এমটি ড্রাইভার/ড্রাইভার/সিএমডি,৯। কম্পাউন্ডার ১০। ফায়ার-ক্রু ১১। পরিচ্ছন্নতা কর্মী ১২। নিরাপত্তা প্রহরী ১৩। সহিস ১৪। মালি ১৫। হেড মেকানিক ১৬। অফিস সহায়ক/বার্তাবাহক ১৭। বাবুর্চি (ইউ) ১৮। পাম্প অপারেটর ১৯। বেঞ্চ ফিটার (এসএস-২) ২০। ফায়ারম্যান ২১। আয়া ২২। ভিউয়ার ২৩। বাবুর্চি (মেস) ২৪। বাবুর্চি ২৫। অফিস করণিক ২৬। সহকারী বাবুর্চি/মশালচি ২৭। স্টোরম্যান ২৮। ইলেকট্রিশিয়ান ২৯। বাবুর্চি (হাসপাতাল) ৩০। ওয়েল্ডার (এসএস-২) ৩১। মেস ওয়েটার ৩২। ইনসেক্ট কালেক্টর ৩৩। পেইন্টার ৩৪। ধুপি ৩৫। ওয়ার্ডবয় ৩৬। টিসিএম-৩ ৩৭। মিল্ক ডেলিভারি ম্যান ৩৮। ইঅ্যান্ডবিআর ৩৯। শ্রমিক/ইউএসএম ৪০। ফার্ম লেবার (বুলক কার্ট ড্রাইভার)।

পদ সম্পর্কে বিস্তারিত বিবরণী, আবেদনের যোগ্যতা ও আবেদন ফরম এই লিংকে পাওয়া যাবে। 

আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে। 

বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৯ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। 

আবেদন ফি: ২০০ টাকা।

আবেদনের শেষ সময়: ৯ মার্চ, ২০২৩ পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

আজকের রাশিফল: প্রপোজের জন্য বিপজ্জনক দিন, গ্রহরা একগুঁয়েমিটা ছাড়তে বলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ