Ajker Patrika

প্রাথমিক বিদ্যালয়ে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে

রাহুল শর্মা, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০: ২৯
Thumbnail image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে ফের নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। এতে প্রায় সাড়ে সাত হাজার শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের কথা রয়েছে। এরই মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় কাজ শেষ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

ডিপিই সূত্রে জানা যায়, ইতিমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে অনুমোদন চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে খুব শিগগির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

গতকাল মঙ্গলবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দিতে মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। যাচাই-বাছাই শেষে খুব শিগগির বিষয়টি অনুমোদন দেওয়া হবে।

কবে নাগাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমন প্রশ্নে মোশাররফ হোসেন বলেন, ‘আশা করছি চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হবে। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিছু প্রশাসনিক কাজ শেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রায় সাড়ে সাত হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এ সংখ্যা বাড়তে পারে। কারণ, সর্বশেষ নিয়োগে সুপারিশপ্রাপ্ত বেশ কিছু প্রার্থী যোগদান করেননি। শেষ মুহূর্তে এ পদগুলোও যুক্ত হতে পারে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর চলতি মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

সর্বশেষ ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত ১৪ ডিসেম্বর ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে নির্বাচিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত