Ajker Patrika

বিসিএস প্রস্তুতি: ভাইভায় কীভাবে উত্তর করবেন সেটি গুরুত্বপূর্ণ

সাইফুল ইসলাম স্বপ্নীল
বিসিএস প্রস্তুতি: ভাইভায় কীভাবে উত্তর করবেন সেটি গুরুত্বপূর্ণ

ভাইভা বিসিএস যাত্রার গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে ১০ থেকে ২০ মিনিটের মধ্যে একজন প্রার্থীকে ২০০ নম্বরে মূল্যায়ন করা হয়। বিগত বিসিএসের নম্বরপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ভাইভা কাঙ্ক্ষিত ক্যাডার প্রাপ্তিতে ট্রাম্পকার্ড হিসেবে কাজ করে। ভাইভায় উত্তর করার কৌশল নিয়ে পরামর্শ দিয়েছেন সাইফুল ইসলাম স্বপ্নীল
পিএসসির সাবেক চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক বলেছিলেন, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় প্রার্থীর জ্ঞান যাচাই করা হয়। যাঁরা লিখিত পরীক্ষায় ভালো করেছেন, তাঁরাই ভাইভায় ভালো করবেন, বিষয়টি এমন নয়! ভাইভার মাধ্যমে প্রার্থীর কথা বলার ধরন, অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, উপস্থাপনা, গেটআপ ইত্যাদিও দেখা হয়। কোনো প্রশ্নের উত্তর না পারলে তিনি কীভাবে পরিস্থিতি সামাল দেন, তাঁর আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব কেমন, সেগুলো এ পরীক্ষায় মূল্যায়ন করা হয়। 
 
ভাইভা বোর্ডের সদস্য কারা
পিএসসির বিজ্ঞ চেয়ারম্যান ও বিজ্ঞ সদস্যরা প্রত্যেকে বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে থাকেন। এ ছাড়া সরকারের যুগ্ম সচিব বা তদূর্ধ্ব কর্মকর্তা একজন সদস্য এবং বিষয়ভিত্তিক একজন বিশেষজ্ঞ সদস্য থাকেন। 
 
প্রয়োজনীয় কাগজপত্র
সদ্য তোলা ৬ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। ভাইভা কার্ড, বিপিএসসি ফর্ম-১, বিপিএসসি ফর্ম-৩, অ্যাডমিট কার্ড, অ্যাপ্লিকেন্ট কপি, এনআইডি কার্ড বা জন্মনিবন্ধনের সত্যায়িত কপি, নাগরিকত্ব বা জাতীয়তা সনদ, অন্য চাকরিতে নিযুক্ত থাকলে এনওসি বা বিভাগীয় ছাড়পত্র। প্রতিটির অন্তত চার কপি রাখতে হবে। 
 
তথ্যগত, মনস্তাত্ত্বিক প্রস্তুতি
প্রায় সব বোর্ডেই কমন কিছু প্রশ্ন করা হয়ে থাকে। যেমন Introduce yourself, Academic Background, Why First Choice... etc—এগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে গেলে সুন্দরভাবে বলতে পারবেন। আপনি কটি প্রশ্ন পেরেছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি উত্তরগুলো কীভাবে দিচ্ছেন। বিশ্লেষণধর্মী প্রশ্নে বুঝেশুনে উত্তর দিতে হবে।
 
  • পছন্দক্রমের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্যাডার সম্পর্কে খুব ভালোভাবে জানুন। এ ক্ষেত্রে পত্রপত্রিকা, উইকিপিডিয়া বা ভালো ভাইভা গাইডের পাশাপাশি ক্যাডারসংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন। 
  • জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক আলোচিত প্রতিটি ইস্যু সম্পর্কে ভালো ধারণা রাখুন। আর সে জন্য প্রতিদিন কয়েকটি পত্রপত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ ইত্যাদি পড়ুন। বিবিসি বাংলা, ডয়চে ভেলেসহ ফেসবুক, ইউটিউবে বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যানেলে চোখ রাখুন। 
  • বিগত বিসিএসের গ্রুপে অনেক পরীক্ষার্থী ভাইভা অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেটি গ্রুপগুলোতে এখনো আছে। প্রশ্নগুলো সংগ্রহ করে ধারণা নিন আপনার নিজের প্রথম পছন্দ, যাঁদের প্রথম পছন্দ ছিল তাদের কী ধরনের প্রশ্ন করা হয়েছে। কোন বোর্ডে কোন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে, সে সম্পর্কেও ধারণা পাবেন এসব প্রশ্ন দেখে। সেভাবে প্রস্তুতি নিন। 
  • ভাইভা শুরু হলে প্রতিদিনই অনেকে ভাইভার প্রশ্ন গ্রুপে শেয়ার করবেন। সেসব প্রশ্ন সংগ্রহে রাখুন এবং যে প্রশ্নগুলোর উত্তর আপনার জানা থাকবে না, সে উত্তরগুলো সে দিনই শিখে নিন। 
  • ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অত্যন্ত ভালোভাবে খুঁটিনাটি প্রস্তুতি নিয়ে ভাইভা বোর্ডে যাবেন। ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ খুব ভালোভাবে পড়ুন। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক দু-একটি উপন্যাস পড়ে যেতে পারেন। এ ক্ষেত্রে ‘জ্যোৎস্না ও জননীর গল্প’, ‘১৯৭১’, ‘দুই সৈনিক’ কিংবা ‘নিষিদ্ধ লোবান’-এর মতো কোনো বই পড়তে পারেন। মুক্তিযুদ্ধের ওপর বাজারে ভালো ভাইভা গাইড আছে, সেখান থেকেও প্রস্তুতি নিন। 
  • মুক্তিযুদ্ধভিত্তিক আমার বন্ধুরা রাশেদ, গেরিলা, অনিল বাগচীর একদিন, ওরা ১১ জনসহ বিভিন্ন চলচ্চিত্র দেখতে পারেন। আপনার এলাকার মুক্তিযোদ্ধা, বধ্যভূমি, রাজাকারদের সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধের বিভিন্ন বাহিনী, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলি, ১৫ আগস্ট, ছয় দফা, ৭ মার্চ, বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পর্কে খুঁটিনাটি জেনে যাবেন। 
  • জেলা তথ্যবাতায়ন থেকে নিজ জেলা, বিভাগ সম্পর্কে বিস্তারিত জেনে যাওয়া উচিত। 
  • লিখিত পরীক্ষার জন্য সংবিধানের যেসব ধারা পড়েছেন তার সঙ্গে আপনার পছন্দের ক্যাডারসংশ্লিষ্ট ধারা জানতে হবে। পাশাপাশি সংবিধানের প্রস্তাবনা, তফসিল, সর্বশেষ অনুচ্ছেদ, সবগুলো সংশোধনী সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখুন। 
  • বর্তমান সরকারের সাফল্য, ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ জেনে নিন। চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়, আপনার সুপারিশ বা পরামর্শ। ব্লু ইকোনমির ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ। 
  • আপনি যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সে বিষয়ের মৌলিক তো বটেই, সম্ভব হলে খুঁটিনাটি সব বিষয়ে ভালো ধারণা রাখুন। 
  • জেনারেল বা উভয় ক্যাডারের ক্ষেত্রে বেশির ভাগ বোর্ডেই ইংরেজিতে ভাইভা নেওয়া হয়, কিংবা কিছু প্রশ্ন অন্তত ইংরেজিতে করা হয়। পররাষ্ট্র যাঁদের প্রথম পছন্দ তাঁদের মোটামুটি সবাইকেই ইংরেজিতে ভাইভা দিতে হবে। আর ইংরেজিতে কথা বলার জন্য নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত আধা ঘণ্টা ফ্রেন্ড/রুমমেট/ভাইবোন বা যেকারও সঙ্গে ইংরেজিতে কথা বলুন। প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করুন। ভাইভায় যেসব প্রশ্নের মুখোমুখি হবেন, সেসব টপিক নিয়ে গ্রুপ স্টাডি করুন। এ ছাড়া ভাইভা প্রস্তুতির জন্য বন্ধুবান্ধব মিলে বা কোনো কোচিং সেন্টারে মক ভাইভা দিতে পারেন। 
 
ড্রেসআপ ও গেটআপ
পুরুষেরা অবশ্যই ফরমাল হয়ে যাবেন। হালকা রঙের (সাদা/ আকাশি/এককালার) ফুলহাতা শার্ট, কালো/নেভি ব্লু প্যান্ট, টাই, ফরমাল জুতা (ফিতাওয়ালা), জুতার কালারের সঙ্গে মিলিয়ে বেল্ট। প্রযোজ্য ক্ষেত্রে ব্লেজার পরতে পারেন। মহিলাদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার-কামিজ যেটা মানানসই এবং পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে শাড়িই মূলত অফিশিয়াল পোশাক। পুরুষদের ক্ষেত্রে দাঁড়ি যদি সুন্নতি দাঁড়ি হয় কোনো সমস্যা নেই, না হয় ক্লিন শেভ বাঞ্ছনীয়। ভালোভাবে আয়রন করা পোশাক পরবেন, ফুলহাতা শার্ট এবং টাই পরলে বেল্টের হালকা ওপর পর্যন্ত রাখবেন। স্যুট পরলে স্যুটের হাতার বাইরে শার্টের হাতা দেখা যাবে। মেয়েরা অতিরিক্ত অলংকার পরবেন না, বেশি মেকআপের প্রয়োজন নেই। 
 
সতর্কতা
কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে আমতা-আমতা বা আগে জানতাম স্যার, ভুলে গেছি স্যার—এসব না বলে সরাসরি বলুন স্যার আমার জানা নেই অথবা আমার জানা উচিত ছিল। ভুল কিংবা অনুমাননির্ভর তথ্য দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। কোনো ব্যাপারে ইচ্ছাকৃত ভুল বা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন। বেশি পাণ্ডিত্য জাহির করতে যাবেন না। কোনোভাবেই বোর্ড সদস্যদের সঙ্গে তর্কে জড়ানো যাবে না। সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না; কিংবা প্রশ্নের উত্তর মনে করতে গিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না। আঞ্চলিকতা পরিহার ও শব্দচয়নে সাবধান থাকুন। রাজনৈতিক দর্শন প্রকাশ করা যাবে না। অতি সৌজন্যবোধ ও মাত্রাতিরিক্ত কনফিডেন্স হিতে বিপরীত হতে পারে। উত্তর দিতে গিয়ে চতুরতা কিংবা তাড়াহুড়া এড়িয়ে চলুন। ঠান্ডা মাথায় ধীরস্থীরভাবে উত্তর দিন। 
 
লেখক: ৪০তম বিসিএস,প্রভাষক, সরকারি হাজী আব্দুল বাতেন কলেজ, সন্দ্বীপ, চট্টগ্রাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঢামেকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১২৯৭৩

চাকরি ডেস্ক 
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৫: ১৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে।

বুধবার (২২ অক্টোবর) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে মোট ১২ হাজার ৯৭৩ জন প্রার্থী অংশ নেবেন।

পদগুলো হলো—কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার এবং ইলেকট্রিশিয়ান।

এসব পদের পরীক্ষা ৩১ অক্টোবর বেলা ৩টায় ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এরপর ৭ নভেম্বর সকাল ১০টায় একই কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট, ওয়ার্ড মাস্টার, ক্যাশিয়ার, টেলিফোন অপারেটর, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার, লিনেন কিপার, কার্পেন্টার, টেইলর এবং অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রাজস্ব খাতভুক্ত ২ ধরনের পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব (প্রশাসন) শোভা শাহনাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে উল্লেখযোগ্য কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিদ্যমান সব বিধিবিধান অনুসরণ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্তভাবে সুপারিশ করা প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে এবং তাঁদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে পাঠানো হবে। নিয়োগপত্র জারি এবং যোগদান-সংক্রান্ত তথ্যাদি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রজেক্টের আওতাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাব-প্রজেক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (প্রজেক্ট মেয়াদকালীন) ৪টি শূন্য পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদ: হিসাবরক্ষক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: অফিস ম্যানেজার, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: ডেটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: অফিস সহায়ক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ২০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র ‘সাব-প্রজেক্ট ম্যানেজার, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) ও অধ্যাপক, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ড. অলোকেশ কুমার ঘোষ’ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি, বেতন নবম গ্রেডে

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১টি শূন্য পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৯ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পদের নাম: সহকারী প্রোগ্রামার।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।

বয়সসীমা: ৩২ বছর।

আবেদন ফি: ২২৩ টাকা।

বেতন: ২২,০০০–৫৩, ০৬০ টাকা (গ্রেড-৯)।

আবেদন পদ্ধতি: আগ্রহী যোগ্য প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত