Ajker Patrika

৪৪তম বিসিএস: আবেদনের সময় বাড়লেও প্রিলি পূর্ব নির্ধারিত তারিখেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪৪তম বিসিএস: আবেদনের সময় বাড়লেও প্রিলি পূর্ব নির্ধারিত তারিখেই

৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা এক মাস বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুসারে, ৩১ জানুয়ারির পরিবর্তে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ মার্চ। তবে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্ব নির্ধারিত ২৭ মে তারিখেই অনুষ্ঠিত হবে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন জানিয়েছিলেন, ইউজিসি চিঠি পাঠিয়ে ৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ করেছে। সবার সুবিধার কথা বিবেচনা করেই আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে। 

গত ৩০ নভেম্বর থেকে ৪৪তম বিসিএসে আবেদনের প্রক্রিয়া শুরু হয়। এ বিসিএসে নিয়োগ পাবেন ১ হাজার ৭১০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে— ৭৭৬ জন।
এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাক ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩ ও টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন নেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা এ ওয়েবসাইটে গিয়ে পিএসসির নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত