Ajker Patrika

টিআইবিতে ৪৫ জনের চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
টিআইবিতে ৪৫ জনের চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জার্মানির বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সংস্থার বাংলাদেশি শাখার সচেতন নাগরিক কমিটি (সনাক) পর্যায়ে ‘পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (পিএসিটিএ)’ প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। ৪৫টি অঞ্চলের সনাক অফিসে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। মূলত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে টিআইবি দেশের ৪৫টি অঞ্চলের নাগরিক, বিশেষ করে তরুণদের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে কাজ করছে।

পদের নাম: ফিন্যান্স অ্যাসিস্ট্যান্ট (শর্ট টার্ম)
পদের সংখ্যা: ৪৫টি
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় স্নাতক পাস হতে হবে। তবে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর প্রার্থী অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা ৪-এর মধ্যে জিপিএ ২.৫-এর কম/ ৫-এর মধ্যে জিপিএ ৩.০-এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীর ন্যূনতম এক বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীর কম্পিউটার ব্যবহারের মৌলিক জ্ঞানসহ এমএস ওয়ার্ড ও এক্সেল বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষতা এবং ই-মেইল, জুম ইত্যাদি ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। প্রত্যক্ষভাবে অর্থ ও হিসাবসংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা: পেশাদারি, সুন্দর বাচনভঙ্গি, যোগাযোগ দক্ষতা, কাজের প্রতি একনিষ্ঠতা—এসব প্রার্থীর বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তবে নিয়োগের ক্ষেত্রে যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

মাসিক ভাতা: মাসিক ২২ হাজার টাকা দেওয়া হবে। তবে যাতায়াত ও অন্যান্য প্রশাসনিক ব্যয় ছাড়া অন্য কোনো ভাতা দেওয়া হবে না। 

বয়স: প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

কর্মস্থল, কর্মঘণ্টা ও ছুটি: ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্টের (শর্ট টার্ম) কর্মস্থল হবে সচেতন নাগরিক কমিটি (সনাক) কার্যালয়। কর্মঘণ্টা হবে প্রতিদিন ৮ ঘণ্টা (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)। কর্মদিবস ও সরকারি ছুটি টিআইবি কর্মীর মতো একইভাবে চর্চা করবেন। সুপারভাইজারের অনুমোদন সাপেক্ষে প্রতি মাসে সর্বোচ্চ ১.৫ দিন করে নৈমিত্তিক ছুটি উপভোগ করতে পারবেন।

যেসব অঞ্চলে নিয়োগ দেওয়া হবে: মুক্তাগাছা, ময়মনসিংহ, নালিতাবাড়ী, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, চকরিয়া, পটিয়া, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাঙামাটি, খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, গাজীপুর, মধুপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, সাভার, ঝালকাঠি, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, ঝিনাইদহ, বরিশাল, বগুড়া। 

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে আবেদনের জন্য টিআইবির এইচআর অ্যান্ড ওডি ইউনিট বরাবর আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে সিভি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের অনুলিপি ও কাজের অভিজ্ঞতা থাকলে সেগুলোর অনুলিপি জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীকে সিভি ও প্রয়োজনীয় ডকুমেন্ট [email protected]এই ঠিকানায় ই-মেইল করতে হবে। আবেদনকারী প্রার্থী যে অঞ্চলে কাজ করতে ইচ্ছুক, তাঁকে ই-মেইলের সাবজেক্ট লাইনে সংশ্লিষ্ট অঞ্চলের নাম উল্লেখ করতে হবে। তবে একজন প্রার্থীকে প্রাথমিকভাবে বাংলাদেশের যেকোনো অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। 

আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর, ২০২৩। 

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

জোটের প্রার্থীদের ইচ্ছেমতো প্রতীক চেয়ে আইন উপদেষ্টাকে বিএনপির লিখিত আবেদন

এলাকার খবর
Loading...