Ajker Patrika

নন-ক্যাডারের সংশোধিত গেজেট প্রকাশ, নিয়োগ যে কোনো সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২৩, ১৯: ২৩
নন-ক্যাডারের সংশোধিত গেজেট প্রকাশ, নিয়োগ যে কোনো সময়

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নন-ক্যাডার নিয়োগের সংশোধিত বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে নন-ক্যাডার পদে নিয়োগ জটিলতার অবসান হলো। এতে আটকে থাকা ৪০ তম বিসিএস নন-ক্যাডার নিয়োগের তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।

আজ বুধবার বিকেলে বিজি প্রেস থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ গেজেট আকারে প্রকাশ হয়।

পিএসসি থেকে জানা যায়, বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১০ সালে বিধিমালা করে সরকার। ২০১৪ সালে সেই বিধিমালা সংশোধন করা হয়। বলা হয়, নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের অনুরোধ প্রাপ্তি সাপেক্ষে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে পূরণযোগ্য নন-ক্যাডার পদের বিবরণী ও সংখ্যা প্রকাশ করবে। কিন্তু ২৮ তম থেকে ৪৪ তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করা হয়নি। এতে তৈরি হয় জটিলতা, নতুন বিধিমালা জারির ফলে এর অবসান হলো। 

কবে নাগাদ ৪০ তম বিসিএসের নন-ক্যাডারের তালিকা প্রকাশ করা হবে এমন প্রশ্নে পিএসসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নন–ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০২৩ প্রজ্ঞাপন হাতে পেয়েছি। দ্রুততম সময়ের মধ্যে ৪০ তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের তালিকা প্রকাশ করা হবে। 

তিনি আরও বলেন, এ বিসিএস থেকে নন-ক্যাডারে প্রায় সাড়ে ৪ হাজার কর্মকর্তা নিয়োগ পেতে পারেন। তবে এ সংখ্যা কিছুটা বাড়তে পারে।

জানা গেছে, ৪০ তম বিসিএসে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণের তালিকায় আছেন ৮ হাজার ১৬৬ জন চাকরিপ্রার্থী। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিধি সংক্রান্ত জটিলতায় নন–ক্যাডারদের নিয়োগ সুপারিশের তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর সংশোধিত বিধিমালাটি যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেখান থেকে গত মঙ্গলবার এটি পাঠানো হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে। এরপর তা গেজেট আকার প্রকাশের জন্য বিজি প্রেসে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত