Ajker Patrika

জনবল নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৮: ০৬
জনবল নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তিনটি পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং আন্তবাহিনী সংস্থাসমূহের (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরসহ) সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। 

পদের নাম: সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) 
পদ সংখ্যা: ৬ 
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩, ০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন-(অ) প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ বা জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা (আ) দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

পদের নাম: সহকারী পরিচালক (এডি) 
পদ সংখ্যা: ১১ 
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩, ০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ’তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ’তে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ’তে স্নাতকোত্তর ডিগ্রি; বা (গ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার (৪) বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ’তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। 

পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যা: ১ 
গ্রেড: ৯ম 
বেতন স্কেল: ২২,০০০-৫৩, ০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। 

বয়সসীমা: গত ১ নভেম্বর ২০২১ এর মধ্যে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স ২৫ মার্চ ২০২০ তারিখের মধ্যে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করার সুযোগ পাবেন। 

শর্তাবলি: বাংলাদেশের সব জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। 

আবেদন ফি: ৬০০ টাকা
আবেদনের নিয়ম: ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া যাবে। 
আবেদনের সময়সীমা: আগামী ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। 

বি. দ্র. বিস্তারিত এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত