নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে ৪ হাজার ৩২২ জনকে নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে স্থানীর সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৫৬ পদে নিয়োগ স্থগিতই থাকবে। আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ ছাড়া এলজিইডির পক্ষে ছিলেন সাঈদ আহমেদ রাজা।
ব্যারিস্টার রাগিব রউফ বলেন, ৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। তবে এলজিইডি তাদের ১৫৬টি পদ প্রত্যাহারের জন্য পিএসসির কাছে আবেদন করে। ওই সময় তাদের আবেদনটি বাতিলের জন্য সিভিল ইঞ্জিনিয়াররা হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট ১৫৬ পদে নিয়োগ বাতিলের আবেদনটি স্থগিত করেন।
পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এলজিইডি আপিল দায়ের করলে চেম্বার আদালত তাতে স্থিতাবস্থা জারি করেন। চেম্বার আদালতের আদেশের ফলে ৪ হাজার ৪৭৮ পদে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই আটকে যায়।
রাগিব রউফ আরও বলেন, এলজিইডির বাইরে থাকা অন্যান্য বিভাগের ২২৫ জনও আপিল বিভাগে পক্ষভুক্ত হন। শুনানি শেষে আপিল বিভাগ চেম্বার আদালতের স্থিতাবস্থা সংশোধন করে শুধুমাত্র ১৫৬ পদের স্থিতাবস্থা বহাল রেখেছেন। এ ছাড়া তাদের বিষয়ে জারি করা রুল ২ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এর ফলে বাকি ৪ হাজার ৩২২ জনের নিয়োগে আর কোনো বাধা রইল না।
৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে ৪ হাজার ৩২২ জনকে নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে স্থানীর সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৫৬ পদে নিয়োগ স্থগিতই থাকবে। আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ ছাড়া এলজিইডির পক্ষে ছিলেন সাঈদ আহমেদ রাজা।
ব্যারিস্টার রাগিব রউফ বলেন, ৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। তবে এলজিইডি তাদের ১৫৬টি পদ প্রত্যাহারের জন্য পিএসসির কাছে আবেদন করে। ওই সময় তাদের আবেদনটি বাতিলের জন্য সিভিল ইঞ্জিনিয়াররা হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট ১৫৬ পদে নিয়োগ বাতিলের আবেদনটি স্থগিত করেন।
পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এলজিইডি আপিল দায়ের করলে চেম্বার আদালত তাতে স্থিতাবস্থা জারি করেন। চেম্বার আদালতের আদেশের ফলে ৪ হাজার ৪৭৮ পদে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই আটকে যায়।
রাগিব রউফ আরও বলেন, এলজিইডির বাইরে থাকা অন্যান্য বিভাগের ২২৫ জনও আপিল বিভাগে পক্ষভুক্ত হন। শুনানি শেষে আপিল বিভাগ চেম্বার আদালতের স্থিতাবস্থা সংশোধন করে শুধুমাত্র ১৫৬ পদের স্থিতাবস্থা বহাল রেখেছেন। এ ছাড়া তাদের বিষয়ে জারি করা রুল ২ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এর ফলে বাকি ৪ হাজার ৩২২ জনের নিয়োগে আর কোনো বাধা রইল না।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী ১৭ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩ হাজার ৪৬৯ প্রার্থী অংশ নেবেন। প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগেট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬ ধরনের শূন্য পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৭ মে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গতকাল সোমবার (১২ মে) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
২ দিন আগেচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে মোট ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৯ এপ্রিল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৭ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
২ দিন আগেজাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৯ ধরনের শূন্য পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৪ এপ্রিল এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৩০ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
২ দিন আগে